বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার

মোঃ জিহাদ রানাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভার বক্তব্যে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু একটা আদর্শ, বঙ্গবন্ধু মরতে পারেনা, তাঁর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবো। এই দেশ স্বাধীন করার জন্য জন্ম নেয়া বঙ্গবন্ধু ছিলেন প্রকৃতি প্রদত্ত নেতা, এই দেশ স্বাধীন ভূখন্ডে পরিনত করার মেধা মনন, যোগ্যতা নিয়েই তিনি জন্ম নিয়েছিলেন।

১৫ আগস্ট রোববার সকাল ১১ টায়” ১৫ আগস্ট জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বরিশালে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, পুরস্কার ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার বলেন, আমাদের জাতি স্বত্তা , অধিকার আদায় ও স্বাধীন ভূখন্ডের জন্য এই দেশ কেমন করে চলবে তা তিনি দেশ স্বাধীন হওয়ার পর বলে গিয়েছেন, এমনকি স্বাধীন বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্যে বলে গিয়েছেন, পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তিনি বলতেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ।” তাঁর সেই বক্তব্য ও আদর্শ বুকে লালন করে আজ বাংলাদেশ পুলিশ সত্যিকারের একটি মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি শুধুমাত্র একটি পতাকা ও একটু ভূখণ্ডের মধ্য দিয়েই তিনি মুক্তির কথা বলেননি বরং চিন্তা চেতনা ও মননে, জ্ঞান-বিজ্ঞানে দক্ষ একটি প্রযুক্তিনির্ভর, ঐক্যবদ্ধ অগ্রসর সোনার বাংলা বিশ্বের দরবারে মাথা উঁচু করে সগর্বে এগিয়ে চলার কথাই তিনি বলেছেন।

তিনি যেখানেই বঞ্চনা ও মানবিকতার বিপর্যয় দেখেছেন, সেখানেই দেশপ্রেম ও মমত্ববোধ নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের পরিধেয় একমাত্র জামাটি ও খুলে দিয়েছেন বঞ্চিত মানুষ কে। তার এমন মানবিকতা ও মমত্ববোধের অসংখ্য উদাহরণ তার জীবনী পর্যালোচনায় দেখা যায়। সেই মহান মুক্তিকামি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে নৃশংসভাবে স্ব পরিবারে হত্যা করে।

এখন সেই ষড়যন্ত্রকারীদের যেসব উত্তরসূরিরা এ দেশকে পিছনে টেনে নিয়ে যেতে পিছু নিয়েছে , সেই
শত্রুদের পরাভূত করে সোনার বাংলাকে এগিয়ে নিয়ে, এই দিবসগুলোতে তার আদর্শে হৃদয়কে শানিত করে বাস্তবায়ন করার মাধ্যমে এ দেশ সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক বরিশাল ২৪

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার

সোমবার, আগস্ট ১৬, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ

মোঃ জিহাদ রানাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভার বক্তব্যে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু একটা আদর্শ, বঙ্গবন্ধু মরতে পারেনা, তাঁর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবো। এই দেশ স্বাধীন করার জন্য জন্ম নেয়া বঙ্গবন্ধু ছিলেন প্রকৃতি প্রদত্ত নেতা, এই দেশ স্বাধীন ভূখন্ডে পরিনত করার মেধা মনন, যোগ্যতা নিয়েই তিনি জন্ম নিয়েছিলেন।

১৫ আগস্ট রোববার সকাল ১১ টায়” ১৫ আগস্ট জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বরিশালে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, পুরস্কার ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার বলেন, আমাদের জাতি স্বত্তা , অধিকার আদায় ও স্বাধীন ভূখন্ডের জন্য এই দেশ কেমন করে চলবে তা তিনি দেশ স্বাধীন হওয়ার পর বলে গিয়েছেন, এমনকি স্বাধীন বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্যে বলে গিয়েছেন, পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তিনি বলতেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ।” তাঁর সেই বক্তব্য ও আদর্শ বুকে লালন করে আজ বাংলাদেশ পুলিশ সত্যিকারের একটি মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি শুধুমাত্র একটি পতাকা ও একটু ভূখণ্ডের মধ্য দিয়েই তিনি মুক্তির কথা বলেননি বরং চিন্তা চেতনা ও মননে, জ্ঞান-বিজ্ঞানে দক্ষ একটি প্রযুক্তিনির্ভর, ঐক্যবদ্ধ অগ্রসর সোনার বাংলা বিশ্বের দরবারে মাথা উঁচু করে সগর্বে এগিয়ে চলার কথাই তিনি বলেছেন।

তিনি যেখানেই বঞ্চনা ও মানবিকতার বিপর্যয় দেখেছেন, সেখানেই দেশপ্রেম ও মমত্ববোধ নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের পরিধেয় একমাত্র জামাটি ও খুলে দিয়েছেন বঞ্চিত মানুষ কে। তার এমন মানবিকতা ও মমত্ববোধের অসংখ্য উদাহরণ তার জীবনী পর্যালোচনায় দেখা যায়। সেই মহান মুক্তিকামি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে নৃশংসভাবে স্ব পরিবারে হত্যা করে।

এখন সেই ষড়যন্ত্রকারীদের যেসব উত্তরসূরিরা এ দেশকে পিছনে টেনে নিয়ে যেতে পিছু নিয়েছে , সেই
শত্রুদের পরাভূত করে সোনার বাংলাকে এগিয়ে নিয়ে, এই দিবসগুলোতে তার আদর্শে হৃদয়কে শানিত করে বাস্তবায়ন করার মাধ্যমে এ দেশ সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত