অপরাধ দমন করে সমাজের শৃঙ্খলা বজায় রাখা আমাদের লক্ষ্যঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অপরাধ দমন করে সমাজের শৃঙ্খলা বজায় রাখা আমাদের লক্ষ্যঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২১, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

অপরাধ দমন করে সমাজের শৃঙ্খলা বজায় রাখা আমাদের লক্ষ্যঃ বিএমপি কমিশনার

সোহেল আহমেদঃ অপরাধ দমন করে সমাজের শৃঙ্খলা বজায় রাখা আমাদের চ্যলেঞ্জ ও লক্ষ্য বলে মন্তব্য করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন রোটারি ক্লাবের সাথে সম্পর্ক আমার ছাত্র বয়স থেকে, রোটারিয়ানগণ সমাজসেবী মনোভাব নিয়ে আত্ম পরিচর্যার কাজ করে থাকেন। রোটারিয়ানগণও সমাজসেবী মনোভাব নিয়ে আত্ম পরিচর্যায় অনেকটা নিজের খেয়ে সমাজের মোষ তাড়ানোর মতো সেই কাজ করে থাকেন।

শনিবার (২১ আগস্ট) কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ সুরভীপল্লী বরিশালে রোটারি ক্লাব বরিশাল এ ২১ আগস্ট ২ Year Launching Ceremony 2021-2022 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন বৃক্ষ রোপণ ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবন্মুক্ত করা হয়।

প্রধান অতিথি বলেন, সমাজের সর্বস্তরের অসঙ্গতিগুলো দূর করে পরিবেশ ও সমাজের সবাইকে ভালো রাখার ব্রত নিয়ে বিবেকের টানে রোটারি ক্লাবের এই কর্মকাণ্ডগুলো সত্যি প্রশংসনীয়। তাই রোটারিয়ানদের মাঝে আসলে সময়ের অপচয় মনে হয় না।

এই পেন্ডামিক পরিস্থিতিতে অদম্য আগ্রহ নিয়ে রোটারি ক্লাব কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে জনগণের কথা চিন্তা করে অক্সিজেন ও আমিষের ঘাটতি পূরণে বৃক্ষ রোপণ ও মৎস উৎপাদনের কর্মসূচিকে তথা এই দেশকে শক্তশালী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ব্রত নিয়ে রোটারিয়ান ক্লাব কর্তৃক স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করা এমন সকল কর্মকান্ডে প্রতি সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আজকের এই ২১ আগস্ট জাতীয় জীবনে আরেকটি কলঙ্ক ও দুঃখজনক দিন। আমরা সকল বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

একটি অগ্রহণযোগ্য বিরল ঘটনায় এই আগস্ট মাসে জাতীয় ভাবে আমরা অত্যন্ত পরিতাপ ও বেদনার ক্ষত বহন করে থাকি।

একটি অসাম্প্রদায়িক, অহিংস, সমৃদ্ধির দেশ হিসেবে বাঙালির স্বাধীনতা, বাঙালির মুক্তি কামনায় যিনি প্রতিদিন নিরলস ভাবে কাজ করেছিলেন।

সেই মহান মুক্তিকামি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের এই মাসে নৃশংসভাবে স্ব-পরিবারে হত্যা করে।

আমরা কতোটা বোকা ও অভাগা জাতি যে,এই দেশ স্বাধীন ভূখন্ডে পরিনত করার মেধা মনন, যোগ্যতা নিয়ে জন্ম নেয়া প্রকৃতি প্রদত্ত নেতাকে আমরা ধরে রাখতে পারিনি। একটা সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তাঁর আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের কর্তব্য।

রোটারি একটি চমৎকার সংগঠন, খুব সক্রিয়ভাবে মেম্বারশিপ না থাকলেও, রোটারি ক্লাবের সাথে সম্পর্ক আমার ছাত্র বয়স থেকে। বিভিন্ন কর্মসূচিতে বন্ধুদের সাথে যেতাম।

নিরাপত্তার চাহিদা নিশ্চিত না হলে মানুষের মৌলিক চাহিদা অপূর্ণ রয়ে যায়। সেই নিরাপত্তার চাহিদা শতভাগ পূরণ করতে ও জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও নির্ভেজাল সেবা পৌঁছাতে রোটারি ক্লাব আগুয়ান ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক বরিশাল ২৪

অপরাধ দমন করে সমাজের শৃঙ্খলা বজায় রাখা আমাদের লক্ষ্যঃ বিএমপি কমিশনার

শনিবার, আগস্ট ২১, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ

সোহেল আহমেদঃ অপরাধ দমন করে সমাজের শৃঙ্খলা বজায় রাখা আমাদের চ্যলেঞ্জ ও লক্ষ্য বলে মন্তব্য করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন রোটারি ক্লাবের সাথে সম্পর্ক আমার ছাত্র বয়স থেকে, রোটারিয়ানগণ সমাজসেবী মনোভাব নিয়ে আত্ম পরিচর্যার কাজ করে থাকেন। রোটারিয়ানগণও সমাজসেবী মনোভাব নিয়ে আত্ম পরিচর্যায় অনেকটা নিজের খেয়ে সমাজের মোষ তাড়ানোর মতো সেই কাজ করে থাকেন।

শনিবার (২১ আগস্ট) কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ সুরভীপল্লী বরিশালে রোটারি ক্লাব বরিশাল এ ২১ আগস্ট ২ Year Launching Ceremony 2021-2022 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন বৃক্ষ রোপণ ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবন্মুক্ত করা হয়।

প্রধান অতিথি বলেন, সমাজের সর্বস্তরের অসঙ্গতিগুলো দূর করে পরিবেশ ও সমাজের সবাইকে ভালো রাখার ব্রত নিয়ে বিবেকের টানে রোটারি ক্লাবের এই কর্মকাণ্ডগুলো সত্যি প্রশংসনীয়। তাই রোটারিয়ানদের মাঝে আসলে সময়ের অপচয় মনে হয় না।

এই পেন্ডামিক পরিস্থিতিতে অদম্য আগ্রহ নিয়ে রোটারি ক্লাব কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে জনগণের কথা চিন্তা করে অক্সিজেন ও আমিষের ঘাটতি পূরণে বৃক্ষ রোপণ ও মৎস উৎপাদনের কর্মসূচিকে তথা এই দেশকে শক্তশালী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ব্রত নিয়ে রোটারিয়ান ক্লাব কর্তৃক স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করা এমন সকল কর্মকান্ডে প্রতি সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আজকের এই ২১ আগস্ট জাতীয় জীবনে আরেকটি কলঙ্ক ও দুঃখজনক দিন। আমরা সকল বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

একটি অগ্রহণযোগ্য বিরল ঘটনায় এই আগস্ট মাসে জাতীয় ভাবে আমরা অত্যন্ত পরিতাপ ও বেদনার ক্ষত বহন করে থাকি।

একটি অসাম্প্রদায়িক, অহিংস, সমৃদ্ধির দেশ হিসেবে বাঙালির স্বাধীনতা, বাঙালির মুক্তি কামনায় যিনি প্রতিদিন নিরলস ভাবে কাজ করেছিলেন।

সেই মহান মুক্তিকামি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের এই মাসে নৃশংসভাবে স্ব-পরিবারে হত্যা করে।

আমরা কতোটা বোকা ও অভাগা জাতি যে,এই দেশ স্বাধীন ভূখন্ডে পরিনত করার মেধা মনন, যোগ্যতা নিয়ে জন্ম নেয়া প্রকৃতি প্রদত্ত নেতাকে আমরা ধরে রাখতে পারিনি। একটা সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তাঁর আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের কর্তব্য।

রোটারি একটি চমৎকার সংগঠন, খুব সক্রিয়ভাবে মেম্বারশিপ না থাকলেও, রোটারি ক্লাবের সাথে সম্পর্ক আমার ছাত্র বয়স থেকে। বিভিন্ন কর্মসূচিতে বন্ধুদের সাথে যেতাম।

নিরাপত্তার চাহিদা নিশ্চিত না হলে মানুষের মৌলিক চাহিদা অপূর্ণ রয়ে যায়। সেই নিরাপত্তার চাহিদা শতভাগ পূরণ করতে ও জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও নির্ভেজাল সেবা পৌঁছাতে রোটারি ক্লাব আগুয়ান ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত