বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কাইয়ুম খান

মশিউর রহমানঃ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ৬ষ্ঠ বারের সভাপতি নির্বাচিত হলেন গারুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান।
২ বছরের জন্য এই ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়। পদাধিকার বলে প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুজ্জামান খান সদস্য সচিব থাকবেন।
২৬শে এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের সভায় সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অাকমল হোসেন খান। তিনি নিরপেক্ষ ও বিধিসম্মতভাবে সভাপতি নির্বাচন কাজ সম্পন্ন করেন এবং ফলাফল ঘোষনা করেন। এবং ১০ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুজ্জামান খান জানান,গত ২০শে এপ্রিল বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন- মোঃ মামুন খান, হাসান সিকদার (বিপ্লব), অাঃ সত্তার হাওলাদার,মুহাম্মদ ফারুক ফকির। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মরিয়ম অাকতার নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাধারন শিক্ষক প্রতিনিধি হয়েছেন মোহাম্মদ অাব্দুল কুদ্দুছ,গাজী সিরাজুল ইসলাম,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি জাকিয়া বেগম।
জানা যায়, এস এম কাইয়ুম খান বিগত দিনে সভাপতির দায়িত্ব পালনকালে বিদ্যালয়ে জেএসসি,এসএসসি পরীক্ষার কেন্দ্র অনুমোদন করেছেন,বিদ্যালয়ের চতুর্থ তলা ভবন নির্মান হয়েছে। বিদ্যালয়ের পুকুর খনন ও ঘাটের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ পাশ করিয়েছেন। এবং স্বল্প অায়ের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি পেয়েছে।
ছাত্র ছাত্রীদের স্কুলের ‘ফি’ বৃদ্ধি করা হয়নি এবং তাদের শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পেয়েছে। নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এস এম কাইয়ুম খান বলেন,তিনি গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।
শুরুতে কমিটির নর্বনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।