পদন্নোতি পেয়েই জাপা চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইকবাল হোসেন তাপস

সোহেল আহমেদঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ( জি এম কাদের) এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য নিয়োগ প্রাপ্ত জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা শিক্ষানুরাগী ইকবাল হোসেন তাপস।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে চেয়ারম্যানের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে ইকবাল হোসেন তাপস ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত যুগ্ন-মহাসচিব সমাজসেবক শামীম পারভেজ।
এর আগে ইকবাল হোসেন তাপস জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ছিলেন।
গতোকাল বৃহস্পতিবার এক চিঠিতে পদন্নোতি দিয়ে তাকে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
সদ্য পদন্নোতি পাওয়া তাপস দৈনিক বরিশাল টুয়েন্টি ফোর ডটকম -কে বলেন, আমার সংগঠন আমার প্রাণ, আমাকে চেয়ারম্যান মহোদয় এর উপদেষ্টা করায় আমি মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহোদয় এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এক প্রশ্নের জবাবে বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে প্রচেষ্টা চলমান থাকবে।