রিচার্লিসনের অবিশ্বাস্য গোলে ব্রাজিলের উড়ন্ত সূচনা

অনলাইন নিউজঃঅবিশ্বাস্য! ব্রাজিল-সার্বিয়া ম্যাচে ৭৩ মিনিটে রিচার্লিসনের দ্বিতীয় গোলটি তেমনই। ছবির মতো সুন্দর এক গোল। চাইলে ফ্রেমেও বাঁধাই করে রাখা যেতে পারে। এর আগে ব্রাজিলের ডেডলক ভাঙা প্রথম গোলটিও এসেছে তাঁর পা থেকে। দুর্দান্ত রিচার্লিসনে ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবলের দ্যুতি ছড়িয়ে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
লুসাইল স্টেডিয়ামে আগের দিন ফাঁস হওয়া দল থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। ফ্রেদের জায়গায় আসেন কাসেমিরো। ম্যাচের শুরুতে কিছুটা নিচে নেমে এসে আক্রমণ তৈরির চেষ্টা করে ব্রাজিল। ৪ মিনিটে সেভাবে গড়া আক্রমণ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে হুমকি তৈরি করেছিলেন রাফিনিয়া। তবে ঠিকঠাক ক্রস করতে না পারায় বিপদে পড়তে হয়নি সার্বিয়াকে।সূত্রঃ প্রথম আলো