মসজিদে নববীতে গজল গেয়ে প্রশংসায় ভাসছেন এই অভিনেতা

অনলাইন নিউজঃপবিত্র ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস।
এরই মধ্যে পবিত্র কাবা প্রাঙ্গন ও মসজিদে নববী থেকে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
একইসাথে মদিনার সবুজ গম্বুজের পাশে বসে গজল গাওয়ার একটি ভিডিওও শেয়ার করেছেন অভিনেতা।
তাতে দেখা যাচ্ছে- জলপাই রঙের পাঞ্জাবির সাথে সাদা পাগড়ি পরেছেন ইমরান আব্বাস এবং অত্যন্ত আবেগের সাথে গাইছেন প্রসিদ্ধ না’ত ‘খোলা হে ছব হি কে লিয়ে বাবে রহমত…’।
এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ারের পরপরই ভক্তরা দারুণ প্রশংসা করছেন তার। সবাই তার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
সূত্র : জিও নিউজ