তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা

অনলাইন নিউজ:জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের জনপ্রিয় টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২৬ মে) দ্বিতীয় সিজনের সর্বশেষ শো’টি অনুষ্ঠিত হয়েছে। আবার আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী শো অনুষ্ঠিত হবে।
মাঝের জুন, জুলাই ও আগস্টে কোনো শো অনুষ্ঠিত হবে না। রবিবার (২৮ মে) ডয়চে ভেলের ইউটিউব চ্যানেল একটি ভিডিও বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওই অনুষ্ঠানের উপস্থাপক খালেদ মুহিউদ্দীন।
মূলত প্রতি সিজন শেষে একটি লম্বা বিরতি নেন ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোর আয়োজকরা। এবারও সেই নিয়ম মেনে তিন মাসের বিরতি যাচ্ছেন সবাই। এ কারণে তিন মাস বন্ধ থাকবে শো’টি।
খালিদ মহিউদ্দীন ভিডিওতে এসে জানান, গত ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হয় ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ শোটি। এই সময়ের মধ্যে আমাদের ৪ লাখ ১১ হাজার দর্শক তাদের সাবস্ক্রাইব করেছেন। এবং প্রায় আড়াই কোটি দর্শক তাদের শো দেখেছেন। নতুন সিজন শুরুর জন্য বিরতি নিচ্ছেন।’
নতুন সিজনে নতুন উদ্দীপনায় প্রবলভাবে শুরু করবেন বলে আশা রেখে খালিদ মুহিউদ্দীন বলেন, বিরতির পর নতুনভাবে সেপ্টেম্বরে ফিরে আসবো। যারা আমাদের সাথে ছিলেন তারা আমাদের সাথে থাকবেন, সেই সঙ্গে নতুন করে অনেকেই যুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সূত্র: ফেসবুক থেকে সংগৃহীত