নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৯, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন

রোববার বেশ ঘটা করে উদ্বোধন হল ভারতের নতুন সংসদ ভবন। আর তা নিয়ে বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, হেমা মালিনী প্রশংসায় ভাসিয়েছেন। তবে সেখানে অমিতাভ বচ্চনের গলায় কিছুটা ভিন্ন সুর। সংসদের নতুন ভবনের প্রশংসা করলেও প্রশ্ন তুলেছেন, আকৃতি নিয়ে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘সংসদের নতুন ভবন খুলেছে এবং একজন প্রাক্তন সাংসদ হিসেবে এই মুহূর্তের জন্য আমার শুভেচ্ছা। তবে আমি জানতে চাই কেন এটার আকৃতি এরকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষশাস্ত্রীয় অর্থ ঠিক কী?’

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ১৯৮৪ সালে চতুর্থ লোকসভা ভোটে এলাহাবাদ আসন থেকে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে তিন বছর পর তিনি রাজনীতি থেকে পদত্যাগ করেন।

এদিকে টুইটারে নরেন্দ্র মোদিকে ট্যাগ দিয়ে শাহরুখ খান নতুন সংসদ ভবনের প্রশংসা করে লিখেছেন, ‘যারা আমাদের সংবিধানের মাথা উঁচু রাখে, এই মহান জাতির প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বৈচিত্র্য রক্ষা করে তাদের জন্য কী চমৎকার নতুন বাড়ি নরেন্দ্র মোদিজি। নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন, সঙ্গে ভারতের সুপ্রাচীন গৌরবের স্বপ্নগুলোকে সঙ্গে নিয়ে। জয় হিন্দ।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘আমার সংসদ আমার অহংকার।’

অক্ষয় লেখেন, ‘এই গৌরবময় নতুন সংসদ ভবন দেখে গর্ব হচ্ছে। এটি ভারতের গৌরবময় একটি প্রতীক হয়ে থাকবে।’

হেমা মালিনী টুইট করেন, ‘নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষ্যে গর্বিত সকল দেশবাসীকে শুভেচ্ছা।’

টুইটারে সব তারকার শুভেচ্ছাবার্তায় আলাদা করে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে অমিতাভের প্রশ্নেরও জবাব আসবে কিনা এমন প্রশ্ন অনেকেরই।সূত্রঃচ্যানেলটোয়েন্টিফোর

দৈনিক বরিশাল ২৪

নতুন সংসদ ভবন নিয়ে শাহরুখ-অক্ষয়ের প্রশংসা, অমিতাভের প্রশ্ন

সোমবার, মে ২৯, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ | আপডেটঃ মে ২৯, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

রোববার বেশ ঘটা করে উদ্বোধন হল ভারতের নতুন সংসদ ভবন। আর তা নিয়ে বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, হেমা মালিনী প্রশংসায় ভাসিয়েছেন। তবে সেখানে অমিতাভ বচ্চনের গলায় কিছুটা ভিন্ন সুর। সংসদের নতুন ভবনের প্রশংসা করলেও প্রশ্ন তুলেছেন, আকৃতি নিয়ে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘সংসদের নতুন ভবন খুলেছে এবং একজন প্রাক্তন সাংসদ হিসেবে এই মুহূর্তের জন্য আমার শুভেচ্ছা। তবে আমি জানতে চাই কেন এটার আকৃতি এরকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষশাস্ত্রীয় অর্থ ঠিক কী?’

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ১৯৮৪ সালে চতুর্থ লোকসভা ভোটে এলাহাবাদ আসন থেকে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে তিন বছর পর তিনি রাজনীতি থেকে পদত্যাগ করেন।

এদিকে টুইটারে নরেন্দ্র মোদিকে ট্যাগ দিয়ে শাহরুখ খান নতুন সংসদ ভবনের প্রশংসা করে লিখেছেন, ‘যারা আমাদের সংবিধানের মাথা উঁচু রাখে, এই মহান জাতির প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বৈচিত্র্য রক্ষা করে তাদের জন্য কী চমৎকার নতুন বাড়ি নরেন্দ্র মোদিজি। নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন, সঙ্গে ভারতের সুপ্রাচীন গৌরবের স্বপ্নগুলোকে সঙ্গে নিয়ে। জয় হিন্দ।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘আমার সংসদ আমার অহংকার।’

অক্ষয় লেখেন, ‘এই গৌরবময় নতুন সংসদ ভবন দেখে গর্ব হচ্ছে। এটি ভারতের গৌরবময় একটি প্রতীক হয়ে থাকবে।’

হেমা মালিনী টুইট করেন, ‘নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষ্যে গর্বিত সকল দেশবাসীকে শুভেচ্ছা।’

টুইটারে সব তারকার শুভেচ্ছাবার্তায় আলাদা করে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে অমিতাভের প্রশ্নেরও জবাব আসবে কিনা এমন প্রশ্ন অনেকেরই।সূত্রঃচ্যানেলটোয়েন্টিফোর

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ