বুলবুলের প্রভাবে তলিয়ে গেছে মঠবাড়িয়া

অনলাইন নিউজঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার সকালে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে। সকাল ৯টার দিকে বুলবুলের প্রবল বাতাস ও পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় কাচা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, গাছপালা, ফসল ও মৎস সম্পদের ব্যপক ক্ষতির আশংকা করা হচ্ছে। বলেশ্বর তীরবর্তী বেড়িবাঁধ সরচেয়ে অরক্ষিত অবস্থায় আছে।
উপজেলার বিভিন্ন স্থান থেকে কাঁচা ঘরবাড়ি ও গাছ-পালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া যাচ্ছে। মঠবাড়িয়া পৌর শহরের ১নং ওয়ার্ডে মো বাবুল হোসেনের ঘরের উপর একটি বিশাল গাছ উপরে পরে ঘরের মধ্যে স্ত্রী রোকসানা ও ২ সন্তান আটকা পরে। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। গাছ উপরে পরে বিভিন্ন সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়ে রাস্তা-ঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। উপজেলার বলেশ^র তীরবর্তী কচুবাড়িয়া, খেতাচিড়া বেড়িবাধ ভেঙ্গে ও মিরুখালী-ধানীসাফা সড়কের উপর দিয়ে জোয়ারের প্রবল রেগে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মিলন তালুকদার জানান, জোয়ারের পনিতে নদী তীরবর্তী এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পনি বৃদ্ধি পেয়েছে । উপজেলায় ১৮টি গবাদি পশু মৃত্যু হয়েছে। এছাড়া আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।