বুলবুলের প্রভাবে তলিয়ে গেছে মঠবাড়িয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বুলবুলের প্রভাবে তলিয়ে গেছে মঠবাড়িয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১০, ২০১৯ ৯:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

বুলবুলের প্রভাবে তলিয়ে গেছে মঠবাড়িয়া

অনলাইন নিউজঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার সকালে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে। সকাল ৯টার দিকে বুলবুলের প্রবল বাতাস ও পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় কাচা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, গাছপালা, ফসল ও মৎস সম্পদের ব্যপক ক্ষতির আশংকা করা হচ্ছে। বলেশ্বর তীরবর্তী বেড়িবাঁধ সরচেয়ে অরক্ষিত অবস্থায় আছে।

উপজেলার বিভিন্ন স্থান থেকে কাঁচা ঘরবাড়ি ও গাছ-পালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া যাচ্ছে। মঠবাড়িয়া পৌর শহরের ১নং ওয়ার্ডে মো বাবুল হোসেনের ঘরের উপর একটি বিশাল গাছ উপরে পরে ঘরের মধ্যে স্ত্রী রোকসানা ও ২ সন্তান আটকা পরে। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। গাছ উপরে পরে বিভিন্ন সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়ে রাস্তা-ঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। উপজেলার বলেশ^র তীরবর্তী কচুবাড়িয়া, খেতাচিড়া বেড়িবাধ ভেঙ্গে ও মিরুখালী-ধানীসাফা সড়কের উপর দিয়ে জোয়ারের প্রবল রেগে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মিলন তালুকদার জানান, জোয়ারের পনিতে নদী তীরবর্তী এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পনি বৃদ্ধি পেয়েছে । উপজেলায় ১৮টি গবাদি পশু মৃত্যু হয়েছে। এছাড়া আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বুলবুলের প্রভাবে তলিয়ে গেছে মঠবাড়িয়া

রবিবার, নভেম্বর ১০, ২০১৯ ৯:৫৫ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার সকালে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে। সকাল ৯টার দিকে বুলবুলের প্রবল বাতাস ও পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় কাচা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, গাছপালা, ফসল ও মৎস সম্পদের ব্যপক ক্ষতির আশংকা করা হচ্ছে। বলেশ্বর তীরবর্তী বেড়িবাঁধ সরচেয়ে অরক্ষিত অবস্থায় আছে।

উপজেলার বিভিন্ন স্থান থেকে কাঁচা ঘরবাড়ি ও গাছ-পালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া যাচ্ছে। মঠবাড়িয়া পৌর শহরের ১নং ওয়ার্ডে মো বাবুল হোসেনের ঘরের উপর একটি বিশাল গাছ উপরে পরে ঘরের মধ্যে স্ত্রী রোকসানা ও ২ সন্তান আটকা পরে। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। গাছ উপরে পরে বিভিন্ন সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়ে রাস্তা-ঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। উপজেলার বলেশ^র তীরবর্তী কচুবাড়িয়া, খেতাচিড়া বেড়িবাধ ভেঙ্গে ও মিরুখালী-ধানীসাফা সড়কের উপর দিয়ে জোয়ারের প্রবল রেগে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মিলন তালুকদার জানান, জোয়ারের পনিতে নদী তীরবর্তী এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পনি বৃদ্ধি পেয়েছে । উপজেলায় ১৮টি গবাদি পশু মৃত্যু হয়েছে। এছাড়া আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত