পিরোজপুরে সামাজিক বনায়নে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পিরোজপুরে সামাজিক বনায়নে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২০ ৭:২১ অপরাহ্ণ
A- A A+ Print

পিরোজপুরে সামাজিক বনায়নে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন

অনলাইন নিউজঃ পিরোজপুরে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হচ্ছে। জেলার বিভিন্ন স্থানের অসংখ্য দরিদ্র নারী-পুরুষ আজ সামাজিক বনায়ন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

জেলা বন বিভাগের তথ্য অনুযায়ী, সামাজিক বনায়ন কর্মসূচিতে ১২ হাজার ৫৬০টি ফলজ, বনজ ও ঔষধি, আট হাজার নারকেল, চার হাজার খেজুর, চার হাজার দুইশ তাল গাছ, দুই হাজার ২৪০টি সুপারি গাছ লাগানো হয়েছে।

পিরোজপুরে সামাজিক বনায়নের সার্বিক তদারকি করেছেন বনরক্ষক মোল্লা রেজাউল করিম, বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

ইন্দুরকানী উপজেলার সামাজিক বনায়নের সদস্য আসাদুল ইসলাম জানান, সরকারের সামাজিক বনায়নের কারণে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নের স্বপ্ন দেখছে।

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই সামাজিক বনায়ন কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে দরিদ্ররাও উপকৃত হচ্ছেন, প্রতিবেশও স্বাভাবিক থাকছে।

দৈনিক বরিশাল ২৪

পিরোজপুরে সামাজিক বনায়নে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন

শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২০ ৭:২১ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ পিরোজপুরে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হচ্ছে। জেলার বিভিন্ন স্থানের অসংখ্য দরিদ্র নারী-পুরুষ আজ সামাজিক বনায়ন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

জেলা বন বিভাগের তথ্য অনুযায়ী, সামাজিক বনায়ন কর্মসূচিতে ১২ হাজার ৫৬০টি ফলজ, বনজ ও ঔষধি, আট হাজার নারকেল, চার হাজার খেজুর, চার হাজার দুইশ তাল গাছ, দুই হাজার ২৪০টি সুপারি গাছ লাগানো হয়েছে।

পিরোজপুরে সামাজিক বনায়নের সার্বিক তদারকি করেছেন বনরক্ষক মোল্লা রেজাউল করিম, বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

ইন্দুরকানী উপজেলার সামাজিক বনায়নের সদস্য আসাদুল ইসলাম জানান, সরকারের সামাজিক বনায়নের কারণে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নের স্বপ্ন দেখছে।

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই সামাজিক বনায়ন কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে দরিদ্ররাও উপকৃত হচ্ছেন, প্রতিবেশও স্বাভাবিক থাকছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে জাপায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান   স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব   একই বাগানে আম আঙুর চাষ করে সফল হাসেম আলী   ৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’   সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ পদ ফাঁকা   ভুল ট্রেনে করে ঢাকায়, রান্নাঘরে ৭ বছরের বন্দিজীবন শেষে মুক্ত অঞ্জনা   লাঙ্গল মার্কায় ভোট দিলে বরিশালে কেউ অবহেলিত থাকবেনাঃ ইসমত আরা ইকবাল   ঢাকায় বিদেশী বিনিয়োগকারীদের সাথে তাপসের বৈঠক, বরিশালেও বিনিয়োগের সম্ভাবনা   পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্যঃ ইউএনও   ভারতে গুণীজন সংবর্ধনা পেলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন ইসলাম   স্বামীর পক্ষে আইনজীবীদের কাছে ভোট চাইলেন ইসমত আরা ইকবাল   বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের নতুন কমিটির সভাপতি সানী, সম্পাদক হলেন জিহাদ রানা   বরিশাল সিটি নির্বাচনে প্রচারণায় ফুরফুরে মেজাজে জাপা প্রার্থী তাপস   বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস   শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করলেন তাপস, ছবি ভাসছে ফেসবুকে   নায়ক ফারুকের আসনে উপনির্বাচনে আলোচনায় আজমত উল্লা   আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস   গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ   বরিশালের সাধারণ মানুষই আমার বড় শক্তিঃ মেয়রপ্রার্থী তাপস   ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের