অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু

অনলাইন নিউজ: বর্তমান সরকারের কাছে কোনো প্রত্যাশ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রত্যাশা নেই। এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকারের জন্য।”

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন হবে এবং বাংলাদেশের মানুষ তাদের মনের কথা বলতে পারবেন। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবেন নির্বাচনের মাধ্যমে। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।”

তিনি বলেন, “অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি। অর্থনীতি আগে কিছু সীমিত লোক ও গোষ্ঠীর হাতে ছিল।
আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে বিভিন্ন পণ্য তৈরি করছেন, সেই পণ্যগুলো আমাদের মূল্যায়ন করতে হবে। এগুলো মূল্যায়ন করে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। এদের ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং করে দেশে-বিদেশে আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে। যাতে লোকগুলোই যেন আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।”

বিএনপির এই নেতা বলেন, “একটি গ্রামে একটা পণ্য তৈরি হবে। যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। পণ্যের নতুন নতুন ডিজাইন হবে এবং সেই পণ্য দেশে ও দেশের বাহিরে বিক্রি হবে। গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটাই আমাদের মূল প্রোগ্রাম। এজন্য আমরা সব জায়গায় যাচ্ছি, সবার সঙ্গে কথা বলছি। তাদের সমস্যা ও চাহিদা আগামী দিনে কীভাবে পূরণ করতে পারি তাও দেখছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম আলাল, জহির উদ্দিন স্বপন, ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের সদস্য সচিব শেখ আবদুর রহিম, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন, শারমিন বিনতে সিদ্দিকীসহ বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা।

দৈনিক বরিশাল ২৪

অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু

শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: বর্তমান সরকারের কাছে কোনো প্রত্যাশ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রত্যাশা নেই। এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকারের জন্য।”

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন হবে এবং বাংলাদেশের মানুষ তাদের মনের কথা বলতে পারবেন। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবেন নির্বাচনের মাধ্যমে। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।”

তিনি বলেন, “অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি। অর্থনীতি আগে কিছু সীমিত লোক ও গোষ্ঠীর হাতে ছিল।
আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে বিভিন্ন পণ্য তৈরি করছেন, সেই পণ্যগুলো আমাদের মূল্যায়ন করতে হবে। এগুলো মূল্যায়ন করে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। এদের ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং করে দেশে-বিদেশে আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে। যাতে লোকগুলোই যেন আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।”

বিএনপির এই নেতা বলেন, “একটি গ্রামে একটা পণ্য তৈরি হবে। যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। পণ্যের নতুন নতুন ডিজাইন হবে এবং সেই পণ্য দেশে ও দেশের বাহিরে বিক্রি হবে। গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটাই আমাদের মূল প্রোগ্রাম। এজন্য আমরা সব জায়গায় যাচ্ছি, সবার সঙ্গে কথা বলছি। তাদের সমস্যা ও চাহিদা আগামী দিনে কীভাবে পূরণ করতে পারি তাও দেখছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম আলাল, জহির উদ্দিন স্বপন, ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের সদস্য সচিব শেখ আবদুর রহিম, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন, শারমিন বিনতে সিদ্দিকীসহ বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়, সৃষ্টিকর্তাই সমাধান করে রেখেছেন   ডাকসু নির্বাচনে শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস   সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে জাপার প্রেসিডিয়াম সদস্য তাপসের শোক   সাংবাদিক আরিফিন তুষার আর নেই   ১৬ বছর আগুনে পুড়ে নেতাকর্মীরা খাঁটি সোনার মানুষ হয়েছেঃ আমীর খসরু   জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া   নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস   অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু   জননিরাপত্তা রক্ষার্থেই বল প্রয়োগ, ৫ সেনাসদস্য আহত: আইএসপিআর   লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে প্রশংসায় ইউনিয়ন জামায়াতের আমির   পুলিশি নিরাপত্তায় কার্যালয় ছাড়েন জিএম কাদের   জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া   আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ‎ ‎   স্টার নিউজের বরিশাল প্রতিনিধির নিয়োগ পেলেন সাংবাদিক মেহেদী হাসান   নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান   ডাকসু নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের জনপ্রিয়তা বাস্তব নাকি শুধুই ‘মিডিয়া হাইপ’?   ডাকসু ভিপি প্রার্থীর ছুরিকাঘাতের ঘটনায় মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়   বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি, সমাধান করলেন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম   বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত   বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত