ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত
সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় সমিতির ইপিজেড ( স্মার্ট শিল্পাঞ্চল)- চট্টগ্রাম-এর এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আজ ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান শিক্ষক ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চলের সভাপতি মোঃ ফিরোজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ অবদানের কথা উল্লেখ করে বলেন, এক সাগরের রক্তের বিনীময়ের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের এই দিনে মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
এসময় সংগঠনের সহ-সভাপতি মোঃ আবুল বাসার হাওলাদার, মোঃ শাহাদাত হোসেন, মোঃ হারুন অর রশিদ, সাধারন সম্পাদক মোঃ আবদুল লতিফ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, মোঃ জসিম উদ্দিন খান, মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, মোঃ সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মোঃ রেজাউল হাসান, সহ দফতর সম্পাদক মোঃ শাফায়েত হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মোঃ মাহাবুবুর রহমান।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ খান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কাওসার সিদ্দিকি, সহ-সাংগঠনিক মোঃ সিদ্দিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, বেলাল হোসেন সভায় উপস্থিত ছিলেন।