কবি বাকের আহমেদ এর ‘গরমের কড়চা’
বাকের আহমেদঃ
গরমের কড়চা!
ঘামে ছুপ্ ছুপ্, সেদ্ধ শরীর,
মাত্রা চল্লিশ ডিগ্রি।
শরবত ওয়ালার পোয়াবারো,
বেশি বেশি বিক্রি।
বাজার গরম, বলতেও শরম,
বেহায়া সব আরতদার,
ওদের লেফাজ টুপি সবই আছে,
তবে শয়তানের সরদার।
গরম মসল্লায়, গরম ঢুকে যায়,
ঈদ আসলে পরে।
ক্রেতার, চান্দির উপর সূর্য হাসে,
নিত্য ভোগে জ্বরে।
গরম তো নেই, নেতাদের কথায়,
কর্মীরা সব চুপচাপ।
গরম গেলেই, মাল-কড়ি পেলে,
শুরু হবে লাফঝাপ।
গিন্নি গরম, কর্তা সুবোধ হলেই,
টিকে যাবে সংসার।
সেয়ানে সেয়ানে, দুজন হলেই,
কাট্ কাট্ মারমার।
প্রকৃতির প্রাণ,গাছ কেটে সাবার,
নিজেই নিজের সর্বনাশে।
খাঁ খাঁ রোদ্দুর, প্রকৃতি শোধ নেয়,
ওরা এমনি করেই আসে।।
(সত্ব সংরক্ষিত)
লেখকঃ কবি বাকের আহমেদ।