কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন
নিজস্ব প্রতিবেদকঃ শহীদ আবদুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) আজ শনিবার রাত সোয়া ৮ টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কাজী বাবুল এর আকসিম্ক মৃত্যুর খবরে বরিশাল মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোষ্ট করেছেন বরিশাল সদর-৫ আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অব: জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাপা চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক বরিশাল২৪.কম এর সম্পাদকমন্ডলীর সভাপতি ইন্জিনিয়ার জিহাদ রানা, ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান সহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আগামীকাল বাদ জোহর কাশিপুর নিজ বাড়িতে কাজীবাড়ি মসজিদ এ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
উল্লেখ্য কাজী নাছির উদ্দীন বাবুল কাশীপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ছিলেন।