জননিরাপত্তা রক্ষার্থেই বল প্রয়োগ, ৫ সেনাসদস্য আহত: আইএসপিআর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জননিরাপত্তা রক্ষার্থেই বল প্রয়োগ, ৫ সেনাসদস্য আহত: আইএসপিআর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

জননিরাপত্তা রক্ষার্থেই বল প্রয়োগ, ৫ সেনাসদস্য আহত: আইএসপিআর

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতা‑কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এতে গণঅধিকার পরিষদের চার নেতাসহ কয়েকজন আহত হওয়ার ঘটনার বিষয়ে বিবৃতি দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয় জননিরাপত্তার রক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়েছে সেনাবাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর ৫ সদস্য আহত হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ সম্পর্কিত আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আজ রাত আনুমানিক ৮টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।

বিবৃতিতে বলা হয়, ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতা-কর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এ ছাড়া বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।

এ ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

প্রসঙ্গত, আজ রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতা‑কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা–কর্মী আহত হন। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠনের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়।

দৈনিক বরিশাল ২৪

জননিরাপত্তা রক্ষার্থেই বল প্রয়োগ, ৫ সেনাসদস্য আহত: আইএসপিআর

শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতা‑কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এতে গণঅধিকার পরিষদের চার নেতাসহ কয়েকজন আহত হওয়ার ঘটনার বিষয়ে বিবৃতি দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয় জননিরাপত্তার রক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়েছে সেনাবাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর ৫ সদস্য আহত হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ সম্পর্কিত আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আজ রাত আনুমানিক ৮টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।

বিবৃতিতে বলা হয়, ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতা-কর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এ ছাড়া বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।

এ ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

প্রসঙ্গত, আজ রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতা‑কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা–কর্মী আহত হন। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠনের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়, সৃষ্টিকর্তাই সমাধান করে রেখেছেন   ডাকসু নির্বাচনে শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস   সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে জাপার প্রেসিডিয়াম সদস্য তাপসের শোক   সাংবাদিক আরিফিন তুষার আর নেই   ১৬ বছর আগুনে পুড়ে নেতাকর্মীরা খাঁটি সোনার মানুষ হয়েছেঃ আমীর খসরু   জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া   নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস   অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: বরিশালে আমীর খসরু   জননিরাপত্তা রক্ষার্থেই বল প্রয়োগ, ৫ সেনাসদস্য আহত: আইএসপিআর   লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে প্রশংসায় ইউনিয়ন জামায়াতের আমির   পুলিশি নিরাপত্তায় কার্যালয় ছাড়েন জিএম কাদের   জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া   আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ‎ ‎   স্টার নিউজের বরিশাল প্রতিনিধির নিয়োগ পেলেন সাংবাদিক মেহেদী হাসান   নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান   ডাকসু নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের জনপ্রিয়তা বাস্তব নাকি শুধুই ‘মিডিয়া হাইপ’?   ডাকসু ভিপি প্রার্থীর ছুরিকাঘাতের ঘটনায় মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়   বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি, সমাধান করলেন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম   বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত   বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত