বরগুনার তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মংচিন থান,বরগুনা প্রতিনিধি ::
বরগুনার তালতলীতে পানিতে ডুবে কালু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কালু উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের খোট্রার চর গ্রামের জামাল হোসেনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশুর মা গোয়াল ঘরে কাজে ছিল আর কালু খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পানি থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেণ।