বরগুনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
অনলাইন নিউজ: বরগুনায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
রবিবার সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুজিব অঙ্গণে ফুলেল শ্রদ্বা নিবেদন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিন বেলা ১১টায় শিল্লকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা আ. রশিদ ও আ. মোতালেব মৃধা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
সূত্র:বিডি প্রতিদিন।