বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা
মাসুদ রানাঃ আধুনিক ও গতিশীল পুলিশিং সেবা নিশ্চিতে দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ নিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি। সে লক্ষ্যে নিজস্ব মেধাবী জনবল ও অর্থায়নে গঠন করেছেন আইটি প্যানেল। এই পদ্ধতিতে একদিকে তৈরি হয়েছে গতিসম্পন্ন বরিশাল রেঞ্জ ডিআইজির আধুনিক পুলিশিং সিস্টেম। এর সাথে উঠে এসেছে বরিশালের সাংবাদিকদের সততার দালিলিক তথ্য প্রমাণ।
রবিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনস গ্রাটিচিউড হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সময় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, অটোমেটেড রিপোটিং ও মনিটরিং ব্যবস্থায় পাবলিক রিলেশন অফিসার, কুইক রেসপনস সার্ভিস, মাদক, অপমৃত্যু, নারী ও শিশু হেল্প ডেস্ক, মামলা ও ওয়ারেন্টসহ সাতটি ড্যাশবোর্ড করা হয়েছে। এতে করে জনসাধারণের সেবা দ্রুত নিশ্চিত হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে এসেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিসম্পন্ন আধুনিক পুলিশিং সিস্টেম। এ ছাড়াও হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের তাৎক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
এসময় তিনি সাংবাদিকদের সুখকর একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।
সেখানে তিনি উল্লেখ করেন, আধুনিক পুলিশের কার্যক্রম উন্নয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ কাটিং করে আমরা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। গেল ১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে বরিশালে ঘটে যাওয়া ২৫৮টি প্রকাশিত সংবাদ মার্কিং করে তদন্ত পূর্বক ব্যবস্থা নিয়েছি। তবে প্রকাশিত সবগুলো সংবাদ সত্য ছিলো। এতে বরিশালের সাংবাদিকরা সৎ প্রমাণিত হয় বলে তথ্য দেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত সাংবাদিকরা ডিআইজিকে ধন্যবাদ জানান।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এ কেএম এহসানউল্লাহ, পুলিশ সুপার (রেঞ্জ অফিস) নুরুল আমিন, পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. মহিবুল্লাহ প্রমুখ।