বরিশালে জাপায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান
সোহেল আহমেদঃ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, ভয়ভীতি, হুন্ডা আর গুন্ডার মহড়ার দিন শেষ। আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছেন সেখানে মন্ত্রী, এমপি,নায়ক-নায়িকাদের দিয়েও নৌকা জেতাতে পারিনি। ডুবে যাওয়া নৌকাতে বরিশালবাসী উঠবেনা। আপনারা দেখেছেন সরকারি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যাবহার করে নৌকায় ভোট চাইতে এসেছে বরিশালের বাইরে বিভিন্ন জেলার মানুষ। তারা জানেনা বরিশালের মানুষ আর প্রতারিত হবেনা।
আজ ১ জুন বৃহস্পতিবার বিকেলে ৩০ নং ওয়ার্ডের চহঠা,তালুকদারবাড়ী বিভিন্ন স্থানে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৫ বছর যারা আমাদের ভোট কেড়ে নিয়েছে তাদেরকে বরিশালবাসী এবার প্রত্যাখান করবে। তিনি ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বলেন, আমাকে ভোট দিলে বরিশাল দখলমুক্ত হবে। সন্ত্রাস ও মাদকের কোন জায়গা হবেনা।সবার জন্য নিরাপদ নগরী গড়ে তুলবো।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এডভোকেট এম এ জলিল, ইসমত আরা ইকবাল, বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, হাফিজা আক্তার রিমি, ৩০ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদসহ প্রমুখ।
সন্ধ্যা ৭ টায় নথুল্লাবাদ ব্যবসায়ী নেতা মো.মাইনুল ইসলাম বাবুর নেতৃত্বে পাঁচশতাধিক ব্যাবসায়ী জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে ফুলেল শুভেচছা দিয়ে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, ঝালকাঠী জেলা জাতীয় পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, এডভোকেট বশির আহমেদ সবুজ, এডভোকেট কে এম জুবয়ের, জাতীয় যুব সংহতি বরিশাল জেলা আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াস, সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম।
যোগদান অনুষ্ঠানে আরো যোগদান করেন মো.নজরুল ইসলাম, মো.সোহাগ হোসেন, মো.পনির মিয়া,মো.রাজিব হোসেন,মো.রুবেল মিয়া,মো.ইউসুফ হোসেন, রিয়াজ হোসেন,সজল দাস,মো.মিরাজ হোসেন, রাজু দাস।
নেতৃবৃন্দ আগামী ১২ জুন লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।