বরিশালে ডিবি পুলিশের অভিযানে নারী মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড বান্দরোডস্থ ভাটারখাল কলোনীতে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ রিনা আক্তার (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি বৃহস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিক্তিতে ভাটারখাল এলাকার একটি বাসা থেকে তাকে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করেন।
আটককৃত রিনা বেগম ভাটারখাল কলোনীর আজিজুল হাওলাদার ওরফে আজুর স্ত্রী। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রিনা বেগম ভাটারখাল কলোনীতে দীর্ঘদিন ধরে ইয়াবার বাণিজ্য চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয় এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
আদালতের বিচারক রিনাকে কারাগারে প্রেরণ করেন।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি জানান, দীর্ঘদিন যাবৎ রিনা নিরবে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
রিনা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।