বরিশালে লাঙ্গলের কান্ডারী ইকবাল হোসেন তাপস
সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ | আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল সদর -৫ আসনে মনোনয়ন পেলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহনগর জাপার সদস্য সচিব ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। ক্লিন ইমেজের অধিকারী ইকবাল হোসেন তাপসের মনোনয়ন প্রাপ্তির খবরে বরিশাল জাপার নেতা-কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে। এর আগে তিনি বরিশাল সিটির নির্বাচনে মেয়র পদে ব্যাপক লড়াই করে প্রশংসা অর্জন করেন।
সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মুজিবুল হক চুন্নু। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।