বরিশালে ২৩ বছর ধরে পলাতক চাঁদাবাজ রতন শীল অবশেষে পুলিশের খাঁচায়
মোঃ জিহাদ রানাঃ ২৩ বছর ধরে পলাতক চাঁদাবাজ রতন শীলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ১১ ফেব্রুয়ারি বরিশাল নগরের ঝাউতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানাগেছে,১৯৯৮ সাল থেকে পলাতক ছিল রতন শীল।
১৯৯৮ সালে চাঁদাবাজির সময় নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ঝাউতলার মকসেদ কাজীর ছেলে জনৈক কাজী পলাশকে হাসপাতাল রোডস্থ ইম্পেরিয়াল স্টীল দোকানে গুরুতর জখম করার ঘটনায়, ভুক্তভোগী কাজী পলাশ কোতোয়ালি মডেল থানায় ৩২৩/৩২৬/৩৮০/৩৮৫/৪৪৮ ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে আসামী রতন শীল দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে মাদক বেচা-কেনা সহ নানান অপরাধে জড়িত থেকে নিজেকে আড়ালে রাখলেও হাল ছাড়েনি বিএমপি।
পলাতক আসামী গ্রেফতারে ডিজিটাল প্রযুক্তি সহ সমস্ত কর্মকৌশল নিয়ে মাঠে নামে কাউনিয়া থানা বিএমপি।
গত ১১ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ সন্ধ্যা ১৮ ঘটিকায়
সহকারি পুলিশ কমিশনার, কাউনিয়া জোন, মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে , কাউনিয়া থানার এস আই গোবিন্দ চন্দ্র দাশ সঙ্গীয় এ এস আই আবুল কালাম সহ অন্যান্য অফিসারবৃন্দ, পলাতক আসামী
কাউনিয়া থানাধীন মেইন রোডস্থ এলাকার বাসিন্দা নারায়ন শীলের ছেলে রতন শীলকে বন্দর থানাধীন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করেন।
ধৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদলতে সোর্পদ করায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।