বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি, সমাধান করলেন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নৌবাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঠিক সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বড় কোনো সংঘাৎ যেনো ছড়িয়ে না যায় সে লক্ষে প্রচন্ড ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে দু’পক্ষকে শান্ত করতে একাই আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তিতে খুবই দ্রুত সময়ের মধ্যে অপ্রত্যাশিত ঘটনার সমাধান হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।