বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্স এর পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড পরিদর্শন শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের খেলাধুলা ও শরীরচর্চা অব্যাহত রাখতে পুলিশ লাইন্স এর মাল্টিপারপাস ভবনের নিচ তলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্পোর্টস কর্নার এর শুভ উদ্বোধন করেন।
এছাড়াও তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/ডিবি/উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি/সাপ্লাই এন্ড লজিস্টিকস ), মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।