মানবতা জাগ্রত হোক সবার মাঝে
রাত ১০ টা। প্রচন্ড শীত। সহকর্মী ও বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু ভাই আর আমি বাসায় ফিরছিলাম। বাউফল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এণ্ড ক্লিনিকের সামনে পৌঁছালে চোখে পড়ে সড়কের পাশে শুয়ে কাতরাচ্ছে এক মধ্য বয়সী নারী (পাগল)। কাছে গিয়ে দেখলাম তেমন কেনো শীতবস্ত্র নেই তাঁর কাছে। মূলত শীত কষ্টেই তিনি কাতরাচ্ছেন। সহকর্মী উত্তমকে কম্বল কেনার জন্য বাজারে পাঠাই। ততক্ষনে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। সহকর্মী জসিমকে বললে তিনি বাসা থেকে তাঁর শিশু পুত্র তানজিমকে দিয়ে একটি কম্বল নিয়ে আসেন। তাতেও শীত সংবরন হচ্ছিল না। নিরুপায় হয়ে বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল ভাইকে ফোন করলে তিনিও একটি কম্বলের ব্যবস্থা করেন। পরবর্তীতে ওই নারীকে সড়ক থেকে উঠিয়ে অদূরে খোকন মঞ্জিলের সিঁড়ির কক্ষে থাকার ব্যবস্থা করে দেই।
#এরকম ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য বিনীত আবেদন রাখছি।#
#আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে ও আমাদের হাজার কোটি গুন ভালো রেখেছেন। হে আল্লাহ আপনি ছিন্নমূল এই মানুষদের হেফাজত করুন।
#আসুন আমরা যে যাঁর স্থান থেকে মানবিক হই, মানবতা জাগ্রত হোক সবার মাঝে।তথ্য ও ছবি:ফেসবুক থেকে সংগৃহীত।