হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় অনষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে হালিশহর মডেল স্কুলের সভাপতি মোহাম্মাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যনেজিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী হাওলাদার।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদ্বযাপন অনুষ্ঠান শুরু হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শিমুল আহমেদ, মিতু আকতার, মেহেদী হাসান, মোঃ মনোয়ার হোসেন প্রমূখ।