আসুন সবার আগে আমরা সৎ মানুষের আবাস গড়ি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আসুন সবার আগে আমরা সৎ মানুষের আবাস গড়ি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৬, ২০২০ ৪:১২ অপরাহ্ণ
A- A A+ Print

আসুন সবার আগে আমরা সৎ মানুষের আবাস গড়ি

ইকবাল হোসেন তাপসঃ

শেষ রোজার দিন চ্যানেল আই আয়োজিত সরাসরি প্রশ্ন উত্তর অনুষ্ঠানে একজন দর্শক জানতে চাইলেন করোনা ভাইরাস কি ছোঁয়াছে রোগ কিনা এবং এসমন্ধে ইসলাম কি বলেন। প্রশ্নটি শুনার পর কিছুক্ষণ হতবম্ব হয়ে বসে রইলাম। যে ব্যাক্তি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে প্রশ্ন করেতে পারেন তাঁকে কি স্বল্প শিক্ষিত বা কম জ্ঞানী ভাবা যায়। নাকি সরকার তার জনগণকে করোনা জ্ঞান দিতে ব্যার্থ হয়েছেন। নাকি আমরা ধর্মান্ধ?

আমি গর্বিত আমি একজন মুসলমান। আমি কোন ইসলামী চিন্তাবিদ নই। তবে মুসলমান হিসাবে ইসলাম সম্বন্ধে সাধারন জ্ঞানটুকু রাখার চেষ্টা করেছি। অন্তত ভাল মন্দ উচিৎ অনুচিত ,করনিয় , না করনিয় , ফরজ ওয়াজিব সুন্নত এতটুকু জ্ঞান বেশিরভাগ মুসলমানেরই আছে বা থাকা উচিত। এত প্রচার প্রচারনার পরেও যে মুসলমান করোনা ভাইরাস ছোঁয়াছে কিনা এবং তার ধর্মীয় ব্যাখা চায় সেই মুসলমান দেশ জাতি বা ধর্মের জন্য মানব জাতির জন্য কতটুকু ক্ষতিকারক বা উপকারি সেটা ভাবার বিষয়।

ঈদ নিয়ে উম্মাদনা মুসলমান সম্প্রদায় এবং বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের জন্য নতুন কিছু নয়। বিশ্ব মহামারিতে যখন সারা পৃথিবী বিপর্যস্ত সেখানে এবারের ঈদের আনন্দ কি সারা বিশ্বের মানব জাতির উদ্দেশ্য বিসর্জন দেওয়া যেত না। বাঙ্গালির ঈদ বাজার আনন্দ, হল্লা করে বাড়ি ফিরে যাওয়ার উৎসব দেখে সারা বিশ্ব বাঙালি মনের দীনতাকেই উপভোগ করেছেন বলে আমার মনে হয়।

কোন কোন ইসলামী চিন্তাবিদ মনে করেন হাদিস মতে করোনার কারনে মসজিদ বন্ধ রাখা উচিৎ হয় নাই। আবার কেউ কেউ বলছেন হাদিস মতে মহামারীর সময়ে মসজিদে জামায়েতে নামাজ বন্ধ রাখা ইসলাম সম্মত হয়েছে। যেহেতু আমি নিজে কোন জ্ঞানী ব্যাক্তি নই এবং ইসলাম সম্বন্ধে আমার জ্ঞান সীমিত তাই নিজের কোন বক্তব্য দিয়ে বিতর্কিত বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না। তবে একজন ইসলামী চিন্তাবিদের কিছু ব্যাখা তুলে ধরতে চাই।

তালিমুল ইসলাম ইনিসটিটীইট এন্ড রিসারস এর পরিচালক জনাব লুৎফুর রহমান ফরায়েজীর প্রশ্ন উত্তর এর বরাতে ফরজ ,ওয়াজিব, সুন্নত নিয়ে তার মতামত তুলে ধরালাম। “ প্রথমে একটি কথা বুঝতে হবে এই সব পরিভাষা (ফরজ ,ওয়াজিব,সুন্নত) আল্লহা ও রাসুল নির্ধারণ করে যাননি বরং এইসব পরিভাষা কুরান ও সুন্নাহ ইজমা ও কিয়াস সম্পর্কে বিজ্ঞ মুস্তাহিদ্গন নির্ধারিত করেছেন। এবং আল্লহতালা নির্দেশ দিয়েছেন “তোমরা আল্লহ র নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রাসুলের এবং তোমাদের মধ্যকার বিজ্ঞ ব্যাক্তি ( মুজতাহিদ,ফক্কিহ) গনের” (সুরা নিশা-৫৯) আমার এক হাজী বন্ধুকে গতকাল জিজ্ঞেস করেছিলাম তিনি ঈদের জামাত মসজিদে গিয়ে আদায় করেছেন কিনা।

তিনি আমাকে বললেন করোনা কালিন সময়ে ফরজ নামাজ পরলাম না মসজিদে গিয়ে আর আজকে ওয়াজিব নামাজ নিয়ে এতো বারাবারি করার দরকার কি । ঈদের দিন টেলিভিশনে দেখলাম আম্পান বিধস্ত কোন এক উপজেলায় কোমর পানিতে ঈদের জামাত আদায় করছেন কিছু ধর্মপ্রাণ মুসলমান। এইসকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি কোমর পানিতে ফরজ নামাজ পড়টা আর বেশি দরকারি।

আমরা লোক দেখানো কাজকে বেশি পছন্দ করি। ভুলে যাই আমাদের সামনে পিছনে ডানে বায়ে করোনা ভাইরাস থাকতে পারে। ভুলে যাই আমাদের ল্যাংটা ছবিটা টেলিভিশনে প্রচার হচ্ছে। আসলেই কি এই আম্পান বিধস্ত এলাকার মানুষ প্রতিদিন কোমর পানিতে ফরজ নামাজ পড়ছেন। নাকি যুগযুগ ধরে ঈদের নামাজকে আমারা ফরজের চেয়েও গুরুত্ব দিয়ে দেখছি। অন্য দিকে পরিপাটি পাজামা পাঞ্জাবি পরে হাতে জায়নামাজ নিয়ে অনেকেই মসজিদে গিয়েছেন ঈদের নামাজ আদায় করতে।

টেলিভিশনে দেখলাম তাদের যত আক্ষেপ তেনারা এবার ময়দানে নামাজ পড়তে পারলেন না কোলাকুলি করতে পারলেন না আর কত কি যেন সারা জীবনে এই প্রথম কোন গুনাহর কাজ করলেন। আসলে আমাদের মন মানসিকতার শিক্ষা কি শুধু রেওাজে ও লোক দেখানতেই সীমিত নাকি আসলেই আমরা আল্লাহকে ভয় করছি। যদি তাই হয় তাহলে মনে করছি ফরজ ওয়াজিব সুন্নত পালন করার আগে আমাদের একজন ভাল মানুষ হওয়া বেশি প্রয়োজন।

একজন ভাল মানুষ না হওয়া পর্যন্ত একজন সাচ্চা মুসলমান হতে পারেন না ফরজ ওয়াজিব সুন্নত পলান করার লায়ক হতে পারেন না । কোমর পানিতে নামাজ পড়ি বা মখমলের জায়নামাজে নামাজ পড়ি সব কিছুই অর্থহীন যদি না দুর্নীতি করা ,ঘুস খাওয়া ,মিথ্যা কথা না বলা, মানুষ কে না ঠকানো, খাবারে ভেজাল না দেওয়া,ক্ষমতার অপব্যাবহার না করা , ভোট ডাকাতি না করা এইসব যদি পরিহার না করি শুধু আল্লাহকে ধোঁকা দেয়ার ইবাদত আমাদের কল্যাণ বয়ে আনতে পারেনা।

আমারা কি আশা করতে পারি এই মহাদুর্যোগ পাড় হওারপরে আমারা শৃঙ্খল বদ্ধভাবে রাস্তায় রিক্সা চালাবো ,লাইন ধরে গাড়ি চালাবো, অযাথা হর্ন বাজাবো না , রাস্তায় ফিটনেস বিহিন গাড়ি চালাবো না ,ঘুষ দিয়ে ফিটনেস কিনব না,ত্রানের চাল চুরি করব না, ঘুষ দিব না, ঘুষ খাব না, পুকুর চুরি, বালিশ চুরি, হাসপাতালের ওসুধ চুরি করব না, মানুষের সাথে মানবিক আচরণ করব, ক্ষমতার অপব্যাবহার করব না, ভোট চুরি করব না বা ভোট চুরি করতে সহায়তা করব না।

সরকারি দায়িত্ব ঈমানের সাথে পালন করব, আর যদি না করতে পারি তাহলে হলপ করে বলতে পারি জায়নামাজ, ময়দান, মসজিদ, কোমর পানি, যেখানেই নামাজ আদায় করি না কেন বেহেস্থ দিবেন কিনা একমাত্র মহান রাব্বুল আলামিন জানেন।তবে বাংলাদেশ টা দিনে দিনে নরকের পথেই হাঁটতে থাকবে।

গতকাল টেলিভিশনে একজন ডাক্তার কবির করোনা ভাইরাস নিয়ে সতর্কতা মূলক কবিতার একটি লাইন উল্লেখ করছি। “ তুমি যদি বেছে থাকো বাচবে তোমার সাধ” তাই আগে বাঁচুন পড়ে ঈদ, বাজার, আনান্দ ফুর্তি। আমর মন বলছে –জায়নামাজ আর কোমর পানি যতই আমারা নামাজ পড়ি, সবার আগে আসুন আমরা সৎ মানুষের আবাস গড়ি।

লেখকঃ ইকবাল হোসেন তাপস, যুগ্ন-মহাসচিব, জাতীয় পার্টি।

দৈনিক বরিশাল ২৪

আসুন সবার আগে আমরা সৎ মানুষের আবাস গড়ি

মঙ্গলবার, মে ২৬, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

ইকবাল হোসেন তাপসঃ

শেষ রোজার দিন চ্যানেল আই আয়োজিত সরাসরি প্রশ্ন উত্তর অনুষ্ঠানে একজন দর্শক জানতে চাইলেন করোনা ভাইরাস কি ছোঁয়াছে রোগ কিনা এবং এসমন্ধে ইসলাম কি বলেন। প্রশ্নটি শুনার পর কিছুক্ষণ হতবম্ব হয়ে বসে রইলাম। যে ব্যাক্তি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে প্রশ্ন করেতে পারেন তাঁকে কি স্বল্প শিক্ষিত বা কম জ্ঞানী ভাবা যায়। নাকি সরকার তার জনগণকে করোনা জ্ঞান দিতে ব্যার্থ হয়েছেন। নাকি আমরা ধর্মান্ধ?

আমি গর্বিত আমি একজন মুসলমান। আমি কোন ইসলামী চিন্তাবিদ নই। তবে মুসলমান হিসাবে ইসলাম সম্বন্ধে সাধারন জ্ঞানটুকু রাখার চেষ্টা করেছি। অন্তত ভাল মন্দ উচিৎ অনুচিত ,করনিয় , না করনিয় , ফরজ ওয়াজিব সুন্নত এতটুকু জ্ঞান বেশিরভাগ মুসলমানেরই আছে বা থাকা উচিত। এত প্রচার প্রচারনার পরেও যে মুসলমান করোনা ভাইরাস ছোঁয়াছে কিনা এবং তার ধর্মীয় ব্যাখা চায় সেই মুসলমান দেশ জাতি বা ধর্মের জন্য মানব জাতির জন্য কতটুকু ক্ষতিকারক বা উপকারি সেটা ভাবার বিষয়।

ঈদ নিয়ে উম্মাদনা মুসলমান সম্প্রদায় এবং বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের জন্য নতুন কিছু নয়। বিশ্ব মহামারিতে যখন সারা পৃথিবী বিপর্যস্ত সেখানে এবারের ঈদের আনন্দ কি সারা বিশ্বের মানব জাতির উদ্দেশ্য বিসর্জন দেওয়া যেত না। বাঙ্গালির ঈদ বাজার আনন্দ, হল্লা করে বাড়ি ফিরে যাওয়ার উৎসব দেখে সারা বিশ্ব বাঙালি মনের দীনতাকেই উপভোগ করেছেন বলে আমার মনে হয়।

কোন কোন ইসলামী চিন্তাবিদ মনে করেন হাদিস মতে করোনার কারনে মসজিদ বন্ধ রাখা উচিৎ হয় নাই। আবার কেউ কেউ বলছেন হাদিস মতে মহামারীর সময়ে মসজিদে জামায়েতে নামাজ বন্ধ রাখা ইসলাম সম্মত হয়েছে। যেহেতু আমি নিজে কোন জ্ঞানী ব্যাক্তি নই এবং ইসলাম সম্বন্ধে আমার জ্ঞান সীমিত তাই নিজের কোন বক্তব্য দিয়ে বিতর্কিত বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না। তবে একজন ইসলামী চিন্তাবিদের কিছু ব্যাখা তুলে ধরতে চাই।

তালিমুল ইসলাম ইনিসটিটীইট এন্ড রিসারস এর পরিচালক জনাব লুৎফুর রহমান ফরায়েজীর প্রশ্ন উত্তর এর বরাতে ফরজ ,ওয়াজিব, সুন্নত নিয়ে তার মতামত তুলে ধরালাম। “ প্রথমে একটি কথা বুঝতে হবে এই সব পরিভাষা (ফরজ ,ওয়াজিব,সুন্নত) আল্লহা ও রাসুল নির্ধারণ করে যাননি বরং এইসব পরিভাষা কুরান ও সুন্নাহ ইজমা ও কিয়াস সম্পর্কে বিজ্ঞ মুস্তাহিদ্গন নির্ধারিত করেছেন। এবং আল্লহতালা নির্দেশ দিয়েছেন “তোমরা আল্লহ র নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রাসুলের এবং তোমাদের মধ্যকার বিজ্ঞ ব্যাক্তি ( মুজতাহিদ,ফক্কিহ) গনের” (সুরা নিশা-৫৯) আমার এক হাজী বন্ধুকে গতকাল জিজ্ঞেস করেছিলাম তিনি ঈদের জামাত মসজিদে গিয়ে আদায় করেছেন কিনা।

তিনি আমাকে বললেন করোনা কালিন সময়ে ফরজ নামাজ পরলাম না মসজিদে গিয়ে আর আজকে ওয়াজিব নামাজ নিয়ে এতো বারাবারি করার দরকার কি । ঈদের দিন টেলিভিশনে দেখলাম আম্পান বিধস্ত কোন এক উপজেলায় কোমর পানিতে ঈদের জামাত আদায় করছেন কিছু ধর্মপ্রাণ মুসলমান। এইসকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি কোমর পানিতে ফরজ নামাজ পড়টা আর বেশি দরকারি।

আমরা লোক দেখানো কাজকে বেশি পছন্দ করি। ভুলে যাই আমাদের সামনে পিছনে ডানে বায়ে করোনা ভাইরাস থাকতে পারে। ভুলে যাই আমাদের ল্যাংটা ছবিটা টেলিভিশনে প্রচার হচ্ছে। আসলেই কি এই আম্পান বিধস্ত এলাকার মানুষ প্রতিদিন কোমর পানিতে ফরজ নামাজ পড়ছেন। নাকি যুগযুগ ধরে ঈদের নামাজকে আমারা ফরজের চেয়েও গুরুত্ব দিয়ে দেখছি। অন্য দিকে পরিপাটি পাজামা পাঞ্জাবি পরে হাতে জায়নামাজ নিয়ে অনেকেই মসজিদে গিয়েছেন ঈদের নামাজ আদায় করতে।

টেলিভিশনে দেখলাম তাদের যত আক্ষেপ তেনারা এবার ময়দানে নামাজ পড়তে পারলেন না কোলাকুলি করতে পারলেন না আর কত কি যেন সারা জীবনে এই প্রথম কোন গুনাহর কাজ করলেন। আসলে আমাদের মন মানসিকতার শিক্ষা কি শুধু রেওাজে ও লোক দেখানতেই সীমিত নাকি আসলেই আমরা আল্লাহকে ভয় করছি। যদি তাই হয় তাহলে মনে করছি ফরজ ওয়াজিব সুন্নত পালন করার আগে আমাদের একজন ভাল মানুষ হওয়া বেশি প্রয়োজন।

একজন ভাল মানুষ না হওয়া পর্যন্ত একজন সাচ্চা মুসলমান হতে পারেন না ফরজ ওয়াজিব সুন্নত পলান করার লায়ক হতে পারেন না । কোমর পানিতে নামাজ পড়ি বা মখমলের জায়নামাজে নামাজ পড়ি সব কিছুই অর্থহীন যদি না দুর্নীতি করা ,ঘুস খাওয়া ,মিথ্যা কথা না বলা, মানুষ কে না ঠকানো, খাবারে ভেজাল না দেওয়া,ক্ষমতার অপব্যাবহার না করা , ভোট ডাকাতি না করা এইসব যদি পরিহার না করি শুধু আল্লাহকে ধোঁকা দেয়ার ইবাদত আমাদের কল্যাণ বয়ে আনতে পারেনা।

আমারা কি আশা করতে পারি এই মহাদুর্যোগ পাড় হওারপরে আমারা শৃঙ্খল বদ্ধভাবে রাস্তায় রিক্সা চালাবো ,লাইন ধরে গাড়ি চালাবো, অযাথা হর্ন বাজাবো না , রাস্তায় ফিটনেস বিহিন গাড়ি চালাবো না ,ঘুষ দিয়ে ফিটনেস কিনব না,ত্রানের চাল চুরি করব না, ঘুষ দিব না, ঘুষ খাব না, পুকুর চুরি, বালিশ চুরি, হাসপাতালের ওসুধ চুরি করব না, মানুষের সাথে মানবিক আচরণ করব, ক্ষমতার অপব্যাবহার করব না, ভোট চুরি করব না বা ভোট চুরি করতে সহায়তা করব না।

সরকারি দায়িত্ব ঈমানের সাথে পালন করব, আর যদি না করতে পারি তাহলে হলপ করে বলতে পারি জায়নামাজ, ময়দান, মসজিদ, কোমর পানি, যেখানেই নামাজ আদায় করি না কেন বেহেস্থ দিবেন কিনা একমাত্র মহান রাব্বুল আলামিন জানেন।তবে বাংলাদেশ টা দিনে দিনে নরকের পথেই হাঁটতে থাকবে।

গতকাল টেলিভিশনে একজন ডাক্তার কবির করোনা ভাইরাস নিয়ে সতর্কতা মূলক কবিতার একটি লাইন উল্লেখ করছি। “ তুমি যদি বেছে থাকো বাচবে তোমার সাধ” তাই আগে বাঁচুন পড়ে ঈদ, বাজার, আনান্দ ফুর্তি। আমর মন বলছে –জায়নামাজ আর কোমর পানি যতই আমারা নামাজ পড়ি, সবার আগে আসুন আমরা সৎ মানুষের আবাস গড়ি।

লেখকঃ ইকবাল হোসেন তাপস, যুগ্ন-মহাসচিব, জাতীয় পার্টি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত