পরীক্ষার লম্বা ছুটিতে ভালোই নাদুসনুদুস হয়ে ছিলাম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পরীক্ষার লম্বা ছুটিতে ভালোই নাদুসনুদুস হয়ে ছিলাম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ৩১, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

পরীক্ষার লম্বা ছুটিতে ভালোই নাদুসনুদুস হয়ে ছিলাম

মেহেদী মেহবুবঃ “সে বছর আমি পরীক্ষার রেজাল্ট প্রত্যাশী। বেশিদিন আগের কথা নয়, ২৬ জুন, ২০০৮ সাল, আমাদের সময় বিকাল ৫ টার পরে রেজাল্ট পাওয়া যেত। যাইহোক পরীক্ষার পরে লম্বা একটা ছুটিতে ভালোই নাদুসনুদুস হয়েছিলাম।

দীর্ঘ তিনমাস ক্রিকেট, ফুটবল অন্যান্য খেলাধুলাসহ মাছধরা, নদীতে সাঁতার কাটাসহ দুরন্তপনা করে বেরিয়েছি। রেজাল্টের ৩/৪ দিন আগে নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কেন জানি, খুব ভয় ভয় লাগছিল। সেটা ছিল, ফেল করার ভয়। যদি ফেল করে বসি….

রেজাল্টের দিন বিকাল ৫ টার অনেক আগেই স্কুলে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। উপজেলা অফিস থেকে অনেক পরে কোন স্যার ( মনে পড়ছে না) যেন রেজাল্ট আনলেন।। সহকারী প্রধান শিক্ষক আঃ লতিফ স্যার রেজাল্ট ঘোষনা করা শুরু করলেন…

আমরা সবাই চাতক পাখির মত কান খাড়া করে শুনছিলাম। একটা সময় স্যার আমার রোল/রেজাল্ট ঘোষনা করলেন। আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছিলাম।

সাথে সাথে যেন একটা বিশাল বোঝা মাথার উপর দিয়ে নেমে গেল। নিজেকে হালকা মনে হল। সবার প্রথম খুশির সংবাদ টা আমি মা কে শুনিয়ে ছিলাম। মা খুব খুশি হয়ে ছিল।

বিজ্ঞানে খুব কম নম্বর পেয়েছিলাম। যার কারনে জিপিএ ৪.৮৮ নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। যদিও সেই অপূর্ণতা টুকু কলেজে/ইন্টারমিডিয়েটে ঘুঁচিয়েছি। জিপিএ- ৫.০০ পেয়েছিলাম।

বরাবরের মত আজও আমি বিজ্ঞানে দুর্বল। কেন জানি মাথায় ঢোকে না, ঢুকলেও মষ্তিকের নিউরন ছিঁড়ে বের হয়ে যায়! পরবর্তীতে অবশ্য সাহিত্য পড়ে জীবনের রসদ জুগিয়েছিলাম।

ভালো লাগার মায়াজালে বন্ধি হয়েছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য, ইংরেজি সাহিত্য। তাঁকে খুব ভালোবেসেছিলাম, যেমনি ভালোবাসি আমার মা, মাটি ও মাতৃরত্ন বাংলা ভাষা ও সাহিত্যকে।

আজ যারা রেজাল্ট পেলে সবার জন্য শুভ কামনা। মনে রাখবে, জিপিএ-৫ জীবনে সবকিছু না, ভালো মানুষ হতে হবে। দেশ, এখনও ভালো মানুষের খুব অভাব বোধ করছে।

সত্যিই সেদিনের অনূভূতি ছিল অসধারন। এখন কেবলই স্মৃতি। প্রতিবছর রেজাল্টের দিন এলেই মনে পড়ে…

লেখকঃ মেহেদী মেহেবুব, কবি, সাহিত্যিক ও সাব-ইনস্পেক্টার, বাংলাদেশ পুলিশ।

দৈনিক বরিশাল ২৪

পরীক্ষার লম্বা ছুটিতে ভালোই নাদুসনুদুস হয়ে ছিলাম

রবিবার, মে ৩১, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ | আপডেটঃ মে ৩১, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ

মেহেদী মেহবুবঃ “সে বছর আমি পরীক্ষার রেজাল্ট প্রত্যাশী। বেশিদিন আগের কথা নয়, ২৬ জুন, ২০০৮ সাল, আমাদের সময় বিকাল ৫ টার পরে রেজাল্ট পাওয়া যেত। যাইহোক পরীক্ষার পরে লম্বা একটা ছুটিতে ভালোই নাদুসনুদুস হয়েছিলাম।

দীর্ঘ তিনমাস ক্রিকেট, ফুটবল অন্যান্য খেলাধুলাসহ মাছধরা, নদীতে সাঁতার কাটাসহ দুরন্তপনা করে বেরিয়েছি। রেজাল্টের ৩/৪ দিন আগে নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কেন জানি, খুব ভয় ভয় লাগছিল। সেটা ছিল, ফেল করার ভয়। যদি ফেল করে বসি….

রেজাল্টের দিন বিকাল ৫ টার অনেক আগেই স্কুলে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। উপজেলা অফিস থেকে অনেক পরে কোন স্যার ( মনে পড়ছে না) যেন রেজাল্ট আনলেন।। সহকারী প্রধান শিক্ষক আঃ লতিফ স্যার রেজাল্ট ঘোষনা করা শুরু করলেন…

আমরা সবাই চাতক পাখির মত কান খাড়া করে শুনছিলাম। একটা সময় স্যার আমার রোল/রেজাল্ট ঘোষনা করলেন। আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছিলাম।

সাথে সাথে যেন একটা বিশাল বোঝা মাথার উপর দিয়ে নেমে গেল। নিজেকে হালকা মনে হল। সবার প্রথম খুশির সংবাদ টা আমি মা কে শুনিয়ে ছিলাম। মা খুব খুশি হয়ে ছিল।

বিজ্ঞানে খুব কম নম্বর পেয়েছিলাম। যার কারনে জিপিএ ৪.৮৮ নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। যদিও সেই অপূর্ণতা টুকু কলেজে/ইন্টারমিডিয়েটে ঘুঁচিয়েছি। জিপিএ- ৫.০০ পেয়েছিলাম।

বরাবরের মত আজও আমি বিজ্ঞানে দুর্বল। কেন জানি মাথায় ঢোকে না, ঢুকলেও মষ্তিকের নিউরন ছিঁড়ে বের হয়ে যায়! পরবর্তীতে অবশ্য সাহিত্য পড়ে জীবনের রসদ জুগিয়েছিলাম।

ভালো লাগার মায়াজালে বন্ধি হয়েছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য, ইংরেজি সাহিত্য। তাঁকে খুব ভালোবেসেছিলাম, যেমনি ভালোবাসি আমার মা, মাটি ও মাতৃরত্ন বাংলা ভাষা ও সাহিত্যকে।

আজ যারা রেজাল্ট পেলে সবার জন্য শুভ কামনা। মনে রাখবে, জিপিএ-৫ জীবনে সবকিছু না, ভালো মানুষ হতে হবে। দেশ, এখনও ভালো মানুষের খুব অভাব বোধ করছে।

সত্যিই সেদিনের অনূভূতি ছিল অসধারন। এখন কেবলই স্মৃতি। প্রতিবছর রেজাল্টের দিন এলেই মনে পড়ে…

লেখকঃ মেহেদী মেহেবুব, কবি, সাহিত্যিক ও সাব-ইনস্পেক্টার, বাংলাদেশ পুলিশ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত