আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০২০ ৩:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা

শামীম আহমেদ : বরিশালের আগৈলঝাড়ার উপজেলায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিনজনকে ৬ মাসের সাজা দিয়েছে স্থানীয় উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত. মৃত্যুঞ্জয় মলি­কের ছেলে মৃদুল মলি­কের সাথে শুক্রবার রাতে পাশ্ববর্তী কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল ছেলের বাড়িতে বসে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশান্ত কুমার ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয় এবং বর মৃদুল মলি­ক, তার মা স্বরসতী মলি­ক ও স্থানীয় মধুসুদন মলি­কের ছেলে সুব্রত মলি­ককে বিয়ের আসর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃতদের শুক্রবার রাতেই বরসহ ওই তিনজনকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের আদালতে হাজির করা হলে তাদের বাল্য বিয়ের অপরাধে প্রত্যেককে ৬মাস করে সাজা দেয় ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত তিনজনকে

(৪ই) জুলাই শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার মুঠো ফোনে বলেন, বাল্যবিয়ে হওয়ার গোপনে সংবাদ পেয়ে শুক্রবার রাতে বরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাদের ৬মাসের সাজা দেয়। তাদের শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, বাল্য বিয়ে করার অপরাধে বর মৃদুল মলি­কসহ তিনজনকে ৬মাসের সাজা দেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাসের সাজা

রবিবার, জুলাই ৫, ২০২০ ৩:২৫ পূর্বাহ্ণ

শামীম আহমেদ : বরিশালের আগৈলঝাড়ার উপজেলায় বাল্য বিয়ের অপরাধে বরসহ তিনজনকে ৬ মাসের সাজা দিয়েছে স্থানীয় উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত. মৃত্যুঞ্জয় মলি­কের ছেলে মৃদুল মলি­কের সাথে শুক্রবার রাতে পাশ্ববর্তী কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল ছেলের বাড়িতে বসে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশান্ত কুমার ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয় এবং বর মৃদুল মলি­ক, তার মা স্বরসতী মলি­ক ও স্থানীয় মধুসুদন মলি­কের ছেলে সুব্রত মলি­ককে বিয়ের আসর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃতদের শুক্রবার রাতেই বরসহ ওই তিনজনকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের আদালতে হাজির করা হলে তাদের বাল্য বিয়ের অপরাধে প্রত্যেককে ৬মাস করে সাজা দেয় ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত তিনজনকে

(৪ই) জুলাই শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার মুঠো ফোনে বলেন, বাল্যবিয়ে হওয়ার গোপনে সংবাদ পেয়ে শুক্রবার রাতে বরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাদের ৬মাসের সাজা দেয়। তাদের শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, বাল্য বিয়ে করার অপরাধে বর মৃদুল মলি­কসহ তিনজনকে ৬মাসের সাজা দেওয়া হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত