সাধারন মানুষই নয় চিকিৎসকরাও ঝুকির মধ্যে কাজ করছেন: সরোয়ার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাধারন মানুষই নয় চিকিৎসকরাও ঝুকির মধ্যে কাজ করছেন: সরোয়ার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৬, ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

সাধারন মানুষই নয় চিকিৎসকরাও ঝুকির মধ্যে কাজ করছেন: সরোয়ার

শামীম আহমেদ : বৈশ্বিক মহামারী কোভিড-(১৯) করোনার সংক্রম দূর্যোগকালীন সময়ে বিএনপিচেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরহমানের নির্দেশক্রমে অসহায় বেকার কর্মহীন ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরনেরধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরবিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে হোটেল শ্রমীকদেরমাঝে উপহার সামগ্রী এানের চাল প্রদান করা হয়।

রবিবার (৫ই) জুলাই বেলা সাড়ে ১২ টায় নগরের পশ্চিম কাউনিয়া সৈয়দামজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বরিশাল মহানগর ও জেলা শ্রমীক দলেরআয়োজনে বরিশাল জাতীয়তাবাদী শতাধিক হোটেল শ্রমীক ইউনিয়নের সদস্যদের এসবপ্রদান করা হয়।শ্রমীকদের মাঝে উপহার সামগ্রী বন্ধ কর্মহীন হোটেল শ্রমীকদের হাতে তুলে দেনকেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমীক দল সহ-সাংগঠনিক সম্পাদক জি এমফারুক, বরিশাল মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা শ্রমীকদল নেতা আঃরব হাওলাদার, সাইফুল ইসলাম সহ হোটেল শ্রমীক নেতা নান্নু মিয়া ও বিভিন্ন হোটেলশ্রমীক নেতৃবৃন্ধ।

এসময় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, আমাদের দলের পক্ষ থেকে করোনাকালীনসময়ে দেশের বিভিন্নস্থানে ত্রানের উপহার দিতে গিয়ে সরকারী দলের বহু বাধা মোকাবেলা করতে হয়েছে।

বর্তমান সরকার দীর্ঘ ক্ষমতায় থেকে দেশের এমন কোন সেক্টর নেই যেখানে লুঠপাটেররাজত্ব করে নাই। বর্তমান করোনার সময়ে তাদের দলের ছত্রছায়ায় থেকে স্বাস্থ্যখাতে মানসম্পূর্নহীন মালামাল আমদানীর মাধ্যমেও তারা অর্থ হাতিয়ে নিচ্ছে।

আজ দেশের জনগণ দেখতে পাচ্ছে সরকার ক্ষমতায় থেকে বর্তমান সাধারন মানুষ কেচিকিৎসা সেবা দিতে পারছে না। সাধারন মানুষ কোথাও চিকিৎসা পাচ্ছে না।দেশের স্বাস্থ্যসেবা স্থানগুলো ভেঙ্গে পড়ান কারনে শুধু সাধারন মানুষই নয় চিকিৎসকরাও আজ ঝুকির মুখে তাদের কাজ করতে হচ্ছে। ছবি:ফাইল ফটো।

দৈনিক বরিশাল ২৪

সাধারন মানুষই নয় চিকিৎসকরাও ঝুকির মধ্যে কাজ করছেন: সরোয়ার

সোমবার, জুলাই ৬, ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ০৬, ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ

শামীম আহমেদ : বৈশ্বিক মহামারী কোভিড-(১৯) করোনার সংক্রম দূর্যোগকালীন সময়ে বিএনপিচেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরহমানের নির্দেশক্রমে অসহায় বেকার কর্মহীন ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরনেরধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরবিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে হোটেল শ্রমীকদেরমাঝে উপহার সামগ্রী এানের চাল প্রদান করা হয়।

রবিবার (৫ই) জুলাই বেলা সাড়ে ১২ টায় নগরের পশ্চিম কাউনিয়া সৈয়দামজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বরিশাল মহানগর ও জেলা শ্রমীক দলেরআয়োজনে বরিশাল জাতীয়তাবাদী শতাধিক হোটেল শ্রমীক ইউনিয়নের সদস্যদের এসবপ্রদান করা হয়।শ্রমীকদের মাঝে উপহার সামগ্রী বন্ধ কর্মহীন হোটেল শ্রমীকদের হাতে তুলে দেনকেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমীক দল সহ-সাংগঠনিক সম্পাদক জি এমফারুক, বরিশাল মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা শ্রমীকদল নেতা আঃরব হাওলাদার, সাইফুল ইসলাম সহ হোটেল শ্রমীক নেতা নান্নু মিয়া ও বিভিন্ন হোটেলশ্রমীক নেতৃবৃন্ধ।

এসময় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, আমাদের দলের পক্ষ থেকে করোনাকালীনসময়ে দেশের বিভিন্নস্থানে ত্রানের উপহার দিতে গিয়ে সরকারী দলের বহু বাধা মোকাবেলা করতে হয়েছে।

বর্তমান সরকার দীর্ঘ ক্ষমতায় থেকে দেশের এমন কোন সেক্টর নেই যেখানে লুঠপাটেররাজত্ব করে নাই। বর্তমান করোনার সময়ে তাদের দলের ছত্রছায়ায় থেকে স্বাস্থ্যখাতে মানসম্পূর্নহীন মালামাল আমদানীর মাধ্যমেও তারা অর্থ হাতিয়ে নিচ্ছে।

আজ দেশের জনগণ দেখতে পাচ্ছে সরকার ক্ষমতায় থেকে বর্তমান সাধারন মানুষ কেচিকিৎসা সেবা দিতে পারছে না। সাধারন মানুষ কোথাও চিকিৎসা পাচ্ছে না।দেশের স্বাস্থ্যসেবা স্থানগুলো ভেঙ্গে পড়ান কারনে শুধু সাধারন মানুষই নয় চিকিৎসকরাও আজ ঝুকির মুখে তাদের কাজ করতে হচ্ছে। ছবি:ফাইল ফটো।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত