১০ জুলাই চালু হচ্ছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জরুরি অক্সিজেন সেবা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১০ জুলাই চালু হচ্ছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জরুরি অক্সিজেন সেবা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০২০ ১২:২৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

১০ জুলাই চালু হচ্ছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জরুরি অক্সিজেন সেবা

মোস্তফা কামাল,নড়াইল: মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবার করোনায় আক্রান্ত রোগিদের জন্য
জরুরি অক্সিজেন সেবার ব্যবস্থা করেছে। নড়াইল এক্সপ্রেস হেল্ধসঢ়;থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল থেকে এ কার্যক্রম পরিচালিত হবে।

আগামি শুক্রবার (১০ জুলাই) থেকে এ চিকিৎসা সেবা চালু বলে জানা গেছে। এর আগে ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জুন মাস থেকে করোনা নমুনা সংগ্রহকারী কম থাকায় ৯জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, নড়াইলে করোনায় আক্রান্ত রোগিদের অক্সিজেন সিলিন্ডার নিতে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের লিখিত প্রেসক্রিপশান ও পরামর্শ আনতে হবে।

যারা নিবেন তারা এক্সপার্ট বা নার্স দিয়ে অক্সিজেন সিলিন্ডার সেট করবেন। আমরা প্রথমবারের মতো সিলিন্ডারে ফ্রি অক্সিজেন পূর্ণ করে দেব। এর পরে আক্রান্তদের রিফিল করে নিতে হবে। এছাড়া ফাউন্ডেশন থেকে পাল্ধসঢ়;স অক্সিমিটার প্রদানের চেষ্টা করা হবে।

অভিযোগে জানা গেছে, নড়াইলের সরকারি হাসপাতালগুলোতে করোনা উপসর্গ নিয়ে কোনো গরিব ও সাধারণ রোগি ভর্তি হলে তারা অবহেলার শিকার হন। বেসরকারি ক্লিনিকগুলোতে করোনা রোগির কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় না। এসব কারণে
করোনায় আক্রান্ত প্রায় সবাই বাসায় চিকিৎসা নিয়ে থাকেন। এ অবস্থায় স্বাসকষ্টে অক্সিজেনের প্রয়োজন হলে তারা বিপদে পড়ছেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রধানত বাসায় আইসোলেশনে থাকা রোগিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন আশংকাজনক ভাবে বাড়ছে এবং এদের প্রায় সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদের অনেকরই অক্সিজেন সেবা প্রয়োজন। মূলত এদের চিকিৎসা সেবা মোটামুটি নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে নড়াইলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। নড়াইল এক্সপ্রেস হেল্ধসঢ়;থ কেয়ার সেন্টার থেকে সাধারণ রোগিরা স্বল্প মূল্যে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসাসেবা পেয়ে আসছে। করোনা প্রাদুর্ভাব শুরু হলে জেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এখন টেলি মেডিসিন ব্যবস্থা চালু রয়েছে।

জেলায় করোনা নমুনা সংগ্রহকারী কম থাকায় নড়াইলের সিভিল সার্জনের মধ্যস্থতায় এবং তত্বাবধানে গত জুন মাসের ১৫ তারিখ থেকে ৯জন বেসরকারি মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত করোনায় ৭জন এবং করোনা উপসর্গে ৫জনের মৃত্যু হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

১০ জুলাই চালু হচ্ছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জরুরি অক্সিজেন সেবা

বুধবার, জুলাই ৮, ২০২০ ১২:২৯ পূর্বাহ্ণ

মোস্তফা কামাল,নড়াইল: মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবার করোনায় আক্রান্ত রোগিদের জন্য
জরুরি অক্সিজেন সেবার ব্যবস্থা করেছে। নড়াইল এক্সপ্রেস হেল্ধসঢ়;থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল থেকে এ কার্যক্রম পরিচালিত হবে।

আগামি শুক্রবার (১০ জুলাই) থেকে এ চিকিৎসা সেবা চালু বলে জানা গেছে। এর আগে ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জুন মাস থেকে করোনা নমুনা সংগ্রহকারী কম থাকায় ৯জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, নড়াইলে করোনায় আক্রান্ত রোগিদের অক্সিজেন সিলিন্ডার নিতে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের লিখিত প্রেসক্রিপশান ও পরামর্শ আনতে হবে।

যারা নিবেন তারা এক্সপার্ট বা নার্স দিয়ে অক্সিজেন সিলিন্ডার সেট করবেন। আমরা প্রথমবারের মতো সিলিন্ডারে ফ্রি অক্সিজেন পূর্ণ করে দেব। এর পরে আক্রান্তদের রিফিল করে নিতে হবে। এছাড়া ফাউন্ডেশন থেকে পাল্ধসঢ়;স অক্সিমিটার প্রদানের চেষ্টা করা হবে।

অভিযোগে জানা গেছে, নড়াইলের সরকারি হাসপাতালগুলোতে করোনা উপসর্গ নিয়ে কোনো গরিব ও সাধারণ রোগি ভর্তি হলে তারা অবহেলার শিকার হন। বেসরকারি ক্লিনিকগুলোতে করোনা রোগির কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় না। এসব কারণে
করোনায় আক্রান্ত প্রায় সবাই বাসায় চিকিৎসা নিয়ে থাকেন। এ অবস্থায় স্বাসকষ্টে অক্সিজেনের প্রয়োজন হলে তারা বিপদে পড়ছেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রধানত বাসায় আইসোলেশনে থাকা রোগিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন আশংকাজনক ভাবে বাড়ছে এবং এদের প্রায় সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদের অনেকরই অক্সিজেন সেবা প্রয়োজন। মূলত এদের চিকিৎসা সেবা মোটামুটি নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে নড়াইলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। নড়াইল এক্সপ্রেস হেল্ধসঢ়;থ কেয়ার সেন্টার থেকে সাধারণ রোগিরা স্বল্প মূল্যে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসাসেবা পেয়ে আসছে। করোনা প্রাদুর্ভাব শুরু হলে জেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এখন টেলি মেডিসিন ব্যবস্থা চালু রয়েছে।

জেলায় করোনা নমুনা সংগ্রহকারী কম থাকায় নড়াইলের সিভিল সার্জনের মধ্যস্থতায় এবং তত্বাবধানে গত জুন মাসের ১৫ তারিখ থেকে ৯জন বেসরকারি মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত করোনায় ৭জন এবং করোনা উপসর্গে ৫জনের মৃত্যু হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত