চট্টগ্রামে ডালের প্যাকেটে পোকা, ১৫ হাজার টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে ডালের প্যাকেটে পোকা, ১৫ হাজার টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০২০ ২:৫৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে ডালের প্যাকেটে পোকা, ১৫ হাজার টাকা জরিমানা

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের বিস‌মিল্লাহ্ স্টোরকে পোকাযুক্ত ডাল মোড়কজাত করে বিক্রয়ের দায়ে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক আজ বুধবার (০৮ জুলাই) অ‌ভিযা‌নে ১১ প্র‌তিষ্ঠান‌কে ৭৮ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

অ‌ভিযান প‌রিচালনাকা‌লে মেয়াদ উত্তীর্ণ চ‌কলেট, সমুচা, পোকাযুক্ত ডাল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চকবাজা‌র থানার কেয়ারি ইলিশিয়াম শ‌পিং সেন্টা‌রের আল রাফি টুরস এন্ড ট্রাভেলস নামক প্রতিষ্ঠা‌নের ঠিকানা ব‌্যবহার ক‌রে এস এম জনি নামের একজন অনলাই‌নে ১২৫ টাকার স্যাভলন ২২০ টাকা দরে বিক্রয় করছি‌লেন। বে‌শি দা‌মে স‌্যাভলন বিক্রয় করায় তাঁ‌কে ১৫ হাজার জ‌রিমানা করা হয়।পাঁচলাইশ থানা মো‌ড়ের লোটাস মে‌ডি‌সিন শপ‌কে বিপুল প‌রিমান মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২০ হাজার জ‌রিমানা করা হয়।

ও আর নিজাম রো‌ডের ডে টু ডে সুপারশপ‌কে মেয়াদ উত্তীর্ণ খাদ‌্যদ্রব‌্য সংরক্ষণ করায় ৪ হাজার জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। ও‌মেন ক‌লেজ মো‌ড়ের কাজী ফা‌র্মেসি‌কে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

একই এলাকার মেসার্স আলী ফা‌র্মেসি‌কে জ‌নৈক ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে ১শ টাকার ওষুধ ৩শ টাকায় বিক্রয় করায় ৫ হাজার টাকা জ‌রিমানা করে সতর্ক করা হয়। অপর অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে আল আ‌মিন লাই‌ব্রেরি‌কে প্রতিশ্রুত বই সরবরাহ না করায় ১ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়।

ও‌মেন ক‌লেজ মোড় বাজা‌রে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় তা‌হের সওদাগ‌রের গো‌স্তের দোকান‌কে ১ হাজার ও কামাল পোল‌ট্রি এন্ড সেলস সেন্টার‌কে ১ হাজার জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়।

বন্দর থানার তসলিম ড্রাগ হাউজকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার জ‌রিমানা করা হয়।

ডবলমুরিং থানার ফুড ফেয়ারকে মেয়াদ, মূল্য বিহীন জন্মদিনের কেক বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার জরিমানা ক‌রে সতর্ক করা হয়। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে ডালের প্যাকেটে পোকা, ১৫ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০ ২:৫৮ পূর্বাহ্ণ

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের বিস‌মিল্লাহ্ স্টোরকে পোকাযুক্ত ডাল মোড়কজাত করে বিক্রয়ের দায়ে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক আজ বুধবার (০৮ জুলাই) অ‌ভিযা‌নে ১১ প্র‌তিষ্ঠান‌কে ৭৮ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

অ‌ভিযান প‌রিচালনাকা‌লে মেয়াদ উত্তীর্ণ চ‌কলেট, সমুচা, পোকাযুক্ত ডাল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চকবাজা‌র থানার কেয়ারি ইলিশিয়াম শ‌পিং সেন্টা‌রের আল রাফি টুরস এন্ড ট্রাভেলস নামক প্রতিষ্ঠা‌নের ঠিকানা ব‌্যবহার ক‌রে এস এম জনি নামের একজন অনলাই‌নে ১২৫ টাকার স্যাভলন ২২০ টাকা দরে বিক্রয় করছি‌লেন। বে‌শি দা‌মে স‌্যাভলন বিক্রয় করায় তাঁ‌কে ১৫ হাজার জ‌রিমানা করা হয়।পাঁচলাইশ থানা মো‌ড়ের লোটাস মে‌ডি‌সিন শপ‌কে বিপুল প‌রিমান মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২০ হাজার জ‌রিমানা করা হয়।

ও আর নিজাম রো‌ডের ডে টু ডে সুপারশপ‌কে মেয়াদ উত্তীর্ণ খাদ‌্যদ্রব‌্য সংরক্ষণ করায় ৪ হাজার জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। ও‌মেন ক‌লেজ মো‌ড়ের কাজী ফা‌র্মেসি‌কে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

একই এলাকার মেসার্স আলী ফা‌র্মেসি‌কে জ‌নৈক ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে ১শ টাকার ওষুধ ৩শ টাকায় বিক্রয় করায় ৫ হাজার টাকা জ‌রিমানা করে সতর্ক করা হয়। অপর অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে আল আ‌মিন লাই‌ব্রেরি‌কে প্রতিশ্রুত বই সরবরাহ না করায় ১ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়।

ও‌মেন ক‌লেজ মোড় বাজা‌রে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় তা‌হের সওদাগ‌রের গো‌স্তের দোকান‌কে ১ হাজার ও কামাল পোল‌ট্রি এন্ড সেলস সেন্টার‌কে ১ হাজার জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়।

বন্দর থানার তসলিম ড্রাগ হাউজকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার জ‌রিমানা করা হয়।

ডবলমুরিং থানার ফুড ফেয়ারকে মেয়াদ, মূল্য বিহীন জন্মদিনের কেক বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার জরিমানা ক‌রে সতর্ক করা হয়। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত