বরিশালে ছাদ কৃষিতে চমক দেখালেন ডিসি খায়রুল আলোমের স্ত্রী দিলরুবা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ছাদ কৃষিতে চমক দেখালেন ডিসি খায়রুল আলোমের স্ত্রী দিলরুবা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১০, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ছাদ কৃষিতে চমক দেখালেন ডিসি খায়রুল আলোমের স্ত্রী দিলরুবা

মো: শহিদুল ইসলাম:  দিলরুবা আলম। তিনি সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। শৈশব থেকেই গাছ লাগানো ভাল লাগত তার।

ডিসি পত্নী দিলরুবা আলমের ছাদ কৃষি, ড্রাগন ফল চাষে ব্যাপক সফলতা!!

এক সময়ে সেই ভাললাগাটাই অকৃত্রিম এক ভালবাসায় পরিনত হয়ে যায়। আর সে ভালবাসাকে বাস্তবে রুপান্তরিত করতে ফুল, ফল ও সবজির বাগান করে নিজেকে একজন বৃক্ষপ্রেমী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

বৃক্ষের প্রতি ভালোবাসার এ মানুষটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের পত্নী মিসেস দিলরুবা আলম। সাতক্ষীরা উপজেলা সদরে নিজ বাড়ির ছাদে গড়ে তুলেন ছাদ কৃষি।

স্বামীর সংসারে এসেও নিজের বাড়ীর ন্যায় কৃষিপ্রেমী হিসাবে তার বাড়ির ছাদে গড়ে তুলেছেন ছাদ কৃষি। তার ছাদ কৃষিতে রয়েছে ড্রাগন, আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ , আনারস, আঙ্গুর, আখ, লেবু, বেগুন গাছ ,চালকুমরা, লাল শাক,পুদিনা পাতা, ধনেপাতা.বনসাই,বাশ, ওষধি গাছ এলভেরা ,তুলশি পাতা পাথর ছুনা পাতা।

বাহারি ফুলের বাগান নাইট কুইন, কেকটাস সহ প্রায় ৬২ প্রজাতির ফুলের সমারোহ। এ বাগান পরিচর্যা করেই তিনি তার সময় কাটান। এ সাফল্যের পিছনে রয়েছে স্বামী উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম তার উৎসাহ ও প্রেরনায় যখন যেখানে যান সেখানেই গড়ে তুলেছেন ছাদ কৃষি।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, লক ডাউনের সময় ছাদ বাগান থেকেই বেশির ভাগ শাক সবজি সংগ্রহ করেছেন। নিজেদের চাহিদা মিটিয়ে অন্যদেরকেও তাদের বাগানের শাক সবজি দিয়েছেন।

ডিসি পত্নী দিলরুবা আলম জানান, শৈশব থেকেই শখের বসে গাছ লাগাতেন। গাছ লাগানো ও পরিচর্যা করাটায় আনন্দ পান তিনি। স্বামী ডিসি উত্তর মোঃ খাইরুল আলম তাকে উৎসাহ দেন এবং তার সাথে গাছের পরিচর্যা করে তাকে সহযোগিতা করায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও সবজির বাগান গড়ে তুলতে সামর্থ্য হয়েছেন তিনি।

তিনি আরও জানান, আজ আমাদের ছাদ বাগানের ড্রাগন ফল সংগ্রহ করেছি। এটা চাষ করা খুব সহজ।প্রত্যেকেরই এ রকম কৃর্ষি কাজের প্রতি এগিয়ে আসা উচিত। যেহেতু আমরা বিধাতা প্রদত্ব সোনার মাটি পেয়েছি তা ঠিক ভাবে কাজে লাগাতে পারলে আমাদের আর কোন অভাব থাকবেনা। আমাদের দেশ খাদ্য স্বয়ংসম্পূর্নতা অর্জন করবে এবং একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ছাদ কৃষিতে চমক দেখালেন ডিসি খায়রুল আলোমের স্ত্রী দিলরুবা

শুক্রবার, জুলাই ১০, ২০২০ ৫:২০ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ১০, ২০২০ ৫:২৭ অপরাহ্ণ

মো: শহিদুল ইসলাম:  দিলরুবা আলম। তিনি সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। শৈশব থেকেই গাছ লাগানো ভাল লাগত তার।

ডিসি পত্নী দিলরুবা আলমের ছাদ কৃষি, ড্রাগন ফল চাষে ব্যাপক সফলতা!!

এক সময়ে সেই ভাললাগাটাই অকৃত্রিম এক ভালবাসায় পরিনত হয়ে যায়। আর সে ভালবাসাকে বাস্তবে রুপান্তরিত করতে ফুল, ফল ও সবজির বাগান করে নিজেকে একজন বৃক্ষপ্রেমী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

বৃক্ষের প্রতি ভালোবাসার এ মানুষটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের পত্নী মিসেস দিলরুবা আলম। সাতক্ষীরা উপজেলা সদরে নিজ বাড়ির ছাদে গড়ে তুলেন ছাদ কৃষি।

স্বামীর সংসারে এসেও নিজের বাড়ীর ন্যায় কৃষিপ্রেমী হিসাবে তার বাড়ির ছাদে গড়ে তুলেছেন ছাদ কৃষি। তার ছাদ কৃষিতে রয়েছে ড্রাগন, আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ , আনারস, আঙ্গুর, আখ, লেবু, বেগুন গাছ ,চালকুমরা, লাল শাক,পুদিনা পাতা, ধনেপাতা.বনসাই,বাশ, ওষধি গাছ এলভেরা ,তুলশি পাতা পাথর ছুনা পাতা।

বাহারি ফুলের বাগান নাইট কুইন, কেকটাস সহ প্রায় ৬২ প্রজাতির ফুলের সমারোহ। এ বাগান পরিচর্যা করেই তিনি তার সময় কাটান। এ সাফল্যের পিছনে রয়েছে স্বামী উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম তার উৎসাহ ও প্রেরনায় যখন যেখানে যান সেখানেই গড়ে তুলেছেন ছাদ কৃষি।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, লক ডাউনের সময় ছাদ বাগান থেকেই বেশির ভাগ শাক সবজি সংগ্রহ করেছেন। নিজেদের চাহিদা মিটিয়ে অন্যদেরকেও তাদের বাগানের শাক সবজি দিয়েছেন।

ডিসি পত্নী দিলরুবা আলম জানান, শৈশব থেকেই শখের বসে গাছ লাগাতেন। গাছ লাগানো ও পরিচর্যা করাটায় আনন্দ পান তিনি। স্বামী ডিসি উত্তর মোঃ খাইরুল আলম তাকে উৎসাহ দেন এবং তার সাথে গাছের পরিচর্যা করে তাকে সহযোগিতা করায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও সবজির বাগান গড়ে তুলতে সামর্থ্য হয়েছেন তিনি।

তিনি আরও জানান, আজ আমাদের ছাদ বাগানের ড্রাগন ফল সংগ্রহ করেছি। এটা চাষ করা খুব সহজ।প্রত্যেকেরই এ রকম কৃর্ষি কাজের প্রতি এগিয়ে আসা উচিত। যেহেতু আমরা বিধাতা প্রদত্ব সোনার মাটি পেয়েছি তা ঠিক ভাবে কাজে লাগাতে পারলে আমাদের আর কোন অভাব থাকবেনা। আমাদের দেশ খাদ্য স্বয়ংসম্পূর্নতা অর্জন করবে এবং একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত