‘অভিনয় জীবনের বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা` - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘অভিনয় জীবনের বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা` - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৩, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

‘অভিনয় জীবনের বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা`

অনলাইন নিউজ:  ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’সিনেমা দিয়ে রুপালি পর্দায় তার অভিষেক হয়। একে একে অভিনয় করেছেন ৫০ টিরও বেশি নাটক। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসবেও দর্শকরা তাকে পর্দায় পেয়েছে। দেখতে দেখতে রাইমা ইসলাম শিমু চলচ্চিত্র ও নাটকের ক্যারিয়ার এক দশকের দোরগাড়ায়।

তিনি বাংলাদেশের অনেক গুনী পরিচালকের সাথে কাজ করেছে। মরহুম চাষী নজরুল ইসলাম, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, এ জে রানা,শরিফুদ্দিন খান দ্বীপু, এনায়েত করিম, শবনম পারভীন, এছাড়া অভিনয় করেছেন
বর্তমান সময়ের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান,চিত্রনায়ক রিয়াজ,অমিত হাসান,বাপ্পারাজ,জাহিদ হাসান ও মোশারফ করিম সহ- অনেক গুণী অভিনেতা দের সাথে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,‘দীর্ঘ এই ক্যারিয়ারে মানুষের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। বিশেষ করে আমার ওস্তাদ জাহাঙ্গীর আলম ও আরও বেশ কয়েকজন আছেন, যাদের সহযোগিতা না পেলে এতদূর আসতে পারতাম না।
এছাড়া অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা।’l

রাইমা ইসলাম শিমুঃ তিনি বলেন এছাড়া,আরো বেশ ক’জন নাট্যনির্দেশকের নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শিমু। বলেন আমি যেন আমার অভিনয়ের জন্য মানুষ আমাকে মনে রাখেন। সামনে আমার অনেক সময়। এই সময়টাকে অভিনয়ে নিজেকে গড়ে তুলতে চাই। চাই সবার সহযোগিতা।

এ ছাড়া নতুন ধারাবাহিক নাটকে কাজ করছেন।
“ফ্যামিলি ক্রাইসিস” সাম্প্রতিক কাজ এবং অন্য বিষয় নিয়ে সিলেট ভূমি মুখোমুখি হয়েছিলেন শিমু।

এই গুণী অভিনেত্রী সর্বমোট ২৩ সিনেমাতে অভিনয় করে সবার কাছে অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

কোন কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ। বরং ভাবুন এটা আপনার জীবনের একটা ‘কমা’ মানে স্বল্প বিরতি, ‘ফুলস্টপ’ বা শেষ নয়। তাই তার সাফল্য জীবনে অভিনেত্রী হিসেবে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে উঠুক এই কামনা করি।সূত্র:সিলেট ভুমি

দৈনিক বরিশাল ২৪

‘অভিনয় জীবনের বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা`

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ

অনলাইন নিউজ:  ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’সিনেমা দিয়ে রুপালি পর্দায় তার অভিষেক হয়। একে একে অভিনয় করেছেন ৫০ টিরও বেশি নাটক। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসবেও দর্শকরা তাকে পর্দায় পেয়েছে। দেখতে দেখতে রাইমা ইসলাম শিমু চলচ্চিত্র ও নাটকের ক্যারিয়ার এক দশকের দোরগাড়ায়।

তিনি বাংলাদেশের অনেক গুনী পরিচালকের সাথে কাজ করেছে। মরহুম চাষী নজরুল ইসলাম, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, এ জে রানা,শরিফুদ্দিন খান দ্বীপু, এনায়েত করিম, শবনম পারভীন, এছাড়া অভিনয় করেছেন
বর্তমান সময়ের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান,চিত্রনায়ক রিয়াজ,অমিত হাসান,বাপ্পারাজ,জাহিদ হাসান ও মোশারফ করিম সহ- অনেক গুণী অভিনেতা দের সাথে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,‘দীর্ঘ এই ক্যারিয়ারে মানুষের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। বিশেষ করে আমার ওস্তাদ জাহাঙ্গীর আলম ও আরও বেশ কয়েকজন আছেন, যাদের সহযোগিতা না পেলে এতদূর আসতে পারতাম না।
এছাড়া অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা।’l

রাইমা ইসলাম শিমুঃ তিনি বলেন এছাড়া,আরো বেশ ক’জন নাট্যনির্দেশকের নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শিমু। বলেন আমি যেন আমার অভিনয়ের জন্য মানুষ আমাকে মনে রাখেন। সামনে আমার অনেক সময়। এই সময়টাকে অভিনয়ে নিজেকে গড়ে তুলতে চাই। চাই সবার সহযোগিতা।

এ ছাড়া নতুন ধারাবাহিক নাটকে কাজ করছেন।
“ফ্যামিলি ক্রাইসিস” সাম্প্রতিক কাজ এবং অন্য বিষয় নিয়ে সিলেট ভূমি মুখোমুখি হয়েছিলেন শিমু।

এই গুণী অভিনেত্রী সর্বমোট ২৩ সিনেমাতে অভিনয় করে সবার কাছে অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

কোন কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ। বরং ভাবুন এটা আপনার জীবনের একটা ‘কমা’ মানে স্বল্প বিরতি, ‘ফুলস্টপ’ বা শেষ নয়। তাই তার সাফল্য জীবনে অভিনেত্রী হিসেবে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে উঠুক এই কামনা করি।সূত্র:সিলেট ভুমি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত