নবীগঞ্জে রিকশা চালকের সততা, যাত্রীর ফেলে যাওয়া আড়াই লক্ষ টাকা ফেরত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নবীগঞ্জে রিকশা চালকের সততা, যাত্রীর ফেলে যাওয়া আড়াই লক্ষ টাকা ফেরত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৪, ২০২০ ১১:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

নবীগঞ্জে রিকশা চালকের সততা, যাত্রীর ফেলে যাওয়া আড়াই লক্ষ টাকা ফেরত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি: বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়,গরিব রিকশা চালক নাজমুলের। তবু সততার পথ থেকে সরতে নারাজ এই তরুণ রিকশাচালক। প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন হাতে পেয়েও ফিরিয়ে দিলেন তিনি।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে।টাকার মালিক, উপজেলার কাজীগঞ্জ বাজারের বাসিন্দা। জানা যায়,ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক পেসিঞ্জারকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দিয়ে আসার পথে তার রিক্সার সিটে পড়ে থাকা একটা সপিং বেগ দেখতে পায় নাজমুল। ব্যাগটি খুলে টাকাও দামী মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান তিনি।

তাৎক্ষনিক সে আরেকটা ড়্রাইবারের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলম এর কাছে নিয়ে আসলে মোবাইল ফোনের সুত্রে ব্যাগের মালিককে ফোন দেন তিনি।টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যাক্তি কে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন।পরে মোবাইল ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়।

এসময় ব্যাগ মালিক অনেকের উপস্থিতে নিজ টাকা বুঝিয়া পাইয়া,আল্লাহর শুকরিয়া জানিয়ে,লোভ লালসা হীন, মানবতার সাক্ষী,এই চালকে ২৫০০ টাকা প্রায় জুড় করেই তাদের পকেটে ডুকিয়ে দেন ও রিক্সা চালক নামুলকে উক্ত টাকার মালিক খুশি হয়ে নতুন একটা মোবাইল ফোন উপহার দেন এবং উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। এমন উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলা চালক রিফন মিয়ার ছেলে রিকশা চালক নাজমুল হোসেন।

রিকশা চালক নাজমুল হোসেন বলেন,নিজে কষ্ট করে রোজগার করে খাব তবুও অন্যের সম্পত্তি বা টাকার লোভ লাসনা নেই আমার।আমি গরিব যেখাবে জীবন-যাপন করতেছি এতে আল্লাহর কাছে শুকরিয়া সেই সাথে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সত্যতার সাথে সারা জীবন তাকতে পারি।রিকশায় ফেলে যাওয়া টাকাগুলো তিনি মালিককে ফেরত দিতে পেরে অনেক খুশি।

দৈনিক বরিশাল ২৪

নবীগঞ্জে রিকশা চালকের সততা, যাত্রীর ফেলে যাওয়া আড়াই লক্ষ টাকা ফেরত

শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২০ ১১:৪২ অপরাহ্ণ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি: বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়,গরিব রিকশা চালক নাজমুলের। তবু সততার পথ থেকে সরতে নারাজ এই তরুণ রিকশাচালক। প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন হাতে পেয়েও ফিরিয়ে দিলেন তিনি।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে।টাকার মালিক, উপজেলার কাজীগঞ্জ বাজারের বাসিন্দা। জানা যায়,ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক পেসিঞ্জারকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দিয়ে আসার পথে তার রিক্সার সিটে পড়ে থাকা একটা সপিং বেগ দেখতে পায় নাজমুল। ব্যাগটি খুলে টাকাও দামী মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান তিনি।

তাৎক্ষনিক সে আরেকটা ড়্রাইবারের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলম এর কাছে নিয়ে আসলে মোবাইল ফোনের সুত্রে ব্যাগের মালিককে ফোন দেন তিনি।টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যাক্তি কে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন।পরে মোবাইল ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়।

এসময় ব্যাগ মালিক অনেকের উপস্থিতে নিজ টাকা বুঝিয়া পাইয়া,আল্লাহর শুকরিয়া জানিয়ে,লোভ লালসা হীন, মানবতার সাক্ষী,এই চালকে ২৫০০ টাকা প্রায় জুড় করেই তাদের পকেটে ডুকিয়ে দেন ও রিক্সা চালক নামুলকে উক্ত টাকার মালিক খুশি হয়ে নতুন একটা মোবাইল ফোন উপহার দেন এবং উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। এমন উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলা চালক রিফন মিয়ার ছেলে রিকশা চালক নাজমুল হোসেন।

রিকশা চালক নাজমুল হোসেন বলেন,নিজে কষ্ট করে রোজগার করে খাব তবুও অন্যের সম্পত্তি বা টাকার লোভ লাসনা নেই আমার।আমি গরিব যেখাবে জীবন-যাপন করতেছি এতে আল্লাহর কাছে শুকরিয়া সেই সাথে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সত্যতার সাথে সারা জীবন তাকতে পারি।রিকশায় ফেলে যাওয়া টাকাগুলো তিনি মালিককে ফেরত দিতে পেরে অনেক খুশি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত