মাদকের ভয়াল থাবা শার্শা-বেনাপোল সীমান্তে ২৬ দিনে শিশুসহ আটক ৪০ জন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাদকের ভয়াল থাবা শার্শা-বেনাপোল সীমান্তে ২৬ দিনে শিশুসহ আটক ৪০ জন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২২, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

মাদকের ভয়াল থাবা শার্শা-বেনাপোল সীমান্তে ২৬ দিনে শিশুসহ আটক ৪০ জন

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধি: মাদক সহ সব ধরনের চোরাচালানের জন্য যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত দেশি কিংবা আন্তরর্জাতিক চোরাকারবারীদের কাছে আলাদা কদর রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই সীমান্তকে চোরাকারবারীরা ন্ধিসঢ়;রাপদ রুট হিসাবে ব্যবহার করেআসছে।

ক্রমেই মাদকের ভয়াল থাবা গ্রাস করে চলেছে শার্শা-বেনাপোলকে। দিন দিন মাদকের প্রোকপ বেড়েই চলেছে এ সীমান্তএলাকায়। বিজিবি ও পুলিশের কড়া নজরদারির পরও নিত্য নতুনকৌশলে মাদক ব্যবসায়ীরা তাদের মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর মাদকের গডফাদাররা তাদের ব্যবসার কৌশল হিসাবে নারী-পুরুষও শিশুদের ব্যবহার করছে অহরহ।

অনেক মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটক হলে, পরে তারা বহনকারীহয়ে যায়।ফলে সহজে জেল হাজত বেরিয়ে আসে। আবার শুরু করেসেই পুরণো পেশা। আর মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরেথাকে সব সময়।

পুলিশ ,বিজিবি’র অব্যহত অভিযানের ফলেওথামানো যাচ্ছে না মাদক চোরাকারবারীদের।বিজিবি ও পুলিশের এক পরিসংখ্যান থেকে জানা গেছে গত ২৬দিনে শার্শা-বেনাপোল সীমান্তে বিভিন্ন ধরনের মাদকসহ ৪০জন নারী-পুরুষ ও শিশু আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতেআটক হয়েছে ।

বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন কমিশন বেনাপোল পৌর শাখারসভাপতি মহসিন মিলন বলেন, বেনাপোল ও র্শাশা সীমান্তচোরাকারবারীদের কাছে চোরাচালানের জন্য নিরাপদ রুট হিসাবে দীর্ঘ দিন ব্যবহার হয়ে আসছে। বিজিবি ও পুলিশের একার পক্ষেমাদক পাচার বন্ধ করা সম্ভব হবেনা।

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। মাদকেরবিরুদ্ধে আইন শৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন বাহিনীর অভিযানঅব্যহত রাখার আহবান জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁনজানান,মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স দেখানো হচ্ছে। মাদকচোরাকারবারীদের কোন ছাড় নেই। যেখানে মাদক সেখানে পুলিশএ শ্লোগান নিয়ে সীমান্ত জুড়ে পুলিশ কাজ করে যাচ্ছে।সীমান্তে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধেঅভিযান অব্যহত থাকবে।

দৈনিক বরিশাল ২৪

মাদকের ভয়াল থাবা শার্শা-বেনাপোল সীমান্তে ২৬ দিনে শিশুসহ আটক ৪০ জন

মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২০ ১১:৫৩ অপরাহ্ণ

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধি: মাদক সহ সব ধরনের চোরাচালানের জন্য যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত দেশি কিংবা আন্তরর্জাতিক চোরাকারবারীদের কাছে আলাদা কদর রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই সীমান্তকে চোরাকারবারীরা ন্ধিসঢ়;রাপদ রুট হিসাবে ব্যবহার করেআসছে।

ক্রমেই মাদকের ভয়াল থাবা গ্রাস করে চলেছে শার্শা-বেনাপোলকে। দিন দিন মাদকের প্রোকপ বেড়েই চলেছে এ সীমান্তএলাকায়। বিজিবি ও পুলিশের কড়া নজরদারির পরও নিত্য নতুনকৌশলে মাদক ব্যবসায়ীরা তাদের মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর মাদকের গডফাদাররা তাদের ব্যবসার কৌশল হিসাবে নারী-পুরুষও শিশুদের ব্যবহার করছে অহরহ।

অনেক মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটক হলে, পরে তারা বহনকারীহয়ে যায়।ফলে সহজে জেল হাজত বেরিয়ে আসে। আবার শুরু করেসেই পুরণো পেশা। আর মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরেথাকে সব সময়।

পুলিশ ,বিজিবি’র অব্যহত অভিযানের ফলেওথামানো যাচ্ছে না মাদক চোরাকারবারীদের।বিজিবি ও পুলিশের এক পরিসংখ্যান থেকে জানা গেছে গত ২৬দিনে শার্শা-বেনাপোল সীমান্তে বিভিন্ন ধরনের মাদকসহ ৪০জন নারী-পুরুষ ও শিশু আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতেআটক হয়েছে ।

বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন কমিশন বেনাপোল পৌর শাখারসভাপতি মহসিন মিলন বলেন, বেনাপোল ও র্শাশা সীমান্তচোরাকারবারীদের কাছে চোরাচালানের জন্য নিরাপদ রুট হিসাবে দীর্ঘ দিন ব্যবহার হয়ে আসছে। বিজিবি ও পুলিশের একার পক্ষেমাদক পাচার বন্ধ করা সম্ভব হবেনা।

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। মাদকেরবিরুদ্ধে আইন শৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন বাহিনীর অভিযানঅব্যহত রাখার আহবান জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁনজানান,মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স দেখানো হচ্ছে। মাদকচোরাকারবারীদের কোন ছাড় নেই। যেখানে মাদক সেখানে পুলিশএ শ্লোগান নিয়ে সীমান্ত জুড়ে পুলিশ কাজ করে যাচ্ছে।সীমান্তে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধেঅভিযান অব্যহত থাকবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত