বাকেরগন্জে ফেরী উদ্বোধন করলেন জাতীয় পার্টির সংসদ সদস্য রতনা আমিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাকেরগন্জে ফেরী উদ্বোধন করলেন জাতীয় পার্টির সংসদ সদস্য রতনা আমিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২০ ১:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাকেরগন্জে ফেরী উদ্বোধন করলেন জাতীয় পার্টির সংসদ সদস্য রতনা আমিন

এস এম নওরোজ হীরা, বাকেরগজ্ঞ থেকে: বাকেরগন্জের দাড়িয়াল ইউনিয়নে কাটাদিয়া নদীর উপর ফেরী চলা চলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল – ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনাআমিন।
এসময় উপস্হিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভুমি) মোঃ তরিকুল ইসলাম, বাকেরগন্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, সওজের বরিশাল জেলার প্রকৌশলী মোঃ মাসুদ খান,দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জব্বার বাবুল, বরিশাল জেলা পরিষদের সদস্য ও দাড়িয়াল ইউনিয়নের আওমীলীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, শর্শী তদন্ত কেন্দ্রের ইনচাূজ ইন্সপেক্টর জুবায়ের হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মানিক হোসেন হাওলাদার,এ্যাড মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহম্মেদ সবুজ, দপ্তর সম্পাদকঅধ্যাপক বিপ্লব মিএ, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম,ফরিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম নওরোজ হীরা, বাকেগন্জ বাসমালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
চরামদ্দি এবং দাড়িয়াল ইউনিয়নের জনগনের দীর্ঘ দিনের দাবী পুরন করলেন এম পি রতনা আমিন ফেরী উদ্বোধনের মাধ্যমে। বিকেল ৪টা ৩০ মিনিটে রতনা আমিনের গাড়ী বহর কাটাদিয়া এসে পৌছিলে চরামদ্দি ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ রতনা আমিনকে স্বাগত জানান। এ সময় সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপ স্হিত ছিলেন। রতনা আমিন গাড়ী থেকে নেমে পায়ে হেটে ফেরীতে ওঠেন। এ সময় ফেরীর দুপাশে সারিবদ্ধভাবে দাড়িয়েথাকা জনগন হাত নেড়ে এম পি রতনা আমিনকে স্বাগত জানান। লাল ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর রতনা আমিন নাম ফলক উম্মোচন করেন। এরপর ২৭মিনিট এম পি রতনা আমিন উপস্হিত জনতার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং যত দ্রুত সম্ভব সমাধান করার আশ্বাস দেন।
কাটাদিয়া ফেরী ঘাট থেকে কামারখালী হয়ে মধুকাঠি আলফুন্নেছা মহিলা দাখিল মাদারাসায় শতাধিক মটর সাইকেল শোভাযাত্রা সহকারে এম পি রতনা আমিনকে মাদরাসা স্হলে নিয়ে আসা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন দাড়িয়ালের কৃতি সন্তান জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এড বসির আহমেদ সবুজ। কাটাদিয়া থেকে কামার খালী হয়ে মধুকাঠি পর্যন্ত রাস্তার দুই পার্শ্বেরংবেরং এর ব্যানার এবং ফেষ্টুন শোভা পাচ্ছিল।যাতে এম পি রতনা আমিন এবং বসির আহমেদ সবুজের ছবি শোভা পাচ্ছিল। আলফুন্নেছা মাদরাসায় এম পি রতনা আমিন পৌছিলে মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা রতনা আমিনকে ফুল দিয়ে সরবাগত জানান।
আশ্বিনের বৃষ্টিস্নাত বিকেলটি চিরস্মরনীয় হয়ে থাকবে চরামদ্দি এবং দাড়িয়াল বাসীর জন্য। তারা এমপি রতনা আমিনের ভুয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
দৈনিক বরিশাল ২৪

বাকেরগন্জে ফেরী উদ্বোধন করলেন জাতীয় পার্টির সংসদ সদস্য রতনা আমিন

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২০ ১:৫৭ পূর্বাহ্ণ
এস এম নওরোজ হীরা, বাকেরগজ্ঞ থেকে: বাকেরগন্জের দাড়িয়াল ইউনিয়নে কাটাদিয়া নদীর উপর ফেরী চলা চলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল – ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনাআমিন।
এসময় উপস্হিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভুমি) মোঃ তরিকুল ইসলাম, বাকেরগন্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, সওজের বরিশাল জেলার প্রকৌশলী মোঃ মাসুদ খান,দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জব্বার বাবুল, বরিশাল জেলা পরিষদের সদস্য ও দাড়িয়াল ইউনিয়নের আওমীলীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, শর্শী তদন্ত কেন্দ্রের ইনচাূজ ইন্সপেক্টর জুবায়ের হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মানিক হোসেন হাওলাদার,এ্যাড মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহম্মেদ সবুজ, দপ্তর সম্পাদকঅধ্যাপক বিপ্লব মিএ, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম,ফরিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম নওরোজ হীরা, বাকেগন্জ বাসমালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
চরামদ্দি এবং দাড়িয়াল ইউনিয়নের জনগনের দীর্ঘ দিনের দাবী পুরন করলেন এম পি রতনা আমিন ফেরী উদ্বোধনের মাধ্যমে। বিকেল ৪টা ৩০ মিনিটে রতনা আমিনের গাড়ী বহর কাটাদিয়া এসে পৌছিলে চরামদ্দি ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ রতনা আমিনকে স্বাগত জানান। এ সময় সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপ স্হিত ছিলেন। রতনা আমিন গাড়ী থেকে নেমে পায়ে হেটে ফেরীতে ওঠেন। এ সময় ফেরীর দুপাশে সারিবদ্ধভাবে দাড়িয়েথাকা জনগন হাত নেড়ে এম পি রতনা আমিনকে স্বাগত জানান। লাল ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর রতনা আমিন নাম ফলক উম্মোচন করেন। এরপর ২৭মিনিট এম পি রতনা আমিন উপস্হিত জনতার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং যত দ্রুত সম্ভব সমাধান করার আশ্বাস দেন।
কাটাদিয়া ফেরী ঘাট থেকে কামারখালী হয়ে মধুকাঠি আলফুন্নেছা মহিলা দাখিল মাদারাসায় শতাধিক মটর সাইকেল শোভাযাত্রা সহকারে এম পি রতনা আমিনকে মাদরাসা স্হলে নিয়ে আসা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন দাড়িয়ালের কৃতি সন্তান জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এড বসির আহমেদ সবুজ। কাটাদিয়া থেকে কামার খালী হয়ে মধুকাঠি পর্যন্ত রাস্তার দুই পার্শ্বেরংবেরং এর ব্যানার এবং ফেষ্টুন শোভা পাচ্ছিল।যাতে এম পি রতনা আমিন এবং বসির আহমেদ সবুজের ছবি শোভা পাচ্ছিল। আলফুন্নেছা মাদরাসায় এম পি রতনা আমিন পৌছিলে মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা রতনা আমিনকে ফুল দিয়ে সরবাগত জানান।
আশ্বিনের বৃষ্টিস্নাত বিকেলটি চিরস্মরনীয় হয়ে থাকবে চরামদ্দি এবং দাড়িয়াল বাসীর জন্য। তারা এমপি রতনা আমিনের ভুয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত