ওমান প্রবাসীর সাথে সালমার প্রেম,অত:পর তিন লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ওমান প্রবাসীর সাথে সালমার প্রেম,অত:পর তিন লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৩, ২০২০ ৩:০২ পূর্বাহ্ণ
A- A A+ Print

ওমান প্রবাসীর সাথে সালমার প্রেম,অত:পর তিন লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক

সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকে: সালমা। ভাগ্যবদলের জন্য পিরোজপুরের হতভাগা এই কিশোরী স্বজনদের ছেড়ে গৃহপরিচারিকার ভিষায় গত চার বছর আগে ওমান চলে যায়। ওমানের ভূলুচ চর শেহনাজ এ তার জায়গা হয়। কাজ করার এক পর্যায় সেখানে অবস্থান করা বিপুল নামের এক যুবকের সাথে সালমার পরিচয়। তারপর হয় প্রেম। সালমার প্রেমে আসক্ত হওয়া যুবকের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের কুরিয়ার চর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের তমিজ উদ্দিন এর পুত্র বিপুল।
কথা ছিলো সালমার প্রেমের মুল্য দিবে বিপুল। সালমার পাশাপাশি তাঁর ভাইকেও প্রতিষ্ঠিত করে দিবে প্রবাসী প্রেমিক বিপুল। প্রেমে মানেনা কোন বাঁধা! বিপুল এর বেলায়ও তাই হলো। দেশে ফিরে আনুষ্ঠানিক বিয়ের কথা থাকলেও বিপুল অপেক্ষা করতে পারেনি। সালমার সরলতার সুযোগ নিয়ে বিপুল পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে একজন আরেক জনকে স্বামি স্ত্রী রুপে ঘোষনা করে।  এবং দেশে এসেই বিয়ে করবে শপথ নেয় দুজনেই।
এরপর বিপুল ওসালমার মধ্যে এক বছরেরও অধিক সময় শারীরীক সম্পর্কও গড়ে ওঠে। সালমার সরলতার সুযোগে বিপুল নতুন ফন্ধি আঁটে। বিপুল তাঁর ছোট ভাইকে ওমান নিয়ে আসবে বলে সালমার কাছ থেকে প্রায় তিনলক্ষ টাকা নিয়ে নেয়। আস্থা বিশ্বাস মরে গেছে তাকি সালমা ভেবেছিলো? না। যা হবার হলো। করোনার কবলে বিপুলের ভাই আসতে পারে নি। আর সালমার কাছ থেকে নেয়া টাকাও বিপুল সালমাকে ফেরত দেয় নি।
বিপুল হঠাত তার সিম পাল্টে ফেলেছে। যোগাযোগ বন্ধ করে দিয়েছে সরলসোজা সালমার সাথে। কি ভয়ংকর প্রতারণার কবলে সালমা। বিপুল যোগাযোগ বন্ধ করে দিলেও সালমার কাছে বিপুলের এসব কারসাজির সব ডকুমেন্টারি অডিও রেকর্ড সংরক্ষণ করা আছে বলে জানাগেছে। বিপুল ওমানের লেওয়াতে কনসংট্রাকশনের লেবারের কাজ করে।
বিষয়টি সালমার কফিল জানার পরে সালমাকে এখন বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে ৷ আগামি ২৪ তারিখ সালমার করনা পরিক্ষা করতে মেডিকেল নিবে। সালমা সিএমপির মানবিক পুলিশ ইউনিট পেইজ থেকে মানবিক পুলিশ শওকত হোসেন এর মোবাইল নম্বর সংগ্রহ করে উল্লেখিত সমস্যাটি অবগত করে।
এ অবস্থায় মানবিক পুলিশ সিএমপির পক্ষ থেকে শওকত হোসেন প্রবাসীদের নিকট প্রতারনার শিকার সালমার উপকারে আসার জন্য ওমান প্রবাসীদের সহযোগীতা করার আহবান জানিয়ে বলেন, সালমার মত কিশোরীকে সর্বসান্ত করে বিপুল যাতে আরেকটি মেয়ের দিকে হাত বাড়াতে না পারে এজন্য ওমান প্রবাসিরা এগিয়ে আসুন। বিপুল এর খোঁজ পেলে দুজনের মধ্যে কোন সমাধান করা যায় কিনা এমন উদ্যোগ নিতে সকলের সহযোগীতা প্রয়োজন। সালমার সাথে যোগাযোগের নাম্বার —90227158
মেয়েটিকে বাংলাদেশিরা পোষ্টটি শেয়ার করে তাকে চিহ্নিত করে সঠিক সমাধানের ব্যাবস্থা নিতে অনুরোধ করা হলো ৷ 
দৈনিক বরিশাল ২৪

ওমান প্রবাসীর সাথে সালমার প্রেম,অত:পর তিন লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২০ ৩:০২ পূর্বাহ্ণ
সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকে: সালমা। ভাগ্যবদলের জন্য পিরোজপুরের হতভাগা এই কিশোরী স্বজনদের ছেড়ে গৃহপরিচারিকার ভিষায় গত চার বছর আগে ওমান চলে যায়। ওমানের ভূলুচ চর শেহনাজ এ তার জায়গা হয়। কাজ করার এক পর্যায় সেখানে অবস্থান করা বিপুল নামের এক যুবকের সাথে সালমার পরিচয়। তারপর হয় প্রেম। সালমার প্রেমে আসক্ত হওয়া যুবকের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের কুরিয়ার চর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের তমিজ উদ্দিন এর পুত্র বিপুল।
কথা ছিলো সালমার প্রেমের মুল্য দিবে বিপুল। সালমার পাশাপাশি তাঁর ভাইকেও প্রতিষ্ঠিত করে দিবে প্রবাসী প্রেমিক বিপুল। প্রেমে মানেনা কোন বাঁধা! বিপুল এর বেলায়ও তাই হলো। দেশে ফিরে আনুষ্ঠানিক বিয়ের কথা থাকলেও বিপুল অপেক্ষা করতে পারেনি। সালমার সরলতার সুযোগ নিয়ে বিপুল পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে একজন আরেক জনকে স্বামি স্ত্রী রুপে ঘোষনা করে।  এবং দেশে এসেই বিয়ে করবে শপথ নেয় দুজনেই।
এরপর বিপুল ওসালমার মধ্যে এক বছরেরও অধিক সময় শারীরীক সম্পর্কও গড়ে ওঠে। সালমার সরলতার সুযোগে বিপুল নতুন ফন্ধি আঁটে। বিপুল তাঁর ছোট ভাইকে ওমান নিয়ে আসবে বলে সালমার কাছ থেকে প্রায় তিনলক্ষ টাকা নিয়ে নেয়। আস্থা বিশ্বাস মরে গেছে তাকি সালমা ভেবেছিলো? না। যা হবার হলো। করোনার কবলে বিপুলের ভাই আসতে পারে নি। আর সালমার কাছ থেকে নেয়া টাকাও বিপুল সালমাকে ফেরত দেয় নি।
বিপুল হঠাত তার সিম পাল্টে ফেলেছে। যোগাযোগ বন্ধ করে দিয়েছে সরলসোজা সালমার সাথে। কি ভয়ংকর প্রতারণার কবলে সালমা। বিপুল যোগাযোগ বন্ধ করে দিলেও সালমার কাছে বিপুলের এসব কারসাজির সব ডকুমেন্টারি অডিও রেকর্ড সংরক্ষণ করা আছে বলে জানাগেছে। বিপুল ওমানের লেওয়াতে কনসংট্রাকশনের লেবারের কাজ করে।
বিষয়টি সালমার কফিল জানার পরে সালমাকে এখন বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে ৷ আগামি ২৪ তারিখ সালমার করনা পরিক্ষা করতে মেডিকেল নিবে। সালমা সিএমপির মানবিক পুলিশ ইউনিট পেইজ থেকে মানবিক পুলিশ শওকত হোসেন এর মোবাইল নম্বর সংগ্রহ করে উল্লেখিত সমস্যাটি অবগত করে।
এ অবস্থায় মানবিক পুলিশ সিএমপির পক্ষ থেকে শওকত হোসেন প্রবাসীদের নিকট প্রতারনার শিকার সালমার উপকারে আসার জন্য ওমান প্রবাসীদের সহযোগীতা করার আহবান জানিয়ে বলেন, সালমার মত কিশোরীকে সর্বসান্ত করে বিপুল যাতে আরেকটি মেয়ের দিকে হাত বাড়াতে না পারে এজন্য ওমান প্রবাসিরা এগিয়ে আসুন। বিপুল এর খোঁজ পেলে দুজনের মধ্যে কোন সমাধান করা যায় কিনা এমন উদ্যোগ নিতে সকলের সহযোগীতা প্রয়োজন। সালমার সাথে যোগাযোগের নাম্বার —90227158
মেয়েটিকে বাংলাদেশিরা পোষ্টটি শেয়ার করে তাকে চিহ্নিত করে সঠিক সমাধানের ব্যাবস্থা নিতে অনুরোধ করা হলো ৷ 
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত