আগৈলঝাড়ায় বিয়ের ৬ দিন পরই স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেলো স্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় বিয়ের ৬ দিন পরই স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেলো স্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০১, ২০২০ ১:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় বিয়ের ৬ দিন পরই স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেলো স্ত্রী

অনলাইন নিউজ: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে ছেড়ে নাছের হাওলাদার নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন নুপুর আক্তার নামের এক গৃহবধূ। তবে পালিয়ে বিয়ে করার ছয় দিন পর তার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নুপুর পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নাছের।

এদিকে, নাছেরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন নুপুরের মা রাশিদা বেগম। মামলা হওয়ায় পুলিশের ভয়ে বর্তমানে এলাকা ছাড়া ওই যুবক।

জানা গেছে, উপজেলার বাহাদুরপুর (মাগুড়া) এালাকার এমদাত হাওলাদারের ছেলে নাছের হাওলাদার ঘোশের হাট বাজারে মোবাইল মেরামত করতে গেলে ওই দোকানে বসে পগৌরনদী উপজেলার বাকাই (ইছাগুড়ি) এলাকার আবুল বাসারের স্ত্রী নুপুরের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে প্রথমে মোবাইলে কথা হয়, পরে ইমোতে তারা ছবি আদান-প্রদান করেন। একপর্যায়ে তারা দুজন পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

চার মাস প্রেম করার পর গত ১১ অক্টোবর নুপুর আক্তার তার প্রথম স্বামী আবুল বাসারকে তালাক দিয়ে নাছেরের সঙ্গে পালিয়ে যান। পরের দিন ১২ অক্টোবর শরিয়তপুর জেলার পালং ইউনিয়ন বিবাহ রেজিষ্ট্রার কাজী মাওলানা মো. আবুল হাসান শেখের কাছে বিবাহ রেজিস্ট্রি করে বিয়ে করেন নাছের ও নুপুর।

বিয়ের পর ছয়দিন সংসার করে গত ১৮ অক্টোবর নাছেরের নগদ ৭৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি ওজনের একটি স্বর্ণের গহনা নিয়ে নুপুর আক্তার পালিয়ে গৌরনদীতে তার মায়ের কাছে চলে আসেন। ওই দিনই নুপুরের মা রাশিদা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তাং ১৮/১০/২০ইং। ওই মামলায় পুলিশের ভয়ে এলাকা ছাড়া হয়ে পালতক রয়েছে নাছের।

এ ঘটনায় নাছের মুঠোফোনে বলেন, ‘ভালোবাসার নামে ছলনা করে আমাকে বিয়ে করে নুপুর আমার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পলিয়েছে। নুপুরের মা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে, যাতে আমি টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত না নিতে পারি। আমি নুপুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

মামলার বাদী রাশিদা বেগম বলেন, ‘নাছের আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। ছয় দিন পর সেখান থেকে নুপুর পালিয়ে এসে জানানোর পর গৌরনদী মডেল থানায় মামলা করা হয়েছে। বর্তমানে আমার মেয়ে তার স্বামী আবুল বাসারের কাছে ঢাকায় রয়েছে।’

নাছেরের টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে মেয়ের পালানোর অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে রাশিদা বেগম জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং এ বিষয়ে তিনি কথা বলতে চান না।

মামলা তদন্তকারী কর্মকর্তা, গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাশিদা বেগম নামের এক নারী তার মেয়েকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।সূত্র:আমাদের সময়

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় বিয়ের ৬ দিন পরই স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেলো স্ত্রী

রবিবার, নভেম্বর ১, ২০২০ ১:২২ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে ছেড়ে নাছের হাওলাদার নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন নুপুর আক্তার নামের এক গৃহবধূ। তবে পালিয়ে বিয়ে করার ছয় দিন পর তার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নুপুর পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নাছের।

এদিকে, নাছেরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন নুপুরের মা রাশিদা বেগম। মামলা হওয়ায় পুলিশের ভয়ে বর্তমানে এলাকা ছাড়া ওই যুবক।

জানা গেছে, উপজেলার বাহাদুরপুর (মাগুড়া) এালাকার এমদাত হাওলাদারের ছেলে নাছের হাওলাদার ঘোশের হাট বাজারে মোবাইল মেরামত করতে গেলে ওই দোকানে বসে পগৌরনদী উপজেলার বাকাই (ইছাগুড়ি) এলাকার আবুল বাসারের স্ত্রী নুপুরের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে প্রথমে মোবাইলে কথা হয়, পরে ইমোতে তারা ছবি আদান-প্রদান করেন। একপর্যায়ে তারা দুজন পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

চার মাস প্রেম করার পর গত ১১ অক্টোবর নুপুর আক্তার তার প্রথম স্বামী আবুল বাসারকে তালাক দিয়ে নাছেরের সঙ্গে পালিয়ে যান। পরের দিন ১২ অক্টোবর শরিয়তপুর জেলার পালং ইউনিয়ন বিবাহ রেজিষ্ট্রার কাজী মাওলানা মো. আবুল হাসান শেখের কাছে বিবাহ রেজিস্ট্রি করে বিয়ে করেন নাছের ও নুপুর।

বিয়ের পর ছয়দিন সংসার করে গত ১৮ অক্টোবর নাছেরের নগদ ৭৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি ওজনের একটি স্বর্ণের গহনা নিয়ে নুপুর আক্তার পালিয়ে গৌরনদীতে তার মায়ের কাছে চলে আসেন। ওই দিনই নুপুরের মা রাশিদা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তাং ১৮/১০/২০ইং। ওই মামলায় পুলিশের ভয়ে এলাকা ছাড়া হয়ে পালতক রয়েছে নাছের।

এ ঘটনায় নাছের মুঠোফোনে বলেন, ‘ভালোবাসার নামে ছলনা করে আমাকে বিয়ে করে নুপুর আমার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পলিয়েছে। নুপুরের মা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে, যাতে আমি টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত না নিতে পারি। আমি নুপুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

মামলার বাদী রাশিদা বেগম বলেন, ‘নাছের আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। ছয় দিন পর সেখান থেকে নুপুর পালিয়ে এসে জানানোর পর গৌরনদী মডেল থানায় মামলা করা হয়েছে। বর্তমানে আমার মেয়ে তার স্বামী আবুল বাসারের কাছে ঢাকায় রয়েছে।’

নাছেরের টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে মেয়ের পালানোর অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে রাশিদা বেগম জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং এ বিষয়ে তিনি কথা বলতে চান না।

মামলা তদন্তকারী কর্মকর্তা, গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাশিদা বেগম নামের এক নারী তার মেয়েকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।সূত্র:আমাদের সময়

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে জাপায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান   স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব   একই বাগানে আম আঙুর চাষ করে সফল হাসেম আলী   ৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’   সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ পদ ফাঁকা   ভুল ট্রেনে করে ঢাকায়, রান্নাঘরে ৭ বছরের বন্দিজীবন শেষে মুক্ত অঞ্জনা   লাঙ্গল মার্কায় ভোট দিলে বরিশালে কেউ অবহেলিত থাকবেনাঃ ইসমত আরা ইকবাল   ঢাকায় বিদেশী বিনিয়োগকারীদের সাথে তাপসের বৈঠক, বরিশালেও বিনিয়োগের সম্ভাবনা   পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্যঃ ইউএনও   ভারতে গুণীজন সংবর্ধনা পেলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন ইসলাম   স্বামীর পক্ষে আইনজীবীদের কাছে ভোট চাইলেন ইসমত আরা ইকবাল   বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের নতুন কমিটির সভাপতি সানী, সম্পাদক হলেন জিহাদ রানা   বরিশাল সিটি নির্বাচনে প্রচারণায় ফুরফুরে মেজাজে জাপা প্রার্থী তাপস   বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস   শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করলেন তাপস, ছবি ভাসছে ফেসবুকে   নায়ক ফারুকের আসনে উপনির্বাচনে আলোচনায় আজমত উল্লা   আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস   গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ   বরিশালের সাধারণ মানুষই আমার বড় শক্তিঃ মেয়রপ্রার্থী তাপস   ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের