'লীগের' নাম ব্যবহার করে অনেকেই জাতে ওঠার বৃথা চেষ্টা করছেঃ তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪'লীগের' নাম ব্যবহার করে অনেকেই জাতে ওঠার বৃথা চেষ্টা করছেঃ তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৫, ২০২১ ১১:১১ অপরাহ্ণ
A- A A+ Print

‘লীগের’ নাম ব্যবহার করে অনেকেই জাতে ওঠার বৃথা চেষ্টা করছেঃ তাপস

সোহেল আহমেদঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন আওয়ামী লীগের নামে গড়ে ওঠা অনুমতিবিহীন বিভিন্ন সহযোগী সংগঠনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, আওয়ামীলীগ এক মহীরুহ যেখানে সকল আতি পাতি সবাই লীগের নাম ব্যাবহার করে জাতে উঠার বৃথা চেস্টা করছেন নাকি আওয়ামীলীগের এমনই খারাপ অবস্থা যে কারনে এইসব আতি পাতিও তাদের দরকার।

বরিশাল রাজনৈতিক অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ ইকবাল হোসেন তাপসের আজ শনিবার জন্মদিন ছিল। শুভাকাঙ্ক্ষীরা যখন জন্মদিনের শুভেচ্ছা নিবেন করে ফেসবুকে স্টাটাস দিচ্ছেন, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিজের টাইমলাইনে স্টাটাস দেন তাপস। এতে নিজের জন্মদিন পালনের ইচ্ছা -অনিচ্ছার কথা তুলে ধরে সাম্প্রতিক সময়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। পাঠকদের স্বার্থে ইকবাল হোসেন তাপস এর স্টাটাস টি হুবহু তুলে ধরা হলোঃ

 

বিচ্ছিন্ন ভাবনা

আজ ২৫ শে জুলাই ছিল আমার জন্মদিন । এই দিন নিয়ে কোন কালেই আমার কোন রকম আলাদা উন্মাদনা বা আলাদা কোন ভাবনা ছিল না বা এখনও নাই। । যারা আজকে আমাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।
আগের দিনের বাংলা সিনেমায় খুব ঘটাকরে বড় লোকের মেয়ের জন্মদিন পালন করা হতো। আমাদের সমাজে কবি সাহিত্যিকদের জন্মদিন পালন না হলে যেন কবি সাহিত্যিক হওয়াই যাবে না অথবা কবি সাহিত্যিকদের জন্মদিন পালন করা একটি বাঙ্গালী রেওয়াজ। যেহেতু উপরোক্ত কোন শ্রেণীতেই পরছি না সেহেতু আমার কাছে জন্মদিনটা হিন্দি সিনেমার কয়েকটি গানের কলির মতন…

জিন্দেগী ও কুজবি নেহি…।।(জীবণ কিছুই না )
জীবন কা মতলব তো আনা আর জানা হে… (জীবনের মানে হল আশা আর যাওয়া
দু পলককা জীবন হে… এক ওমর চুরানি হে…( দুই মূর্তের জীবন … এক বয়স চুরি )
জিন্দেগী ও কুজ বি নেহি ……।।

করোনা মহামারীর এই দুঃসময় জীবন মরণের এত কাছাকাছি এসেও আমার মনে হচ্ছে আমারা প্রকৃতির কাছ থেকে কিছুই শিক্ষা নিতে অনাগ্রহী। আমি জন্মদিন পালন করি আর না করি আমার বয়স কোথাও আটকে থাকবে না। তাইবলে বয়স বাড়াকে অভিনন্দন জানানোরও কিছু আছে বলে মনে করি না।
পৃথিবীতে যতই মহামারীই আসুক না কেন আমারা যতই বয়স্ক বা অসুস্থ হই না কেন কোন অগ্রগতি বা কোন আনন্দ অনুষ্ঠানই থেমে থাকবে না। তাইতো এমন করোনা মহামারীর মধ্যে এক বছর বিলম্বে হলেও বিশ্বের সেরা ক্রীড়া আসর অলিম্পিকের পর্দা উঠলো গত ২৩জুলাই জাপানের টকিয়োতে। বিশ্বের এই সেরা আসরে বাংলার ছেলে মেয়েরা কবে পদক জিতবেন জানিনা না তবে প্রতিটি আসরেই তাকিয়ে থাকি এই বুঝি বাংলাদেশ কিছু জিতলো । এবছরে আসর শুরুই হয়েছে বাঙ্গালীর পদক গ্রহণের মাধ্যমে । অলিম্পিক ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ব্যাক্তি নোবেল জয়ী ডঃইউনুস পেলেন ক্রীড়া জগতের সর্বচচ পুরষ্কার “অলিম্পিক লরেল” অলিম্পিকের মত আসরে যিনি উজ্জল করেছেন বাংলাদেশের মুখ। অথচ বাংলাদেশ সরকার এদেশের সকল মিডিয়া মুখে কুলুব এটে চোখে টিনের চশমা পড়ে রইলেন।আমাদের মনের দ্বীনতা এতটা নীচে নেমে গিয়েছে যে অলিম্পিক কমিটি নোবেল কমিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেতেও পিছ পা হই না।
ডঃ ইউনুসের অনেক অর্জনই বাঙ্গালী জাতিকে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করে দিয়েছে। এবারের অর্জনে তিনি আবারও সারা বিশ্বের কাছে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমি তাকে আমার ফেইসবুকে অভিনন্দন জানিয়েছিলাম তাতে অনেকেই আমার সাথে তাকে অভিনন্দন জানিয়েছেন । একটি নেগেটিভ মন্তব্য আমার দৃষ্টি কেরেছে একজন লিখেছেন ডঃ ইউনুস একজন সুদ খোর । ডঃ ইউনুস কে সুদ খোর বললো তাতে কিছুই যায় আসে না । কিন্তু যিনি এই মন্তব্য করেছেন তার ফেইস বুক প্রোফাইলে দেখলাম তিনি ১নং যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ। (কোন এক জেলা শাখা) । আমাদের মতো কেউ ডঃ ইউনুস কে সুদ খোর বললে বা অভিনন্দন জানালে তার অবস্থানের উন্নতি বা অবনতি কোন কিছুই হবে বলে আমি মনে করি না। তবে আমার জ্ঞানের অভিধানে নতুন একটা লীগের নাম যুক্ত হল। বাংলা ট্রিবিউনের একটি খবরে আজকে দেখলাম বাংলদেশে “লীগ” যুক্ত সংগঠন আছে তিন শতাধিক। মুখ চেনা হলেই নাকি খুলে বসেন রাজনীতির দোকান । আরও দুইটি লিগের নাম দেখলাম ফেইসবুকে “বাংলাদেশ জনসেবালীগ” এবং “বাংলাদেশ আওয়ামী চাকুরীজীবী লীগ” চাকুরীজীবী লিগের একজন নেত্রীকে নিয়ে আওয়ামীলীগ বিব্রত এবং আওয়ামীলীগ সেই নেত্রীকে উপ কমিটি থেকে বহিষ্কার করেছেন।
আওয়ামীলীগ এক মহীরুহ যেখানে সকল আতি পাতি সবাই লীগের নাম ব্যাবহার করে জাতে উঠার বৃথা চেস্টা করছেন নাকি আওয়ামীলীগের এমনই খারাপ অবস্থা যে কারনে এইসব আতি পাতিও তাদের দরকার।
একজন পাতি যখন ডঃ ইউনুস কে নিয়ে মন্তব্য করে ঠিক তখনই একটা পুরানো গল্প মনে পরে গেল। ব্রিটিশ আমলের দুই ভিক্ষুকের সখ হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ দেখতে যাবেন।সেই আমলের এত বড় কর্ম যজ্ঞ দেখে এক ভিক্ষুক আরেকজন কে জিজ্ঞেস করলেন এত বড় ব্রিজ বানাতে কত টাকা লেগেছে । তখন অন্যজন বললেন আরে ব্যাটা এটা কমপক্ষে পাঁচশো টাকার ফ্যার। যিনি যেই মাপের মানুষ তার বিচক্ষন্তা সেই মাপেরই হয়ে থাকে।
আজকাল ফেইসবুকে অনেকেই বিখ্যাত মনিষীদের অনেক মুল্যবান উপদেশ বানী প্রচার করেন। আমার অনেক সময়ই মনে হয় এই সকল পোস্ট গুলো যারা করেন তারা কি আসলেই নিজেরা বুঝেশুনে পোস্ট গুলি করেন এবং তারা নিজেরা কি মনিষীদের সেই অমৃত বচনের মতো করে নিজেদের দেখতে চান তাহলে এমন পোস্টে ফেইসবুক ভরে উঠুক জাগ্রত হউক আমাদের বিবেক।

লেখকঃ ইকবাল হোসেন তাপস, যুগ্ন-মহাসচিব কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব বরিশাল জেলা জাপা।

দৈনিক বরিশাল ২৪

‘লীগের’ নাম ব্যবহার করে অনেকেই জাতে ওঠার বৃথা চেষ্টা করছেঃ তাপস

রবিবার, জুলাই ২৫, ২০২১ ১১:১১ অপরাহ্ণ

সোহেল আহমেদঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন আওয়ামী লীগের নামে গড়ে ওঠা অনুমতিবিহীন বিভিন্ন সহযোগী সংগঠনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, আওয়ামীলীগ এক মহীরুহ যেখানে সকল আতি পাতি সবাই লীগের নাম ব্যাবহার করে জাতে উঠার বৃথা চেস্টা করছেন নাকি আওয়ামীলীগের এমনই খারাপ অবস্থা যে কারনে এইসব আতি পাতিও তাদের দরকার।

বরিশাল রাজনৈতিক অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ ইকবাল হোসেন তাপসের আজ শনিবার জন্মদিন ছিল। শুভাকাঙ্ক্ষীরা যখন জন্মদিনের শুভেচ্ছা নিবেন করে ফেসবুকে স্টাটাস দিচ্ছেন, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিজের টাইমলাইনে স্টাটাস দেন তাপস। এতে নিজের জন্মদিন পালনের ইচ্ছা -অনিচ্ছার কথা তুলে ধরে সাম্প্রতিক সময়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। পাঠকদের স্বার্থে ইকবাল হোসেন তাপস এর স্টাটাস টি হুবহু তুলে ধরা হলোঃ

 

বিচ্ছিন্ন ভাবনা

আজ ২৫ শে জুলাই ছিল আমার জন্মদিন । এই দিন নিয়ে কোন কালেই আমার কোন রকম আলাদা উন্মাদনা বা আলাদা কোন ভাবনা ছিল না বা এখনও নাই। । যারা আজকে আমাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।
আগের দিনের বাংলা সিনেমায় খুব ঘটাকরে বড় লোকের মেয়ের জন্মদিন পালন করা হতো। আমাদের সমাজে কবি সাহিত্যিকদের জন্মদিন পালন না হলে যেন কবি সাহিত্যিক হওয়াই যাবে না অথবা কবি সাহিত্যিকদের জন্মদিন পালন করা একটি বাঙ্গালী রেওয়াজ। যেহেতু উপরোক্ত কোন শ্রেণীতেই পরছি না সেহেতু আমার কাছে জন্মদিনটা হিন্দি সিনেমার কয়েকটি গানের কলির মতন…

জিন্দেগী ও কুজবি নেহি…।।(জীবণ কিছুই না )
জীবন কা মতলব তো আনা আর জানা হে… (জীবনের মানে হল আশা আর যাওয়া
দু পলককা জীবন হে… এক ওমর চুরানি হে…( দুই মূর্তের জীবন … এক বয়স চুরি )
জিন্দেগী ও কুজ বি নেহি ……।।

করোনা মহামারীর এই দুঃসময় জীবন মরণের এত কাছাকাছি এসেও আমার মনে হচ্ছে আমারা প্রকৃতির কাছ থেকে কিছুই শিক্ষা নিতে অনাগ্রহী। আমি জন্মদিন পালন করি আর না করি আমার বয়স কোথাও আটকে থাকবে না। তাইবলে বয়স বাড়াকে অভিনন্দন জানানোরও কিছু আছে বলে মনে করি না।
পৃথিবীতে যতই মহামারীই আসুক না কেন আমারা যতই বয়স্ক বা অসুস্থ হই না কেন কোন অগ্রগতি বা কোন আনন্দ অনুষ্ঠানই থেমে থাকবে না। তাইতো এমন করোনা মহামারীর মধ্যে এক বছর বিলম্বে হলেও বিশ্বের সেরা ক্রীড়া আসর অলিম্পিকের পর্দা উঠলো গত ২৩জুলাই জাপানের টকিয়োতে। বিশ্বের এই সেরা আসরে বাংলার ছেলে মেয়েরা কবে পদক জিতবেন জানিনা না তবে প্রতিটি আসরেই তাকিয়ে থাকি এই বুঝি বাংলাদেশ কিছু জিতলো । এবছরে আসর শুরুই হয়েছে বাঙ্গালীর পদক গ্রহণের মাধ্যমে । অলিম্পিক ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ব্যাক্তি নোবেল জয়ী ডঃইউনুস পেলেন ক্রীড়া জগতের সর্বচচ পুরষ্কার “অলিম্পিক লরেল” অলিম্পিকের মত আসরে যিনি উজ্জল করেছেন বাংলাদেশের মুখ। অথচ বাংলাদেশ সরকার এদেশের সকল মিডিয়া মুখে কুলুব এটে চোখে টিনের চশমা পড়ে রইলেন।আমাদের মনের দ্বীনতা এতটা নীচে নেমে গিয়েছে যে অলিম্পিক কমিটি নোবেল কমিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেতেও পিছ পা হই না।
ডঃ ইউনুসের অনেক অর্জনই বাঙ্গালী জাতিকে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করে দিয়েছে। এবারের অর্জনে তিনি আবারও সারা বিশ্বের কাছে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমি তাকে আমার ফেইসবুকে অভিনন্দন জানিয়েছিলাম তাতে অনেকেই আমার সাথে তাকে অভিনন্দন জানিয়েছেন । একটি নেগেটিভ মন্তব্য আমার দৃষ্টি কেরেছে একজন লিখেছেন ডঃ ইউনুস একজন সুদ খোর । ডঃ ইউনুস কে সুদ খোর বললো তাতে কিছুই যায় আসে না । কিন্তু যিনি এই মন্তব্য করেছেন তার ফেইস বুক প্রোফাইলে দেখলাম তিনি ১নং যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ। (কোন এক জেলা শাখা) । আমাদের মতো কেউ ডঃ ইউনুস কে সুদ খোর বললে বা অভিনন্দন জানালে তার অবস্থানের উন্নতি বা অবনতি কোন কিছুই হবে বলে আমি মনে করি না। তবে আমার জ্ঞানের অভিধানে নতুন একটা লীগের নাম যুক্ত হল। বাংলা ট্রিবিউনের একটি খবরে আজকে দেখলাম বাংলদেশে “লীগ” যুক্ত সংগঠন আছে তিন শতাধিক। মুখ চেনা হলেই নাকি খুলে বসেন রাজনীতির দোকান । আরও দুইটি লিগের নাম দেখলাম ফেইসবুকে “বাংলাদেশ জনসেবালীগ” এবং “বাংলাদেশ আওয়ামী চাকুরীজীবী লীগ” চাকুরীজীবী লিগের একজন নেত্রীকে নিয়ে আওয়ামীলীগ বিব্রত এবং আওয়ামীলীগ সেই নেত্রীকে উপ কমিটি থেকে বহিষ্কার করেছেন।
আওয়ামীলীগ এক মহীরুহ যেখানে সকল আতি পাতি সবাই লীগের নাম ব্যাবহার করে জাতে উঠার বৃথা চেস্টা করছেন নাকি আওয়ামীলীগের এমনই খারাপ অবস্থা যে কারনে এইসব আতি পাতিও তাদের দরকার।
একজন পাতি যখন ডঃ ইউনুস কে নিয়ে মন্তব্য করে ঠিক তখনই একটা পুরানো গল্প মনে পরে গেল। ব্রিটিশ আমলের দুই ভিক্ষুকের সখ হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ দেখতে যাবেন।সেই আমলের এত বড় কর্ম যজ্ঞ দেখে এক ভিক্ষুক আরেকজন কে জিজ্ঞেস করলেন এত বড় ব্রিজ বানাতে কত টাকা লেগেছে । তখন অন্যজন বললেন আরে ব্যাটা এটা কমপক্ষে পাঁচশো টাকার ফ্যার। যিনি যেই মাপের মানুষ তার বিচক্ষন্তা সেই মাপেরই হয়ে থাকে।
আজকাল ফেইসবুকে অনেকেই বিখ্যাত মনিষীদের অনেক মুল্যবান উপদেশ বানী প্রচার করেন। আমার অনেক সময়ই মনে হয় এই সকল পোস্ট গুলো যারা করেন তারা কি আসলেই নিজেরা বুঝেশুনে পোস্ট গুলি করেন এবং তারা নিজেরা কি মনিষীদের সেই অমৃত বচনের মতো করে নিজেদের দেখতে চান তাহলে এমন পোস্টে ফেইসবুক ভরে উঠুক জাগ্রত হউক আমাদের বিবেক।

লেখকঃ ইকবাল হোসেন তাপস, যুগ্ন-মহাসচিব কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব বরিশাল জেলা জাপা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ