হেলেনার হাস্যজ্জল মুখে হাত নাড়ানোয় মনেহয় অলিম্পিকে সোনা জিতেছেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হেলেনার হাস্যজ্জল মুখে হাত নাড়ানোয় মনেহয় অলিম্পিকে সোনা জিতেছেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

হেলেনার হাস্যজ্জল মুখে হাত নাড়ানোয় মনেহয় অলিম্পিকে সোনা জিতেছেন

ইকবাল হোসেন তাপসঃ

জুমার নামাজ পড়তে যাবো । পাঞ্জাবী পজামা খুজতে গিয়ে ১৬ বছরের পুরাতন একটা পাজামা পেলাম বেশ ধপধবে ব্যান্ড বক্স থেকে ধোওয়া।

২০০৫ সালের কথা ওমরা হজ্জ করেতে যাবো , সাথে আরও কয়েকজন বন্ধু একত্রে যাচ্ছি। প্রথমবার ওমরা করতে যাওয়া তাই মনের মধ্যে অনেক গুলো ভালো লাগা কাজ করছিলো।

ঠিক করলাম নতুন কিছু পাজামা পাঞ্জাবী কিনব । আমার এক বন্ধু বলল কেনার চেয়ে ভালো কাপড় পছন্দ করে বানিয়ে নিলে ভালো হবে। আমার বন্ধু আমাকে ঢাকা নিউ মার্কেটের বিখ্যাত এক টেইলরইং সপে নিয়ে গেল যেখানে বঙ্গবন্ধু নিজে পাজামা পাঞ্জাবী বানাতেন এবং তার সাথে জানাব তোফায়েল আহমেদ সহ আরও অনেক নামিদামি রাজনীতিবিদরা পাজামা পাঞ্জাবী বানাতেন।

আজকে ১৬ বছরের পুরান পাজামাটা পেয়ে তাৎক্ষনিক বঙ্গন্ধুর কথা এবং মুজিব কোট এবং বর্তমান রাজনীতির কথা মনে পড়ে গেল। মুজিব কোট গায়ে আর পদবিতে কোন রকম লীগ লাগাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু আমারা ভুলে যাই মুজিব কোট আর মুজিব পাজামা পাঞ্জাবী পরলেই মুজিব সেনা হওয়া যায় না । মুজিব সেনা হতে হলে মুজিব আদর্শ হৃদয়ে ধারন করতে হবে।

রাজনৈতিক দুরবিত্যায়নে আজকাল মহিলারাও যে পিছিয়ে নাই তা বর্তমান কালে পাপিয়া,সাব্রিনাদের সাথে গত কয়েক দিনে ঢাকার কোন এক স্কুল ও কলেজের অধ্যক্ষের একটি টেলিফোন কলের অডিও ভাইরাল হওয়াই তার প্রমান ।

তিনি নাকি বালিসের তলায় পিস্তল নিয়ে ঘুমাতেন ।ভাইরাল হওয়া টেলি সংলাপে তার মুখের ভাষা শুনে কেউ একজন ফেইসবুকে মজা করে কমেন্ট করেছেন ,” শিক্ষাই জাতীর মৃত্যুদণ্ড” ।

এরই মধ্যে গতকাল আরেক আলোচিত মহিলাকে গ্রেফতারের টেলিভিশন সংবাদ দেখে মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। বালিসের নীচে পিস্তল নিয়ে ঘুমায় একজন আর র‍্যাবের অভিযান চলছে গুলশানের হেলেনা জাহাঙ্গীর নামের বহিষ্কৃত আওয়ামীলীগ নেত্রীর বাসায়।

টেলিভিশনের কল্যাণে অভিযানের প্রস্তুতি দেখে মনে হয়েছিলো হেলেনা নিশ্চয়ই বালিশের নীচে পিস্তলের চেয়েও ভয়ঙ্কর কোন অস্র নিয়ে ঘুমায় । হেলানা জাহাঙ্গীর কে চিনি না তবে ফেইসবুকে তার কিছু অর্বাচীন মন্তব্য দেখে তাকে কোন সুস্থ চিন্তার মানুষ বলে মনে হয় নাই। কিন্তু তার মতো এমন একজন পাতিকে ধরতে বাংলাদেশের এলিট বাহিনির এমন আয়োজন এবং অর্জন হাস্যকর।

একটা হরিণের চামড়া উদ্ধার দেখে গত ওয়ান এলেভেন ফখরুদ্দীন সরকারের কথা মনে পড়ে যায়। সেই সময় আমরা দেখেছি অনেক বন্যপ্রাণী এবং তার মালিকদের আটকের ঘটনা ।

ওয়ান এলেভেন শেষ সকল অভিযান শেষ । অবাক হই তখন যখন দেখি পদেপদে অনিয়মের একটা দেশে হরিণের চামড়া উদ্ধার ও তার সাথে নিয়মিত কিছু দরব্যাদি উদ্ধার করে তৃপ্তির ঢেঁকুর এবং টেলিভিশনে ফলাউ করে প্রচার।

প্রায় চার ঘণ্টার অভিযান শেষে হেলেনাকে গ্রেফতার করে র‍্যাব যখন তার বাসা থেকে বেড় করে নিয়ে যাচ্ছিলেন তার হাস্যজ্জল মুখ ও হাত নাড়ানো দেখে মনে হয়েছিলো তিনি অলিম্পিকে সোনা জিতেছেন।

হেলেনা, পাপিয়া, সাব্রিনা, সাহেদ , সম্রাটরা তো একদিনে সৃষ্টি হয় নাই , এরা সবাই রাজনৈতিক দৈন্যতার ফসল। রাজনীতিতে যদি সুস্থতা , জবাব দিহিতা , জনগণের কথা বলার স্বাধীনতা থাকতো তাহলে নিশ্চিত যে এমন আতি পাতি প্রতারক কে ধরতে এমন আয়োজনের প্রয়োজন হতো না।

এ যেন ইদুর ধরতে সিংহের গর্জন। গত সপ্তাহে আমার ফেইসবুকে আমলাদের নিয়ে একটা লেখা পোস্ট করেছিলাম । আমার লেখা পড়ে আমার এক আমলা বন্ধু একটা কমেন্ট করেছেন যা হুবহু তুলে ধরালাম …
…”The principal cause of corruption of the bureaucrats is the absolute failures of politicians”
অর্থাৎ আমালাদের দুর্নীতির মুল কারন হল রাজনীতিবিদের পরম ব্যর্থতা ।

লেখকঃ ইকবাল হোসেন তাপস, সদস্য সচিব বরিশাল জেলা আহবায়ক কমিটি ও যুগ্ন-মহাসচিব, কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি।

দৈনিক বরিশাল ২৪

হেলেনার হাস্যজ্জল মুখে হাত নাড়ানোয় মনেহয় অলিম্পিকে সোনা জিতেছেন

শুক্রবার, জুলাই ৩০, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ৩০, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ

ইকবাল হোসেন তাপসঃ

জুমার নামাজ পড়তে যাবো । পাঞ্জাবী পজামা খুজতে গিয়ে ১৬ বছরের পুরাতন একটা পাজামা পেলাম বেশ ধপধবে ব্যান্ড বক্স থেকে ধোওয়া।

২০০৫ সালের কথা ওমরা হজ্জ করেতে যাবো , সাথে আরও কয়েকজন বন্ধু একত্রে যাচ্ছি। প্রথমবার ওমরা করতে যাওয়া তাই মনের মধ্যে অনেক গুলো ভালো লাগা কাজ করছিলো।

ঠিক করলাম নতুন কিছু পাজামা পাঞ্জাবী কিনব । আমার এক বন্ধু বলল কেনার চেয়ে ভালো কাপড় পছন্দ করে বানিয়ে নিলে ভালো হবে। আমার বন্ধু আমাকে ঢাকা নিউ মার্কেটের বিখ্যাত এক টেইলরইং সপে নিয়ে গেল যেখানে বঙ্গবন্ধু নিজে পাজামা পাঞ্জাবী বানাতেন এবং তার সাথে জানাব তোফায়েল আহমেদ সহ আরও অনেক নামিদামি রাজনীতিবিদরা পাজামা পাঞ্জাবী বানাতেন।

আজকে ১৬ বছরের পুরান পাজামাটা পেয়ে তাৎক্ষনিক বঙ্গন্ধুর কথা এবং মুজিব কোট এবং বর্তমান রাজনীতির কথা মনে পড়ে গেল। মুজিব কোট গায়ে আর পদবিতে কোন রকম লীগ লাগাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু আমারা ভুলে যাই মুজিব কোট আর মুজিব পাজামা পাঞ্জাবী পরলেই মুজিব সেনা হওয়া যায় না । মুজিব সেনা হতে হলে মুজিব আদর্শ হৃদয়ে ধারন করতে হবে।

রাজনৈতিক দুরবিত্যায়নে আজকাল মহিলারাও যে পিছিয়ে নাই তা বর্তমান কালে পাপিয়া,সাব্রিনাদের সাথে গত কয়েক দিনে ঢাকার কোন এক স্কুল ও কলেজের অধ্যক্ষের একটি টেলিফোন কলের অডিও ভাইরাল হওয়াই তার প্রমান ।

তিনি নাকি বালিসের তলায় পিস্তল নিয়ে ঘুমাতেন ।ভাইরাল হওয়া টেলি সংলাপে তার মুখের ভাষা শুনে কেউ একজন ফেইসবুকে মজা করে কমেন্ট করেছেন ,” শিক্ষাই জাতীর মৃত্যুদণ্ড” ।

এরই মধ্যে গতকাল আরেক আলোচিত মহিলাকে গ্রেফতারের টেলিভিশন সংবাদ দেখে মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। বালিসের নীচে পিস্তল নিয়ে ঘুমায় একজন আর র‍্যাবের অভিযান চলছে গুলশানের হেলেনা জাহাঙ্গীর নামের বহিষ্কৃত আওয়ামীলীগ নেত্রীর বাসায়।

টেলিভিশনের কল্যাণে অভিযানের প্রস্তুতি দেখে মনে হয়েছিলো হেলেনা নিশ্চয়ই বালিশের নীচে পিস্তলের চেয়েও ভয়ঙ্কর কোন অস্র নিয়ে ঘুমায় । হেলানা জাহাঙ্গীর কে চিনি না তবে ফেইসবুকে তার কিছু অর্বাচীন মন্তব্য দেখে তাকে কোন সুস্থ চিন্তার মানুষ বলে মনে হয় নাই। কিন্তু তার মতো এমন একজন পাতিকে ধরতে বাংলাদেশের এলিট বাহিনির এমন আয়োজন এবং অর্জন হাস্যকর।

একটা হরিণের চামড়া উদ্ধার দেখে গত ওয়ান এলেভেন ফখরুদ্দীন সরকারের কথা মনে পড়ে যায়। সেই সময় আমরা দেখেছি অনেক বন্যপ্রাণী এবং তার মালিকদের আটকের ঘটনা ।

ওয়ান এলেভেন শেষ সকল অভিযান শেষ । অবাক হই তখন যখন দেখি পদেপদে অনিয়মের একটা দেশে হরিণের চামড়া উদ্ধার ও তার সাথে নিয়মিত কিছু দরব্যাদি উদ্ধার করে তৃপ্তির ঢেঁকুর এবং টেলিভিশনে ফলাউ করে প্রচার।

প্রায় চার ঘণ্টার অভিযান শেষে হেলেনাকে গ্রেফতার করে র‍্যাব যখন তার বাসা থেকে বেড় করে নিয়ে যাচ্ছিলেন তার হাস্যজ্জল মুখ ও হাত নাড়ানো দেখে মনে হয়েছিলো তিনি অলিম্পিকে সোনা জিতেছেন।

হেলেনা, পাপিয়া, সাব্রিনা, সাহেদ , সম্রাটরা তো একদিনে সৃষ্টি হয় নাই , এরা সবাই রাজনৈতিক দৈন্যতার ফসল। রাজনীতিতে যদি সুস্থতা , জবাব দিহিতা , জনগণের কথা বলার স্বাধীনতা থাকতো তাহলে নিশ্চিত যে এমন আতি পাতি প্রতারক কে ধরতে এমন আয়োজনের প্রয়োজন হতো না।

এ যেন ইদুর ধরতে সিংহের গর্জন। গত সপ্তাহে আমার ফেইসবুকে আমলাদের নিয়ে একটা লেখা পোস্ট করেছিলাম । আমার লেখা পড়ে আমার এক আমলা বন্ধু একটা কমেন্ট করেছেন যা হুবহু তুলে ধরালাম …
…”The principal cause of corruption of the bureaucrats is the absolute failures of politicians”
অর্থাৎ আমালাদের দুর্নীতির মুল কারন হল রাজনীতিবিদের পরম ব্যর্থতা ।

লেখকঃ ইকবাল হোসেন তাপস, সদস্য সচিব বরিশাল জেলা আহবায়ক কমিটি ও যুগ্ন-মহাসচিব, কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত