উন্নয়নের ফুলঝুরি দিয়ে জনগণের পকেট কাটা হচ্ছেঃ ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪উন্নয়নের ফুলঝুরি দিয়ে জনগণের পকেট কাটা হচ্ছেঃ ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১০, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

উন্নয়নের ফুলঝুরি দিয়ে জনগণের পকেট কাটা হচ্ছেঃ ইকবাল হোসেন তাপস

সোহেল আহমেদঃ দেশে আজ কোনো গণতন্ত্র নেই, সরকারের এক শ্রেনীর আমলারা উন্নয়নের ফুলঝুরি দিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে, আর গণতন্ত্রের নামে একনায়ক তন্ত্র বাস্তবায়ন করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।

দৈনিক বরিশাল ২৪. কম-এর  সাথে বিশেষ সাক্ষাৎ কারে মি. তাপস বলেন গনতন্ত্র দিবস সম্পর্কে বলেন, একটা দেশে গ্রহণযোগ্য নির্বাচন নেই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অভাবে মানুষ তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না, ভোট কেন্দ্রে যেতেই আগ্রহ হারিয়ে ফেলেছে, এক কথায় দেশে আজ কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করো দেশ চালাচ্ছে সরকারি আমলারা দেশ চালাচ্ছে বলে মনেকরেন জাপার তরুণ এই নেতা।

এক প্রশ্নের জবাবে যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস সম্প্রতি জালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহনের ভাড়া বৃদ্ধি বিষয়ে আক্ষেপ করে বলেন, একমাত্র জনগনের ভোটে নির্বাচিত সরকারই জনগনের মনের কথা বুঝতে পারেন । বর্তমান জনগনের সরকার নয় । বর্তমান সরকার আমলাদের সরকার । করনার আঘাত না শুকাতেই দ্রব্য মুল্য আকাশ চুম্বী , সরকারের কোনোই নজরদারি তো নাই পুনুরায় তেলের দাম বাড়িয়ে জনগনকে যেন গলাটিপে হত্যা করতে চাইছেন এই সরকার ।

বাস লনচ এবং অন্যান্য ডিজেল চালিত যানবাহনে ৩৬% বারতি ভাড়া জনগন কি ভাবে দিবে প্রশ্ন করে তাপস বলেন,  সরকার ও আমলারা জনগনের পকেট কেটে সেই উন্নয়নের নামে কমিশন ও ঘুসের মহাউৎসবে মাতোয়ারা । সাধারন মানুষ খেয়ে আছে নাকি না খেয়ে আছে দেখার কেউ নাই ।

দেশ এভাবে চলতে থাকলে সামনে যে কোনো ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।

 

এদিকে বরিশালে আজ বুধবার সকালে গণতন্ত্র দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,

“দেশ থেকে আজ গনতন্ত্র নির্বাসিত। দেশের মানুষ আজ দূর্বিষহ জীবন যাপন করছে। নিত্যপ্রয়জনিয় দ্রব্যের উর্ধগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে।গনপরিবহনের ভাড়া বৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা। এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক জনগনের সরকার প্রতিষ্ঠা করা। জাতীয় পার্টি সে পথেই এগোচ্ছে। মানুষ আবার পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সোনালী শাসন আমলে ফিরে যেতে চায়”

সকালে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলন এবং সকাল ১০ টায় পার্টি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জাতীয় পার্টি বরিশাল মহানগর শাখার সহসভাপতি রফিকুল ইসলাম গফুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় উপদেষ্টা জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা নেতা এ্যাডঃ আবদুল জলিল, জাপা মহানগর শাখার সহসভাপতি রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, জাতীয় পার্টি জেলা নেতা মন্জুরুল আলম খোকন, আঃ আলীম মাষ্টার, জাপা মহানগর যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী কামাল, অর্থ সম্পাদক ফোরকান তালুকদার, জাপা জেলা নেতা নজরুল ইসলাম, জাহাঙ্গীর ফকির, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মোহম্মদ আলী সুমন, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক সোবাহান মিয়া, সদস্য সচিব সোহেল আহমেদ, জাতীয় যুব সংহতি জেলা আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা খাজা শফিউল্লাহ দিপু, বাবু ননী গোপাল, সোহরাব হোসন, ছাত্র নেতা বাহাদুর হোসেন, কৃষক পার্টির জেলা আহবায়ক মোসলেম উদ্দিন ফরাজি।

দৈনিক বরিশাল ২৪

উন্নয়নের ফুলঝুরি দিয়ে জনগণের পকেট কাটা হচ্ছেঃ ইকবাল হোসেন তাপস

বুধবার, নভেম্বর ১০, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ | আপডেটঃ নভেম্বর ১০, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ

সোহেল আহমেদঃ দেশে আজ কোনো গণতন্ত্র নেই, সরকারের এক শ্রেনীর আমলারা উন্নয়নের ফুলঝুরি দিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে, আর গণতন্ত্রের নামে একনায়ক তন্ত্র বাস্তবায়ন করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।

দৈনিক বরিশাল ২৪. কম-এর  সাথে বিশেষ সাক্ষাৎ কারে মি. তাপস বলেন গনতন্ত্র দিবস সম্পর্কে বলেন, একটা দেশে গ্রহণযোগ্য নির্বাচন নেই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অভাবে মানুষ তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না, ভোট কেন্দ্রে যেতেই আগ্রহ হারিয়ে ফেলেছে, এক কথায় দেশে আজ কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করো দেশ চালাচ্ছে সরকারি আমলারা দেশ চালাচ্ছে বলে মনেকরেন জাপার তরুণ এই নেতা।

এক প্রশ্নের জবাবে যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস সম্প্রতি জালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহনের ভাড়া বৃদ্ধি বিষয়ে আক্ষেপ করে বলেন, একমাত্র জনগনের ভোটে নির্বাচিত সরকারই জনগনের মনের কথা বুঝতে পারেন । বর্তমান জনগনের সরকার নয় । বর্তমান সরকার আমলাদের সরকার । করনার আঘাত না শুকাতেই দ্রব্য মুল্য আকাশ চুম্বী , সরকারের কোনোই নজরদারি তো নাই পুনুরায় তেলের দাম বাড়িয়ে জনগনকে যেন গলাটিপে হত্যা করতে চাইছেন এই সরকার ।

বাস লনচ এবং অন্যান্য ডিজেল চালিত যানবাহনে ৩৬% বারতি ভাড়া জনগন কি ভাবে দিবে প্রশ্ন করে তাপস বলেন,  সরকার ও আমলারা জনগনের পকেট কেটে সেই উন্নয়নের নামে কমিশন ও ঘুসের মহাউৎসবে মাতোয়ারা । সাধারন মানুষ খেয়ে আছে নাকি না খেয়ে আছে দেখার কেউ নাই ।

দেশ এভাবে চলতে থাকলে সামনে যে কোনো ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।

 

এদিকে বরিশালে আজ বুধবার সকালে গণতন্ত্র দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,

“দেশ থেকে আজ গনতন্ত্র নির্বাসিত। দেশের মানুষ আজ দূর্বিষহ জীবন যাপন করছে। নিত্যপ্রয়জনিয় দ্রব্যের উর্ধগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে।গনপরিবহনের ভাড়া বৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা। এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক জনগনের সরকার প্রতিষ্ঠা করা। জাতীয় পার্টি সে পথেই এগোচ্ছে। মানুষ আবার পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সোনালী শাসন আমলে ফিরে যেতে চায়”

সকালে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলন এবং সকাল ১০ টায় পার্টি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জাতীয় পার্টি বরিশাল মহানগর শাখার সহসভাপতি রফিকুল ইসলাম গফুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় উপদেষ্টা জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা নেতা এ্যাডঃ আবদুল জলিল, জাপা মহানগর শাখার সহসভাপতি রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, জাতীয় পার্টি জেলা নেতা মন্জুরুল আলম খোকন, আঃ আলীম মাষ্টার, জাপা মহানগর যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী কামাল, অর্থ সম্পাদক ফোরকান তালুকদার, জাপা জেলা নেতা নজরুল ইসলাম, জাহাঙ্গীর ফকির, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মোহম্মদ আলী সুমন, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক সোবাহান মিয়া, সদস্য সচিব সোহেল আহমেদ, জাতীয় যুব সংহতি জেলা আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা খাজা শফিউল্লাহ দিপু, বাবু ননী গোপাল, সোহরাব হোসন, ছাত্র নেতা বাহাদুর হোসেন, কৃষক পার্টির জেলা আহবায়ক মোসলেম উদ্দিন ফরাজি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ