বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কমিটির দুই নেতার ছবি না থাকার কারণ বলা হলেও বেরিয়ে আসছে নেপথ্যের আসল রহস্য। জাপা চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর মধ্যকার চলমান বিরোধ বরিশালে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক সভার ব্যানারে রওশন এরশাদ এর ছবি ব্যাবহার নিয়ে দিনভর জিএম কাদের পন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা কমিটির সভা হলেও এতে আমন্ত্রণ জানানো হয়নি সাধারণ সম্পাদক এমএ জলিল কে। অপর দিকে মহানগর জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সভাস্থলে যোগদান করে ব্যানারে বেগম রওশন এরশাদ এর ছবি দেখতে পেয়ে ক্ষিপ্ত হন।ওই ব্যানার খুলে ফেলতে বারবার অনুরোধ করলেও একেএম গোলাম মোর্তজা আবেদিন এতে কর্ণপাত করেনি। সভায় শুরু হয় হট্টগোল তারপর দুই পক্ষের সংঘর্ষ।

দলের সূত্র জানায়, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ঠিক এমন সময় ঘটা করে বরিশালে জেলা জাপার সাংগঠনিক সভার নামে মুলত রওশন এরশাদ কে দেখাতে চাচ্ছেন সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

জিএম কাদেরপন্থী নেতাকর্মীদের তুমল হট্টগোলের মধ্যে পন্ড হয়ে যায় সাংগঠনিক সভা। তোপের মুখে পরেন সাবেক মহাসচিব। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও একেএম গোলাম মোর্তজার মধ্যেকার দন্দের কথা সামনে এনে রওশন এরশাদ এর ছবির বিষয় টি কৌশলেএড়িয়ে যান। অপর দিকে তাঁর অনুসারীরা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপস এর ছবি না থাকার প্রচারনা চালান।

জাপা সূত্র জানায়, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বের প্রতি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সহ স্থানীয় নেতৃবৃন্দ একাট্টা থেকে ে পর্যন্ত একাধিক মিছিল মিটিং করে।

হঠাৎ করে জেলা কমিটি সাংগঠনিক সভার নাম দিয়ে  ব্যানারে রওশন এরশাদ এর ছবি যুক্ত করাকে তীব্র সন্দেহের সৃষ্টি করে। আর এ থেকেই জিএম কাদেরপন্থীরা সভা ঠেকানোর চেষ্টা চেষ্টা করে। ঘটনা আঁচ করতে পেরে জেলা কমিটির নেতৃবৃন্দ সভাস্থলও পরিবর্তন করে সার্কিট হাউস এর পরিবর্তে কীর্তনখোলা মিলনায়তনে সভা করা সিদ্ধান্ত নেয়।

এদিকে অপর একটি সূত্র জানায়, বরিশালের ঘটনা জানাজানি হলে সতর্ক অবস্থায় রয়েছেন পটুয়াখালী ও বরগুনা জেলা জাপার নেতারা। চলতি সপ্তাহে দুটি সাংগঠনিক সভা ডাকা হলে এ পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ

শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৮:০০ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কমিটির দুই নেতার ছবি না থাকার কারণ বলা হলেও বেরিয়ে আসছে নেপথ্যের আসল রহস্য। জাপা চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর মধ্যকার চলমান বিরোধ বরিশালে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক সভার ব্যানারে রওশন এরশাদ এর ছবি ব্যাবহার নিয়ে দিনভর জিএম কাদের পন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা কমিটির সভা হলেও এতে আমন্ত্রণ জানানো হয়নি সাধারণ সম্পাদক এমএ জলিল কে। অপর দিকে মহানগর জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সভাস্থলে যোগদান করে ব্যানারে বেগম রওশন এরশাদ এর ছবি দেখতে পেয়ে ক্ষিপ্ত হন।ওই ব্যানার খুলে ফেলতে বারবার অনুরোধ করলেও একেএম গোলাম মোর্তজা আবেদিন এতে কর্ণপাত করেনি। সভায় শুরু হয় হট্টগোল তারপর দুই পক্ষের সংঘর্ষ।

দলের সূত্র জানায়, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ঠিক এমন সময় ঘটা করে বরিশালে জেলা জাপার সাংগঠনিক সভার নামে মুলত রওশন এরশাদ কে দেখাতে চাচ্ছেন সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

জিএম কাদেরপন্থী নেতাকর্মীদের তুমল হট্টগোলের মধ্যে পন্ড হয়ে যায় সাংগঠনিক সভা। তোপের মুখে পরেন সাবেক মহাসচিব। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও একেএম গোলাম মোর্তজার মধ্যেকার দন্দের কথা সামনে এনে রওশন এরশাদ এর ছবির বিষয় টি কৌশলেএড়িয়ে যান। অপর দিকে তাঁর অনুসারীরা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপস এর ছবি না থাকার প্রচারনা চালান।

জাপা সূত্র জানায়, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বের প্রতি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সহ স্থানীয় নেতৃবৃন্দ একাট্টা থেকে ে পর্যন্ত একাধিক মিছিল মিটিং করে।

হঠাৎ করে জেলা কমিটি সাংগঠনিক সভার নাম দিয়ে  ব্যানারে রওশন এরশাদ এর ছবি যুক্ত করাকে তীব্র সন্দেহের সৃষ্টি করে। আর এ থেকেই জিএম কাদেরপন্থীরা সভা ঠেকানোর চেষ্টা চেষ্টা করে। ঘটনা আঁচ করতে পেরে জেলা কমিটির নেতৃবৃন্দ সভাস্থলও পরিবর্তন করে সার্কিট হাউস এর পরিবর্তে কীর্তনখোলা মিলনায়তনে সভা করা সিদ্ধান্ত নেয়।

এদিকে অপর একটি সূত্র জানায়, বরিশালের ঘটনা জানাজানি হলে সতর্ক অবস্থায় রয়েছেন পটুয়াখালী ও বরগুনা জেলা জাপার নেতারা। চলতি সপ্তাহে দুটি সাংগঠনিক সভা ডাকা হলে এ পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত