বরগুনায় দুই যুগেও পাকা হয়নি বিদ্যালয়ের ২ কিমি সড়ক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনায় দুই যুগেও পাকা হয়নি বিদ্যালয়ের ২ কিমি সড়ক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০১৯ ৮:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনায় দুই যুগেও পাকা হয়নি বিদ্যালয়ের ২ কিমি সড়ক

অনলাইন নিউজ:  ‘দুই যুগ আগে কহান(কিছু) ইট দেছেলো (দিয়েছিল) রাস্তায়, ছয়মাসের মধ্যেই কাঁদায় নষ্ট হয়ে রাস্তার পাশে নাইম্মা(নেমে) গেছে। বাপেই(বাবা) দেখেনাই ইটের রাস্তা!

আমাগো জীবনও যায় যায় কথা গুলো বলেন, বেতাগী উপজেলার দক্ষিন হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা আলতাফ হোসেন। আরো বলেন, দুই যুগ ২৪ বছর ধরে স্কুলের ছাত্রছাত্রীসহ সবাই কাঁদার মধ্যেই হাঁটি।

বরগুনার বেতাগী উপজেলার জলিশাবাজারের রাসেল স্কায়ার থেকে সরদার বাড়ি স্কুল রোডে যাতায়াতের প্রধান আঞ্চলিক সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের এ সড়কটি প্রায় দুই যুগ আগে চারশত ফুটের মতো ইট দিয়ে সোলিং করা হয়। তারপর থেকে এখন প্রর্যন্ত একই অবস্থায় রয়েছে। আজ পর্যন্ত কোনো সংস্কার বা মেরামতের ছোঁয়া লাগেনি সড়কটিতে। যার বৃষ্টি হলে দূর্ভোগের আর সীমা থাকে না।

এদিকে চারশত ফুটের ইট সোলিংয়ের সড়কের মধ্যে পুরো সড়কের ইট, সুরকি, বালু উঠে অসংখ্য গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে। সরদার বাড়ি সংলগ্ন হওয়ায় দক্ষিন হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়কটির নামকরণ দার বাড়ি সড়ক।

এ সড়ক দিয়ে গ্রাম্য যানবাহন ও স্কুল, কলেজ এবং মাদরাসা গামী ছাত্রছাত্রীরা যাতায়াত করে। সড়কের বেহাল দশার কারণে দৈনন্দিন ঘটছে কোনো না কোনো দূর্ঘটনা। বর্ষা মৌশুমে প্রায়ই যান চলাচল বন্ধ থাকে।
বি
দ্যালয়গামী মো. হাসান, আরেফিন, হোসেন , সাথী সহ একাধিক শিক্ষার্থী প্রতিবেদককে বলেন, আমরা এই কাঁদার কারনে প্রাই দিনই স্কুল ফাঁকি দেই।
আরো বলেন, যাদের বাড়ি দূরে তার কেই এই কাঁদার সময় বিদ্যালয়ে আসে না।

অনেকসময় শিক্ষকরাও দেরি করে আসে। অটোরিকশা চালক মো.সুজন, মনির, রুটি ব্যাপারি মো: দিঞ্চু, হুন্ডাচালক মো: মোকলেচ, মিজান, নীরব, মোশারফ ও আলতাফ প্রমুখ ক্ষোভের সাথে জানান, সড়কটির খানাখন্দের কারণে আমাদের যানবাহন চালানো বন্ধ করে দেয়া ছাড়া আর উপায় নেই। জলিশাবাজর হয়ে বেতাগী উপজেলায় যাওয়ার একমাত্র সড়কটির এ অবস্থা কেউ চোখে দেখছে না।

দক্ষিন হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম বলেন, সড়কটি মেরামত করা খুবই জরুরি। ওই অঞ্চল থেকে এ সড়ক দিয়ে আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আসা-যাওয়া করে।

কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় নিয়মিত ক্লাসে আসতে সমস্যার সম্মুখীন হতে হয়।যার কারনে উপস্থিতির হার একদমই কমে গেছে। অনেকে বছরের শুরুতে এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করাতেও রাজি হয়না।

স্থানীয় বাসিন্দা ও যুবলীগ নেতা মো. হানিফুর রহমান বলেন, সড়কটি এই অঞ্চলের জনসাধারণের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাবাসীকে।

বিদ্যালয়ের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, রাস্তায় যে কি পরিমান কাঁদা হতে পারে তা এই রাস্তাটি না দেখলে বোঝা যাবে না। রাস্তাটি নির্মান করা না হলে বিদ্যালয়ে পড়ুপড় ছাত্রছাত্রীদের দূর্ভোগের আর সীমা থাকবে না।

এ ব্যাপারে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, আশা করি সড়কটির নির্মান কাজ যেকোন প্রল্পের আওতায় শুরু করবো।

ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী প্রকৌশলী মো: হোসেন আলী মীর বলেন, সড়কটির ব্যাপারে আমরা অবগত অতিশিগ্রই এর একটা ব্যবস্থা করা হবে।

দৈনিক বরিশাল ২৪

বরগুনায় দুই যুগেও পাকা হয়নি বিদ্যালয়ের ২ কিমি সড়ক

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯ ৮:৫৩ অপরাহ্ণ

অনলাইন নিউজ:  ‘দুই যুগ আগে কহান(কিছু) ইট দেছেলো (দিয়েছিল) রাস্তায়, ছয়মাসের মধ্যেই কাঁদায় নষ্ট হয়ে রাস্তার পাশে নাইম্মা(নেমে) গেছে। বাপেই(বাবা) দেখেনাই ইটের রাস্তা!

আমাগো জীবনও যায় যায় কথা গুলো বলেন, বেতাগী উপজেলার দক্ষিন হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা আলতাফ হোসেন। আরো বলেন, দুই যুগ ২৪ বছর ধরে স্কুলের ছাত্রছাত্রীসহ সবাই কাঁদার মধ্যেই হাঁটি।

বরগুনার বেতাগী উপজেলার জলিশাবাজারের রাসেল স্কায়ার থেকে সরদার বাড়ি স্কুল রোডে যাতায়াতের প্রধান আঞ্চলিক সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের এ সড়কটি প্রায় দুই যুগ আগে চারশত ফুটের মতো ইট দিয়ে সোলিং করা হয়। তারপর থেকে এখন প্রর্যন্ত একই অবস্থায় রয়েছে। আজ পর্যন্ত কোনো সংস্কার বা মেরামতের ছোঁয়া লাগেনি সড়কটিতে। যার বৃষ্টি হলে দূর্ভোগের আর সীমা থাকে না।

এদিকে চারশত ফুটের ইট সোলিংয়ের সড়কের মধ্যে পুরো সড়কের ইট, সুরকি, বালু উঠে অসংখ্য গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে। সরদার বাড়ি সংলগ্ন হওয়ায় দক্ষিন হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়কটির নামকরণ দার বাড়ি সড়ক।

এ সড়ক দিয়ে গ্রাম্য যানবাহন ও স্কুল, কলেজ এবং মাদরাসা গামী ছাত্রছাত্রীরা যাতায়াত করে। সড়কের বেহাল দশার কারণে দৈনন্দিন ঘটছে কোনো না কোনো দূর্ঘটনা। বর্ষা মৌশুমে প্রায়ই যান চলাচল বন্ধ থাকে।
বি
দ্যালয়গামী মো. হাসান, আরেফিন, হোসেন , সাথী সহ একাধিক শিক্ষার্থী প্রতিবেদককে বলেন, আমরা এই কাঁদার কারনে প্রাই দিনই স্কুল ফাঁকি দেই।
আরো বলেন, যাদের বাড়ি দূরে তার কেই এই কাঁদার সময় বিদ্যালয়ে আসে না।

অনেকসময় শিক্ষকরাও দেরি করে আসে। অটোরিকশা চালক মো.সুজন, মনির, রুটি ব্যাপারি মো: দিঞ্চু, হুন্ডাচালক মো: মোকলেচ, মিজান, নীরব, মোশারফ ও আলতাফ প্রমুখ ক্ষোভের সাথে জানান, সড়কটির খানাখন্দের কারণে আমাদের যানবাহন চালানো বন্ধ করে দেয়া ছাড়া আর উপায় নেই। জলিশাবাজর হয়ে বেতাগী উপজেলায় যাওয়ার একমাত্র সড়কটির এ অবস্থা কেউ চোখে দেখছে না।

দক্ষিন হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম বলেন, সড়কটি মেরামত করা খুবই জরুরি। ওই অঞ্চল থেকে এ সড়ক দিয়ে আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আসা-যাওয়া করে।

কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় নিয়মিত ক্লাসে আসতে সমস্যার সম্মুখীন হতে হয়।যার কারনে উপস্থিতির হার একদমই কমে গেছে। অনেকে বছরের শুরুতে এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করাতেও রাজি হয়না।

স্থানীয় বাসিন্দা ও যুবলীগ নেতা মো. হানিফুর রহমান বলেন, সড়কটি এই অঞ্চলের জনসাধারণের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাবাসীকে।

বিদ্যালয়ের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, রাস্তায় যে কি পরিমান কাঁদা হতে পারে তা এই রাস্তাটি না দেখলে বোঝা যাবে না। রাস্তাটি নির্মান করা না হলে বিদ্যালয়ে পড়ুপড় ছাত্রছাত্রীদের দূর্ভোগের আর সীমা থাকবে না।

এ ব্যাপারে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, আশা করি সড়কটির নির্মান কাজ যেকোন প্রল্পের আওতায় শুরু করবো।

ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী প্রকৌশলী মো: হোসেন আলী মীর বলেন, সড়কটির ব্যাপারে আমরা অবগত অতিশিগ্রই এর একটা ব্যবস্থা করা হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত