পুলিশ বলছে সফল অভিযান, ঘটনা দেখতে পায়নি উপজেলা প্রশাসন! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পুলিশ বলছে সফল অভিযান, ঘটনা দেখতে পায়নি উপজেলা প্রশাসন! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১২, ২০১৯ ১২:৪০ পূর্বাহ্ণ
A- A A+ Print

পুলিশ বলছে সফল অভিযান, ঘটনা দেখতে পায়নি উপজেলা প্রশাসন!

শামীম আহমেদ, বরিশালঃ ঘূর্ণিঝড় বুলবুল যখন বরিশালে আঘাতহানে ঠিক সেই সময় (রবিবার বেলা ২ টা ৫৮ মিনিট) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে রমজান নামের এক ব্যক্তি ভয়ার্ত কণ্ঠে বলেন, জেলার হিজলা উপজেলার মিয়ারচরের কাছে মেঘনার শাখা নদীতে খনন কাজে ব্যবহৃত একটি ড্রেজারের ছয়টি পল্টুন নোঙর করা ছিলো। ঘূর্ণিঝড়ের সৃষ্ট ঢেউয়ের তোড়ে একটি পল্টুন নোঙর ছিঁড়ে ২৫ থেকে ৩০ জন শ্রমিকসহ নদীতে ভেসে যায়। প্রবল ঘূর্ণি বাতাসের সাথে প্রচন্ড ঢেউয়ে শ্রমিকসহ পল্টুনটি দিগি¦দিক ভাসতে থাকে।

রমজান বিপদগ্রস্থ শ্রমিকদের উদ্ধারের জন্য ৯৯৯-এ দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তাৎক্ষনিক জরুরি সেবার কন্ট্রোল রুম থেকে রমজানকে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদারের সাথে কথা বলিয়ে দেওয়া হয়। একইসাথে ৯৯৯-এর পক্ষ থেকে বিষয়টি বরিশাল পুলিশ কন্ট্রোল রুম, নৌ- পুলিশ ও কোস্টগার্ডকে জানিয়ে উদ্ধার তৎপরতা চালানোর অনুরোধ করা হয়।

খবর পেয়েই দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়া উপেক্ষা করে হিজলা থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ, নৌ-পুলিশের একটি দল ও কোস্টগার্ডের সদস্যরা শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসেন।

উত্তাল নদীর বুকে প্রায় পৌনে দুই ঘন্টাব্যাপী আপ্রান চেষ্ঠা চালিয়ে উদ্ধারকারী যৌথদল দুর্ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান পল্টুন থেকে ৩০ জন শ্রমিককে উদ্ধার করেন। এতে ৩০ জন শ্রমিক ঝড়ের কবল থেকে জীবনে রক্ষা পান।

এই সফল উদ্ধার অভিযানের ‍সংবাদটি পুলিশের সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হিজলা থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার।

এব্যাপারে জেলার হিজলা উজলোর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সাথে ০১৭০৫৪০৬৫৩৭ নম্বরে কথা বললে তিনি বলেন হিজলার মিয়ার চরে বিআইডব্লিউটি’এ নদী খননের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়ীত্ব প্রদান করে। নৌবাহিনী নদী ড্রেজিংয়ের জন্য তৃতিয় একটি দলকে কাজের অনুমতি দিয়েছিল।

আমরা ঝড়ের সংকেত পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা সহ নদী ও মেঘনায় মাইকিং করে সকলকে নিরাপদে চলে আসার আহবান জানিয়েছি আবার অনেককে আমরা নিজেরাই নিরাপদে নিয়ে আসি।

মিয়রচরের নদী খনন ড্রেজিং কাজে যেসব শ্রমীকরা ছিল তারা প্রথম প্রর্যায়ে আসতে চাইছিল না। যখন ঝড়ের সময় আমরা জানতে পারি তখন আমি বরিশাল নৌ-বন্দর উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠুর সাথে কথা বলে তার সহযোগীতা চাওয়া হয়।

পড়ে আমাদের প্রশাসনের সহায়তা ঝড়ে আটকা পড়া শ্রমীকদের উদ্ধার করি সেময় দেখতে পাই ড্রেজিং করার একটি বোর্ড আংশিক তলিয়ে গেছে বাকি অংশ চরে আটকে ছিল সেখানে শ্রমীকরা আটকা ছিল বোর্ড ভেসে যাবার কোন ঘটনা আমরা দেখতে পাই নাই।

ছবি:ফাইল ফটো।

দৈনিক বরিশাল ২৪

পুলিশ বলছে সফল অভিযান, ঘটনা দেখতে পায়নি উপজেলা প্রশাসন!

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯ ১২:৪০ পূর্বাহ্ণ

শামীম আহমেদ, বরিশালঃ ঘূর্ণিঝড় বুলবুল যখন বরিশালে আঘাতহানে ঠিক সেই সময় (রবিবার বেলা ২ টা ৫৮ মিনিট) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে রমজান নামের এক ব্যক্তি ভয়ার্ত কণ্ঠে বলেন, জেলার হিজলা উপজেলার মিয়ারচরের কাছে মেঘনার শাখা নদীতে খনন কাজে ব্যবহৃত একটি ড্রেজারের ছয়টি পল্টুন নোঙর করা ছিলো। ঘূর্ণিঝড়ের সৃষ্ট ঢেউয়ের তোড়ে একটি পল্টুন নোঙর ছিঁড়ে ২৫ থেকে ৩০ জন শ্রমিকসহ নদীতে ভেসে যায়। প্রবল ঘূর্ণি বাতাসের সাথে প্রচন্ড ঢেউয়ে শ্রমিকসহ পল্টুনটি দিগি¦দিক ভাসতে থাকে।

রমজান বিপদগ্রস্থ শ্রমিকদের উদ্ধারের জন্য ৯৯৯-এ দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তাৎক্ষনিক জরুরি সেবার কন্ট্রোল রুম থেকে রমজানকে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদারের সাথে কথা বলিয়ে দেওয়া হয়। একইসাথে ৯৯৯-এর পক্ষ থেকে বিষয়টি বরিশাল পুলিশ কন্ট্রোল রুম, নৌ- পুলিশ ও কোস্টগার্ডকে জানিয়ে উদ্ধার তৎপরতা চালানোর অনুরোধ করা হয়।

খবর পেয়েই দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়া উপেক্ষা করে হিজলা থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ, নৌ-পুলিশের একটি দল ও কোস্টগার্ডের সদস্যরা শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসেন।

উত্তাল নদীর বুকে প্রায় পৌনে দুই ঘন্টাব্যাপী আপ্রান চেষ্ঠা চালিয়ে উদ্ধারকারী যৌথদল দুর্ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান পল্টুন থেকে ৩০ জন শ্রমিককে উদ্ধার করেন। এতে ৩০ জন শ্রমিক ঝড়ের কবল থেকে জীবনে রক্ষা পান।

এই সফল উদ্ধার অভিযানের ‍সংবাদটি পুলিশের সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হিজলা থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার।

এব্যাপারে জেলার হিজলা উজলোর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সাথে ০১৭০৫৪০৬৫৩৭ নম্বরে কথা বললে তিনি বলেন হিজলার মিয়ার চরে বিআইডব্লিউটি’এ নদী খননের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়ীত্ব প্রদান করে। নৌবাহিনী নদী ড্রেজিংয়ের জন্য তৃতিয় একটি দলকে কাজের অনুমতি দিয়েছিল।

আমরা ঝড়ের সংকেত পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা সহ নদী ও মেঘনায় মাইকিং করে সকলকে নিরাপদে চলে আসার আহবান জানিয়েছি আবার অনেককে আমরা নিজেরাই নিরাপদে নিয়ে আসি।

মিয়রচরের নদী খনন ড্রেজিং কাজে যেসব শ্রমীকরা ছিল তারা প্রথম প্রর্যায়ে আসতে চাইছিল না। যখন ঝড়ের সময় আমরা জানতে পারি তখন আমি বরিশাল নৌ-বন্দর উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠুর সাথে কথা বলে তার সহযোগীতা চাওয়া হয়।

পড়ে আমাদের প্রশাসনের সহায়তা ঝড়ে আটকা পড়া শ্রমীকদের উদ্ধার করি সেময় দেখতে পাই ড্রেজিং করার একটি বোর্ড আংশিক তলিয়ে গেছে বাকি অংশ চরে আটকে ছিল সেখানে শ্রমীকরা আটকা ছিল বোর্ড ভেসে যাবার কোন ঘটনা আমরা দেখতে পাই নাই।

ছবি:ফাইল ফটো।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত