চাঁপাইনবাবগঞ্জের কানসাটের জমিদার বাড়ী সংস্কারের দাবিতে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জের কানসাটের জমিদার বাড়ী সংস্কারের দাবিতে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৮, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জের কানসাটের জমিদার বাড়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদ,  চাঁপাইনবাবগঞ্জ :    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়িতে ডাস্টবিন ও রাজবাড়িটি সংস্কারের দাবিতে মানববন্ধন করবে শিবগঞ্জ উপজেলার ৩টি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকাল সাড়ে ৯টা দিকে বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন ও কানসাট নিউজ পাঠক ফোরামের আয়োজনে ও কানসাট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কানসাট গোপালনগর মোড় (বলাকা মার্কেটের সামনে) কানসাট নিউজ পাঠক ফোরামের চেয়ারম্যান মোহা. ইমরান আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মো. বেনাউল ইসলাম।
কানসাট নিউজ পাঠক ফোরামের সহ-সভাপতি নাদিম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মো. তাজেরুল ইসলাম, বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থার সভাপতি মো. রজব আলী, সাধারণ সম্পাদক শ্রী পার্থ সাহা, কানসাট ইউনিয়ন পরিষমের সভাপতি এ্যাড. শাহিনুর রহমান শাহিন।
সাধারণ সম্পাদক মো. আব্দুর রব, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের সভাপতি মো. রায়হান আলী, প্রচার সম্পাদক এইচ.এস হায়দার আহমেদ, কানসাট ইউনিয়ন পরিষদের পক্ষে আবুল কালাম, শাহাবাজপ্রু ইউনিয়ন পরিষদের পক্ষে আবুল কালাম আজাদ, কানসাট নিউজ পাঠক ফোরামের কোষাধ্যক্ষ মো. রানাউল ইসলাম, কানসাট নিউজ পাঠক ফোরামের সদস্য কমরেট ইকবাল মানিক, বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থার সদস্য মিজানুর রহমান মিজান, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের সদস্য আজমল হকসহ অন্যরা।
বক্তারা, দীর্ঘদিন থেকে কানসাটের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ী (রাজবাড়ী)টি সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে রাজ বাড়িটি ধ্বংসস্তুপে পরিণিত হওয়ায় কানসাট বাজারের বিভিন্ন হোটেল ও দোকানের ব্যবহারকৃত ময়লা-নর্দমা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছে।
এ ছাড়াও বাড়ীটির ছাদ ও দেয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কানসাটবাসীসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণে মানববন্ধন থেকে অবিলম্বে ঐতিহ্যবাহী জমিদার বাড়ী (রাজবাড়ী)টিতে বিভিন্ন হোটেল ও দোকানের ব্যবহারকৃত ময়লা-নর্দমা ফেলার ডাস্টবিন উচ্ছেদ ও সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দ্রুত সংস্কারের দাবি জানান।
বক্তারা আরো বলেন, ২০১০ সালের ১৪ জুলাই প্রাচীনতম ঐতিহ্যমন্ডিত রাজপ্রাসদটি ঐতিহ্য ও সৌন্দর্য্য রক্ষাকল্পে ১৮০০ শতাব্দীর ৯০ দশকে স্থাপিত ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়িটি সংস্কার করার জন্য তৎকালিন মাননীয় খণিজ জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এনামুল হক এমপির ডিওতে ঐতিহ্যবাহী কানসাট কানসাট রাজবাড়িটি সংস্কারের জন্য আবেদন জানানো হয়।
আবেদনের প্রেক্ষিতে ২০১১ সালের ১ ডিসেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালিন সহকারি সচিব আব্দুল হান্নানের স্বাক্ষরিত সবিম/শাঃ-৬/প্রতœঃ-অধি-১০/২০১০/৫৮৬ নম্বর স্মারকে কানসাট রাজ বাড়িটির সংরক্ষণ বিজ্ঞপ্তি গ্যাজেট আকারে পরবর্তী গ্যাজেট প্রকাশের জন্য দুই গ্রস্থ বিজ্ঞপ্তি নির্দেশ দেয়া হলে অধ্যবদি তা বাস্তবায়ন হয়নি। এই অজ্ঞাত কারণটিও তদন্তপূর্বক কানসাট রাজবাড়িটি সংস্কারের জোর দাবি জানান।
এ ছাড়াও প্রাচীনতম ঐতিহ্যমন্ডিত রাজপ্রাসদটি ঐতিহ্য ও সৌন্দর্য্য রক্ষাকল্পে ১৮০০ শতাব্দীর ৯০ দশকে স্থাপিত ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়িটি সংস্কারের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠানো হবে বলেও মানববন্ধনে বক্তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন ও কানসাট নিউজ পাঠক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, কানসাটের জমিদার বাড়ির বংশের আদি পুরুষরা পূর্বে বগুড়া জেলার কড়ইঝাকইর গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের উপর দস্যু সর্দার পন্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট নামক গ্রামে এসে বসতি গড়ে তোলেন। তারপর এখানে তারা জমিদারি প্রথা চালু করেন।
তবে কবে তারা জমিদারি চালু করেন তা জানা যায়নি। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত। এই জমিদাররা ছিলেন মুসলিম বিদ্বেষী।
জমিদারদের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসেবে তাদের পরিচিতিটা বেশি ছিল। তারা ১৯৪০ সালে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয় পড়ে। যার পরীপেক্ষীতে পরবর্তীতে হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়।
পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের ১২টি ইউনিয়েনের মুসলমানরা একসাথে হয়ে এর তীব্র আন্দোলন প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে।
তার ফল স্বরূপ কানসাটের জমিদার শিতাংশু বাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চায়। এইভাবে এই জমিদারদের ইতিহাস মানুষের মনে গেঁথে আছে। পরবর্তীতে দেশ ভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও পতন হয়।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জের কানসাটের জমিদার বাড়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

রবিবার, ডিসেম্বর ৮, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদ,  চাঁপাইনবাবগঞ্জ :    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়িতে ডাস্টবিন ও রাজবাড়িটি সংস্কারের দাবিতে মানববন্ধন করবে শিবগঞ্জ উপজেলার ৩টি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকাল সাড়ে ৯টা দিকে বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন ও কানসাট নিউজ পাঠক ফোরামের আয়োজনে ও কানসাট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কানসাট গোপালনগর মোড় (বলাকা মার্কেটের সামনে) কানসাট নিউজ পাঠক ফোরামের চেয়ারম্যান মোহা. ইমরান আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মো. বেনাউল ইসলাম।
কানসাট নিউজ পাঠক ফোরামের সহ-সভাপতি নাদিম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মো. তাজেরুল ইসলাম, বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থার সভাপতি মো. রজব আলী, সাধারণ সম্পাদক শ্রী পার্থ সাহা, কানসাট ইউনিয়ন পরিষমের সভাপতি এ্যাড. শাহিনুর রহমান শাহিন।
সাধারণ সম্পাদক মো. আব্দুর রব, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের সভাপতি মো. রায়হান আলী, প্রচার সম্পাদক এইচ.এস হায়দার আহমেদ, কানসাট ইউনিয়ন পরিষদের পক্ষে আবুল কালাম, শাহাবাজপ্রু ইউনিয়ন পরিষদের পক্ষে আবুল কালাম আজাদ, কানসাট নিউজ পাঠক ফোরামের কোষাধ্যক্ষ মো. রানাউল ইসলাম, কানসাট নিউজ পাঠক ফোরামের সদস্য কমরেট ইকবাল মানিক, বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থার সদস্য মিজানুর রহমান মিজান, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের সদস্য আজমল হকসহ অন্যরা।
বক্তারা, দীর্ঘদিন থেকে কানসাটের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ী (রাজবাড়ী)টি সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে রাজ বাড়িটি ধ্বংসস্তুপে পরিণিত হওয়ায় কানসাট বাজারের বিভিন্ন হোটেল ও দোকানের ব্যবহারকৃত ময়লা-নর্দমা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছে।
এ ছাড়াও বাড়ীটির ছাদ ও দেয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কানসাটবাসীসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণে মানববন্ধন থেকে অবিলম্বে ঐতিহ্যবাহী জমিদার বাড়ী (রাজবাড়ী)টিতে বিভিন্ন হোটেল ও দোকানের ব্যবহারকৃত ময়লা-নর্দমা ফেলার ডাস্টবিন উচ্ছেদ ও সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দ্রুত সংস্কারের দাবি জানান।
বক্তারা আরো বলেন, ২০১০ সালের ১৪ জুলাই প্রাচীনতম ঐতিহ্যমন্ডিত রাজপ্রাসদটি ঐতিহ্য ও সৌন্দর্য্য রক্ষাকল্পে ১৮০০ শতাব্দীর ৯০ দশকে স্থাপিত ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়িটি সংস্কার করার জন্য তৎকালিন মাননীয় খণিজ জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এনামুল হক এমপির ডিওতে ঐতিহ্যবাহী কানসাট কানসাট রাজবাড়িটি সংস্কারের জন্য আবেদন জানানো হয়।
আবেদনের প্রেক্ষিতে ২০১১ সালের ১ ডিসেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালিন সহকারি সচিব আব্দুল হান্নানের স্বাক্ষরিত সবিম/শাঃ-৬/প্রতœঃ-অধি-১০/২০১০/৫৮৬ নম্বর স্মারকে কানসাট রাজ বাড়িটির সংরক্ষণ বিজ্ঞপ্তি গ্যাজেট আকারে পরবর্তী গ্যাজেট প্রকাশের জন্য দুই গ্রস্থ বিজ্ঞপ্তি নির্দেশ দেয়া হলে অধ্যবদি তা বাস্তবায়ন হয়নি। এই অজ্ঞাত কারণটিও তদন্তপূর্বক কানসাট রাজবাড়িটি সংস্কারের জোর দাবি জানান।
এ ছাড়াও প্রাচীনতম ঐতিহ্যমন্ডিত রাজপ্রাসদটি ঐতিহ্য ও সৌন্দর্য্য রক্ষাকল্পে ১৮০০ শতাব্দীর ৯০ দশকে স্থাপিত ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়িটি সংস্কারের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠানো হবে বলেও মানববন্ধনে বক্তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন ও কানসাট নিউজ পাঠক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, কানসাটের জমিদার বাড়ির বংশের আদি পুরুষরা পূর্বে বগুড়া জেলার কড়ইঝাকইর গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের উপর দস্যু সর্দার পন্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট নামক গ্রামে এসে বসতি গড়ে তোলেন। তারপর এখানে তারা জমিদারি প্রথা চালু করেন।
তবে কবে তারা জমিদারি চালু করেন তা জানা যায়নি। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত। এই জমিদাররা ছিলেন মুসলিম বিদ্বেষী।
জমিদারদের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসেবে তাদের পরিচিতিটা বেশি ছিল। তারা ১৯৪০ সালে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয় পড়ে। যার পরীপেক্ষীতে পরবর্তীতে হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়।
পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের ১২টি ইউনিয়েনের মুসলমানরা একসাথে হয়ে এর তীব্র আন্দোলন প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে।
তার ফল স্বরূপ কানসাটের জমিদার শিতাংশু বাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চায়। এইভাবে এই জমিদারদের ইতিহাস মানুষের মনে গেঁথে আছে। পরবর্তীতে দেশ ভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও পতন হয়।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত