‘সাংবাদিকতার সব ফর্মুলা সব সময় ব্যবহার করা যায় না’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘সাংবাদিকতার সব ফর্মুলা সব সময় ব্যবহার করা যায় না’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২০ ১২:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘সাংবাদিকতার সব ফর্মুলা সব সময় ব্যবহার করা যায় না’

কাজী মনসুরঃ

প্রায় ২৫ বছরের সাংবাদিকতা জীবনে এই প্রথম অস্থির লাগছে। কোন কিছুতেই মন বসছে না। সকালে উঠে সন্তানরা তার মাকে যে প্রশ্নটিই প্রথম করে” মা বাবা কি আজ বাইরে যাবে? বাবাকে বাইরে যেতে নিষেধ করো”। এটা আসলে এমন একটা পেশা যেখানে রাত-দিন নেই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের ঘুম অনেক হারাম করেছি। এমনও দিন গেছে মধ্যরাত পর্যন্ত পরিবারের সবাই বসে আছে। রাজনৈতিক গোলযোগ, নির্বাচন, বড় ঘটনা দুর্ঘটনার রিপোর্ট একসময় শেষ হয়ে যায়। পত্রিকার পাতায় যাতে সঠিক রিপোর্টটি যথাসময়ে যায় এটাই ছিল সংগ্রাম। কিন্তু সবকিছুকে হার মানিয়ে বর্তমানে করোনা ভাইরাসের যে দাপট চলছে তাতে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া অন্য কোন উপায় দেখছি না। লিখে বা বলে মানুষকে সচেতন করা যায় না। সারাবিশ্বের সাংবাদিকদের এখন একটাই এজেন্ডা করোনাভাইরাস। এমনতর ঘটনা আগে কখনো হয়নি। বিষয়টি একেবারেই নতুন। মৃত্যুর খবর লিখতে ইচ্ছে না করলেও সারাবিশ্বের সাংবাদিকরা এখন করোনা ভাইরাসে মৃত্যুর খবর নিয়ে অস্থির। তারা নিজেরাও জানেনা এই ভাইরাসের খবর কেমন করে সংগ্রহ করতে হবে, কোথায় কখন কে আক্রান্ত হচ্ছে। কারণ খবর নিতে গিয়ে নিজেকে রক্ষা করার উপায় তো নাই। সারা বিশ্বের সাংবাদিকদের মত বাংলাদেশের সাংবাদিকদের ও একই অবস্থা। আমাদের কাছে এটা নতুন, কিভাবে কি করতে হবে আমরাও জানি না। শুধু এটুকু বুঝি যার যার সাবধানতা তাকেই বুঝতে হবে।
বাজারে গেলে বা আশপাশের মানুষ অনেক কিছুই জানতে চাই। তারা মনে করেন, আমাদের কাছে তথ্য থাকে বেশি। সামনের দিনগুলোতে কি হবে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এমন সব প্রশ্ন করতে থাকে অনেক মানুষ। কোন রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ে প্রশ্ন করা হলে মোটামুটি একটা জবাব দিতে পারি। কিন্তু বর্তমানে কারোনা ভাইরাসটির যে দাপট চলছে তাতে ভবিষ্যৎবাণী দেয়া তো দূরের কথা কখন কি হচ্ছে বলাও মুশকিল। জানি সাংবাদিকতার সব ফর্মুলা সব সময় ব্যবহার করা যায় না। তাই অনেক কিছু লিখতে গিয়েও লিখা হয় না। এতদিন জানতাম চিকিৎসা ব্যবস্থায় উন্নত বিশ্ব অনেক এগিয়ে। হালের করোনাভাইরাস প্রমাণ করে দিল সবকিছু চিকিৎসায় হয়না। বিজ্ঞান যখন হার মানে, তখন মানুষের সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হওয়া ছাড়া কোন উপায় থাকেনা। সারা পৃথিবীর মানুষ এখন সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে। করোনা ভাইরাস মানুষের সৃষ্টি কি না জানিনা। তবে এইটুকু বুঝি উন্নত বিশ্বের পরমাণু- জীবাণু অস্ত্রের যে ঝনঝনানি চলছে তার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ।
আমরা সব কিছুকে হালকা ভাবে নিই। এখন আর সে সময় নেই। ইতালি বা স্পেনের দিকে একবার তাকালে গা শিউরে উঠবে। এগুলো অনেক উন্নত দেশ। প্রতিদিন শত শত মানুষ মরছে। আমরাও পৌঁছে গেছি বর্ডার লাইনে। এখনও যদি আমরা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকি তাহলে সামনে ভয়ংকর সময়। মনে রাখতে হবে “নাউ অর নেভার।”

লেখকঃ কাজী মনসুর, সিনিয়র সাংবাদিক।

দৈনিক বরিশাল ২৪

‘সাংবাদিকতার সব ফর্মুলা সব সময় ব্যবহার করা যায় না’

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২০ ১২:০৪ পূর্বাহ্ণ | আপডেটঃ মার্চ ২৬, ২০২০ ১২:০৫ পূর্বাহ্ণ

কাজী মনসুরঃ

প্রায় ২৫ বছরের সাংবাদিকতা জীবনে এই প্রথম অস্থির লাগছে। কোন কিছুতেই মন বসছে না। সকালে উঠে সন্তানরা তার মাকে যে প্রশ্নটিই প্রথম করে” মা বাবা কি আজ বাইরে যাবে? বাবাকে বাইরে যেতে নিষেধ করো”। এটা আসলে এমন একটা পেশা যেখানে রাত-দিন নেই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের ঘুম অনেক হারাম করেছি। এমনও দিন গেছে মধ্যরাত পর্যন্ত পরিবারের সবাই বসে আছে। রাজনৈতিক গোলযোগ, নির্বাচন, বড় ঘটনা দুর্ঘটনার রিপোর্ট একসময় শেষ হয়ে যায়। পত্রিকার পাতায় যাতে সঠিক রিপোর্টটি যথাসময়ে যায় এটাই ছিল সংগ্রাম। কিন্তু সবকিছুকে হার মানিয়ে বর্তমানে করোনা ভাইরাসের যে দাপট চলছে তাতে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া অন্য কোন উপায় দেখছি না। লিখে বা বলে মানুষকে সচেতন করা যায় না। সারাবিশ্বের সাংবাদিকদের এখন একটাই এজেন্ডা করোনাভাইরাস। এমনতর ঘটনা আগে কখনো হয়নি। বিষয়টি একেবারেই নতুন। মৃত্যুর খবর লিখতে ইচ্ছে না করলেও সারাবিশ্বের সাংবাদিকরা এখন করোনা ভাইরাসে মৃত্যুর খবর নিয়ে অস্থির। তারা নিজেরাও জানেনা এই ভাইরাসের খবর কেমন করে সংগ্রহ করতে হবে, কোথায় কখন কে আক্রান্ত হচ্ছে। কারণ খবর নিতে গিয়ে নিজেকে রক্ষা করার উপায় তো নাই। সারা বিশ্বের সাংবাদিকদের মত বাংলাদেশের সাংবাদিকদের ও একই অবস্থা। আমাদের কাছে এটা নতুন, কিভাবে কি করতে হবে আমরাও জানি না। শুধু এটুকু বুঝি যার যার সাবধানতা তাকেই বুঝতে হবে।
বাজারে গেলে বা আশপাশের মানুষ অনেক কিছুই জানতে চাই। তারা মনে করেন, আমাদের কাছে তথ্য থাকে বেশি। সামনের দিনগুলোতে কি হবে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এমন সব প্রশ্ন করতে থাকে অনেক মানুষ। কোন রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ে প্রশ্ন করা হলে মোটামুটি একটা জবাব দিতে পারি। কিন্তু বর্তমানে কারোনা ভাইরাসটির যে দাপট চলছে তাতে ভবিষ্যৎবাণী দেয়া তো দূরের কথা কখন কি হচ্ছে বলাও মুশকিল। জানি সাংবাদিকতার সব ফর্মুলা সব সময় ব্যবহার করা যায় না। তাই অনেক কিছু লিখতে গিয়েও লিখা হয় না। এতদিন জানতাম চিকিৎসা ব্যবস্থায় উন্নত বিশ্ব অনেক এগিয়ে। হালের করোনাভাইরাস প্রমাণ করে দিল সবকিছু চিকিৎসায় হয়না। বিজ্ঞান যখন হার মানে, তখন মানুষের সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হওয়া ছাড়া কোন উপায় থাকেনা। সারা পৃথিবীর মানুষ এখন সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে। করোনা ভাইরাস মানুষের সৃষ্টি কি না জানিনা। তবে এইটুকু বুঝি উন্নত বিশ্বের পরমাণু- জীবাণু অস্ত্রের যে ঝনঝনানি চলছে তার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ।
আমরা সব কিছুকে হালকা ভাবে নিই। এখন আর সে সময় নেই। ইতালি বা স্পেনের দিকে একবার তাকালে গা শিউরে উঠবে। এগুলো অনেক উন্নত দেশ। প্রতিদিন শত শত মানুষ মরছে। আমরাও পৌঁছে গেছি বর্ডার লাইনে। এখনও যদি আমরা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকি তাহলে সামনে ভয়ংকর সময়। মনে রাখতে হবে “নাউ অর নেভার।”

লেখকঃ কাজী মনসুর, সিনিয়র সাংবাদিক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত