চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৭, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’

অনলাইন নিউজঃ চট্টগ্রাম শহরের অলি-গলিতে ঘুরছে সবজিভর্তি পাঁচটি ভ্যান। প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’। খোঁজ নিতেই বেরিয়ে এলো অবাক করা তথ্য।

জানা গেল- গৃহবন্দি কর্মহীন মানুষদের জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চু।

সোমবার নগরের রাত্তার পুল, ছৈয়দ শাহ রোড, বাইতুন নূর জামে মসজিদ, রসুলবাগ আবাসিক ও ডিসি রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় তাদের সবজি বিতরণ কার্যক্রম।

যোগাযোগ করা হলে আরশাদুল আলম বাচ্চু বলেন, টানা বন্ধে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া মানুষ। অতীতের মতো তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া এর আগে থেকে আমরা চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিরতণ করে যাচ্ছি। সরকারি এবং বেসরকারিভাবেও অনেকে এসব সহায়তা পাচ্ছেন। পরে ভাবলাম শুধু চাল-ডাল-তেল দিলে সবজি দেবে কে? তাই এবার সবজি দেয়ার উদ্যোগও গ্রহণ করেছি। দৈনিক ৫০০ কেজি করে বিভিন্ন জাতের সবজি বিতরণ করা হচ্ছে। সবজিভর্তি পাঁচটি ভ্যান প্রতিটি এলাকার অলি-গলিতে যাচ্ছে। এতে করে খাদ্য সংকটে ভোগা পরিবারগুলো দৈনিক দুই কেজি করে সবজি বিনামূল্যে নিতে পারবেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছি। তারই অংশ হিসেবে বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া পূর্বের কর্মসুচির অংশ হিসেবে প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজারসহ প্রায় ৩০০ মানুষের কাছে খাবার বিতরণ করা হচ্ছে।

এর আগে রোববার উদ্বোধন করা হয় বিনামূল্যে সবজি বিতরণের এই কার্যক্রম। ওইদিন নগরের মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ৫০০ কেজি সবজি বিতরণ করা হয় বলে জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামের অলি-গলিতে ‘ফ্রি সবজি বাজার’

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ চট্টগ্রাম শহরের অলি-গলিতে ঘুরছে সবজিভর্তি পাঁচটি ভ্যান। প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’। খোঁজ নিতেই বেরিয়ে এলো অবাক করা তথ্য।

জানা গেল- গৃহবন্দি কর্মহীন মানুষদের জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চু।

সোমবার নগরের রাত্তার পুল, ছৈয়দ শাহ রোড, বাইতুন নূর জামে মসজিদ, রসুলবাগ আবাসিক ও ডিসি রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় তাদের সবজি বিতরণ কার্যক্রম।

যোগাযোগ করা হলে আরশাদুল আলম বাচ্চু বলেন, টানা বন্ধে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া মানুষ। অতীতের মতো তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া এর আগে থেকে আমরা চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিরতণ করে যাচ্ছি। সরকারি এবং বেসরকারিভাবেও অনেকে এসব সহায়তা পাচ্ছেন। পরে ভাবলাম শুধু চাল-ডাল-তেল দিলে সবজি দেবে কে? তাই এবার সবজি দেয়ার উদ্যোগও গ্রহণ করেছি। দৈনিক ৫০০ কেজি করে বিভিন্ন জাতের সবজি বিতরণ করা হচ্ছে। সবজিভর্তি পাঁচটি ভ্যান প্রতিটি এলাকার অলি-গলিতে যাচ্ছে। এতে করে খাদ্য সংকটে ভোগা পরিবারগুলো দৈনিক দুই কেজি করে সবজি বিনামূল্যে নিতে পারবেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছি। তারই অংশ হিসেবে বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া পূর্বের কর্মসুচির অংশ হিসেবে প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজারসহ প্রায় ৩০০ মানুষের কাছে খাবার বিতরণ করা হচ্ছে।

এর আগে রোববার উদ্বোধন করা হয় বিনামূল্যে সবজি বিতরণের এই কার্যক্রম। ওইদিন নগরের মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ৫০০ কেজি সবজি বিতরণ করা হয় বলে জানান তিনি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত