বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — এ স্লোগানকে সামনে রেখে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরে আলোচনা করেন। পরে স্কুল ও কলেজ পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।প্রেস বিজ্ঞপ্তি