জাপার জনপ্রিয় নেতা ইকবাল হোসেন তাপসের জন্মদিন আজ
জাহিদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিবেদকঃ বরিশাল জেলার আলোকিত কৃতি সন্তান. জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, বরিশাল মহানগর সদস্য সচিব, বরিশাল ফরএভার লিভিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিদেশি বিনিয়োগকারিদের দেশে এনে বিনিয়োগ করার নিপুন কারিগর, অন্যতম সফল উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এবং দক্ষিণ অঞ্চলে আধুনিক সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাউথ এ্যাপোলো ডায়গনিষ্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, ভদ্র ও বিনয়ী, সর্বোপরি তিনি একজন ভালো মনের মানুষ প্রকৌশলী।
ইকবাল হোসেন তাপস ১৯৬৫ সালে ২৫ শে জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ সফিউদ্দিন আহমদ, ( অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ) ছিলেন, মাতা জাহানরা বেগম। তাঁরা চার ভাই, এক বোন তিনি সবার বড়।
ইকবাল হোসেন তাপস প্রাথমিক শিক্ষা শুরু করেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চন্ডিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে। তিনি ১৯৮১ সালে বাবুগঞ্জ চাঁদপাশা হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৮৩ সালে তিনি বরিশাল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৭ সালে ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেন। এরপর তিনি উচ্চতর ডিগ্রি অর্জন জন্য পাড়ি জমান জাপানে। জাপানে গিয়ে কম্পিউটার সিস্টেম অব ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি।
ইকবাল হোসেন তাপস ছাত্র জীবন থেকেই নিজ দেশের জন্য কিছু একটা করার তাগিদ নিয়ে স্বপ্ন দেখতেন। অনেক সুন্দর জীবনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তিনি জাপানে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসেন।
১৯৯১ সাল থেকে দেশে বিদেশি বিনিয়োগের সংখ্যা খুবই সীমিত ছিল এবং বিদেশি বিনিয়োগ দেশে নিয়ে আসা এক ধরনের চ্যালেজিংও ছিলো। ঠিক সেই সময়ে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস দেশের অর্থনৈতিক সমৃদ্ধশালী করার লক্ষ্য নিয়ে সর্ব প্রথম জাপানের প্রখ্যাত কোম্পানি “মেইজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড” কে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে শুরু করেন তাঁর পথ চলা। দীর্ঘ ৭ বছর কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৯৭ সালে বিট্রিশ বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে বিট্রিশ বিনিয়োগকারী চট্টগ্রামে এক্সপার্ট প্রসেসিং জোন বা সিইপিজেড’ এলাকায় বিনিয়োগ করতে সম্মতি হয়। সেখানে ইন্টারকন্টিনেন্টাল টেকনোলজি লিমিটেড’ নামের যৌথভাবে একটি কোম্পানি চালু করেন তাঁরা। এটিরও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন তাপস।
তিনি চট্টগ্রামে ইপিজেড-এ গাড়ীর পার্টস তৈরির কারখানা স্থাপন করেন সম্পুর্ণ বিদেশি বিনিয়োগের মাধ্যমে। পৃথিবীর বিখ্যাত নিশান ডিজেল গাড়ীর বাস এবং ট্রাক এর যন্ত্রাংশ উৎপাদন এর মাধ্যমেই মুলত তিনি ব্যবসায়িক জীবনে পা রাখেন।
বর্তমানে তিনি জাপানিজ “ইয়োকোহামা লেভেলস এন্ড প্রিটিং কোম্পানি লিমিটেড” নামের একটি সারসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেটি জাপানের বিখ্যাত “ইতোচু করপোরেশন” এর অঙ্গ প্রতিষ্ঠান। এখানে তিনি এক্সিকিউটিভ ম্যানেজিং ডিরেক্টর এবং কান্ট্রি ডিরেক্টর হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন ইকবাল হোসেন তাপস।
ইকবাল হোসেন তাপস শুধু ব্যবসা নয়, তিনি নিজের জেলা বরিশালের সাধারণ মানুষের অল্প ব্যয়ে চিকিৎসার জন্য সমমনা কিছু বন্ধুকে নিয়ে ২০১০ সালে বরিশাল সিটি কর্পোরেশনে গড়ে তোলনে ২৫০ শষ্যার আধুনিক বেসরকারি “সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতাল”। প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসা সেবাই নয়, পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও রাখছে ভূমিকা। এটির ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এটিকে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে ইকবাল হোসেন তাপস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ১৯৮৪ সাল থেকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ এর রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এর দায়িত্ব পালন সহ বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সর্বশেষ ২০১৮ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে প্রাথী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কর্মিবান্ধব এই নেতা ইতিমধ্যে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সাধারণ কর্মিবৃন্দৃ ও সামাজিক অঙ্গনে মানুষের কাছে জননন্দিত জননেতায় পরিনত হয়েছে।
ইকবাল হোসেন তাপস এক দিকে বিদেশি বিনিয়োগ দেশে এনে দেশের অর্থনৈতিকে আরো সমৃদ্ধশালী করছে। অন্য দিকে দেশের জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখছেন অতুলনীয়। তাঁর নিজ গ্রামে নিজস্ব অর্থায়নে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন একটি হাই স্কুল এবং যে স্কুল থেকে তিনি এসএসসি পাস করেন সেই স্কুলকে কলেজে রুপান্তরিত করেন। তিনি বাবুগঞ্জ চাদপাশা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও গভর্নিং বডির দায়িত্ব পালন করে চলেছেন গত ১২ বছর ধরে।
তিনি চট্টগ্রাম বরিশাল বিভাগীয় সমিতির মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১৯৯৬ সালে চট্টগ্রাম ক্লাবের মেম্বার এবং ১৯৯৭ সালে তিনি বরিশাল ক্লাবের আজীবন সদস্য লাভ করেন। ২০১৩ সালে তিনি বারিধারা কসমোপলিটন ক্লাবের স্থায়ী সদস্য পদও অর্জন করেন।
ইকবাল হোসেন তাপস সুদীর্ঘ ২৫ বছর যাবত দেশের অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে নীরবে কাজ করে যাচ্ছেন। ব্যবসা, শিক্ষা, রাজনীতি কিংবা সমাজ সেবায় রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। এবং বরিশালের সাধারণ মানুষের কাছে দিন দিন বেড়েছে তাঁর জনপ্রিয়তা।